এই পত্রিকাটির কাছে আমরা এভাবেই ঠকছি।

লিখেছেন লিখেছেন সেলাপতি ১৯ জুলাই, ২০১৬, ০৯:৫৯:২০ সকাল



প্রথম আলো বিভন্ন বিশ্লেষন দিচ্ছে কেন তুরষ্কের অভ্যুথ্যান ব্যার্থ হলো । এবং কি কি ভাবে এটি সফল হতে পারতো । কেন অভুথ্যান দরকার ছিল । ভবিষ্যতে এই ভুলগুরো শুধরেই কোন অভ্যুথ্যানের চেষ্টা করতে হবে ।

রিপোর্টে গার্ডিয়ানের লগো দিয়েছে । সকালে পত্রকাটি হাতে নিলাম কিন্তু আমার বিশ্বাস হলো না গার্ডিয়ানের মতো একটি বিশ্ব মিডিয়ার দাপুটে সদস্য এত প্রফেশনাল সংবাদ মাধ্যম এমন একপেশে বিশ্লেষন দিবে কিনা । দ্রুতই ইন্টারনেটে গার্ডিয়ানে ঢুকলাম ।

আসলে প্রথম আলো প্রতারনা করেছে গার্ডিয়ানের লগো ব্যবহার করে আমাদের সাথে প্রতারনা করেছে । এটা তার প্রায়ই করে ।

এক্ষেত্রে তাদের যে ইসলাম বিরধী পলিসি তা পাঠকের কাছে পরিস্কার তারা ইসলামের ক্ষেত্রে যথেষ্ট মিথ্যাচার করে তাই বিলিভ করানোর জন্য গার্ডিয়ানের লগো ব্যবহার করেছে ।

লিংটি দ্যাখেন ..

http://epaper.prothom-alo.com/view/dhaka/2016-07-19/7

আরেকটি বিষয় বলতেই হয় এই প্রথম আলো তুরষ্কে গনতন্ত্র রক্ষায় যেসব মানষ নিহত হয়েছে তাদের শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার মানুষ জড়ো হন তার কোন শদ্ধাপুর্ন ছবি প্রকাশ করেনি । কিন্তু ফ্রান্সে নিহত ৭০ জনের কৃত্যানুষ্ঠানের ছবি ঠিকই প্রকাশ করেছে ।

প্রথম আলর প্রতিদিনের খবরেই গনতন্ত্র হত্যাকারীদের মানবাধিকার নিয়ে কথা বলা হয় আন্তরিক ভাবে । এটাই তাদের নিপেক্ষতা এটাই তাদের দক্ষতা এটাই তাদের পেশাদারিত্ব । আর এসবের আড়ালে তারা প্রকৃত সত্য এবং ইসলাম বিরোধিতা চালায় ।

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374927
১৯ জুলাই ২০১৬ সকাল ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তারা এতটাই নির্লজ্জ যে মিথ্যা জেনেও বলে যায় আর দোষটা অন্যের ঘাড়ে চাপাতে চেষ্টা করে।
374943
১৯ জুলাই ২০১৬ দুপুর ০২:২৬
হতভাগা লিখেছেন : প্রথম আলোরা তাদের প্রভুদের সন্মুখ ও পশ্চাতদেশের উচ্ছিষ্ট খেয়ে কৃতজ্ঞতা প্রকাশের জন্য ঘেউ ঘেউ করে
374958
১৯ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৪০
কুয়েত থেকে লিখেছেন : প্রথম আলো প্রতারনা করেছে গার্ডিয়ানের লগো ব্যবহার করে আমাদের তথা ইসলামের সাথেই প্রতারনা করেছে। তারা প্রায় সময় তা করে থাকে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
374962
১৯ জুলাই ২০১৬ রাত ০৮:৫৩
মনসুর আহামেদ লিখেছেন : এসবের আড়ালে তারা প্রকৃত সত্য এবং ইসলাম বিরোধিতা চালায় , Agreed

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File