মিশর এবং তুরস্ক একই ব্যাপার নির্বাচিত গনতন্ত্রকে খাটো করা

লিখেছেন লিখেছেন সেলাপতি ২০ জুলাই, ২০১৬, ০৯:৪২:৩৯ সকাল



মুরসির বিরুদ্ধে যখন ক্যু করে আবদুল আত্তাহ আল সিসি সফল হয়ে ব্রাদারহুডের শান্তিপুর্ন সমাবেশে যে খুনে তান্ডব চালিয়েছে তখন বিশ্ব মোড়লদের সাথে তাল মিলিয়ে প্রথম আলো বলেছিল উগ্রতি দমনের জন্য আর কোন পথ নেই । স্থিতিশিলতার জন্য এটা করতেই হতো । অথচ সিসি ছিল সারিক একনায়কের পরিষ্কার প্রতিরুপ মুরসি ছিল গনতান্ত্র্রিক ভাবে নির্বাচিত প্রথম সরকার ।

কৌশলে তারা সিসিকে দুলাভাই তুল্য সমাদরই দিয়েছে ।

কিন্তু তার্কিতে যখন বিদোহীরা ব্যর্থ হলো একই ভাবে দুনিয়ার মিডিয়া আর আমাদের দৈনিক টয়লেট পেপার প্রথম আলো বিরোধীদের মানবাধিকার নিয়ে দারুন উচ্ছাসিত । এখন মানবাধিকার দন্ড তাদের যৌবনপ্রাপ্ত হেয়েছে ।

বিষয়: বিবিধ

১০৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374994
২০ জুলাই ২০১৬ দুপুর ০২:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পরের বউ আধুনিক হইলে ঠিক আছে নিজের বউ হতে চাইলে.....!!
374995
২০ জুলাই ২০১৬ দুপুর ০২:৩১
হতভাগা লিখেছেন : ইহুদী নাসারাদের সন্মুখ ও পশ্চাত দেশের উচ্ছিষ্ট খাওয়াই এদের জীবনের পরম সার্থকতা ।

এটার জন্য গনতন্ত্রের মায়েরে বাপ ..
375005
২০ জুলাই ২০১৬ বিকাল ০৫:৩৮
কুয়েত থেকে লিখেছেন : দুর্বলের স্থান কোথাও নেই মুসলমানদেরকে তা বুঝতেই হবে। তখন বিশ্ব মোড়লদের সাথে তাল মিলিয়ে প্রথম আলো বলেছিল উগ্রতা দমনের জন্য আর কোন পথ নেই । স্থিতিশিলতার জন্য এটা করতেই হতো। সময় বেশী দূরেনয় তাদেরকেও উচিৎ শিক্ষা দেওয়া হবে ইন্সাআল্লাহ। ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File