আমরা কি আসলেই জঙ্গি তালেবান !!!!

লিখেছেন লিখেছেন সেলাপতি ১২ জুলাই, ২০১৬, ১০:২৬:০০ সকাল



আফগানিস্তানের আযান আর আমাদের আযান তো একই রকম তাহলে আমরা কি জঙ্গি !!!!

ইন্ডিয়া টাইম প্রত্রকিায় রিপোর্ট হবে এদের সাথে আফগানিদের যথেষ্ট মিল আছে । এদের আযান ,গো-মাতাকে জবাই এর ধরন , হাটার ঢং , পাঞ্জাবির রংও তো আফগানিদের মতো সাদা , দাড়ি এবং নামাজের ষ্টাইল একই রকমের । ব্যাস আর যায় কই আনন্দ বাজার লিড নিউজ করবে গোপন সুত্রে যানা গেছে যে এরা আফগানিদের কাছ থেকেই আযান এবং পাগড়ি পরার ষ্টইলন শিখেছে এর জন্য অর্থ দিয়েছে । এদের পাগড়ি সংগ্রহের জন্য টাকা দিয়েছে বাংলাদেশেরই একটি ব্যাংক ।

আর আমাদের আছে এটিএন নিউজ , চ্যানেল আই ,৭১ চ্যানেল , তারা ইন্ডিয়ার নাম না নিয়ে এক্সক্লুসিভ নিউজ করবে বিশ্বমিডিয়ার খবর বলে । এটিএন বাংলা , প্রথম আলোতে আমন্ত্রত টকার রা বলবে পুরো ব্যাপরটায় তাকেরকের তদারকি ফেলেদেয়া যায় না । স্ব-মন্ত্রী নাসিম বলবে সাবধান খালেদা আপনি এটার সাথে যুক্ত , আমরা জানি ! আর বাংলাদেশ প্রতিদিন নিয়ে তো নাইম নিজাম প্রমান পেয়ে যাবেন বিএনপি আর সেনা বাহিনীর সম্পৃক্ততার কথা । তথ্য বাবা কি বলবে তা তো বুঝাই যায় ।

আমরা কি আসলেই জঙ্গি তালেবান !? আমরা নিজকে একটু প্রশ্ন করতে পারি ? কার উত্তর কি হবে জানি না । তবে সর্বত্র তো প্রমান হতে যাচ্ছে যে আমরা জঙ্গি । ভারন এক সময় বলে বসবে যে বাংলাদেশে জঙ্গিরা এমন এক পর্যায়ে রয়েছে যে আওয়ামিলিগ দিয়ে আর এখন আর এই জঙ্গিদের মোকাবেলা করা সম্বব না । সো ................. দ্রুত পদক্ষেপ ব্লা ব্লা ব্লা

বিষয়: বিবিধ

৯৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374438
১২ জুলাই ২০১৬ সকাল ১০:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : যারা জঙ্গি দেখছে তারা কিন্তু মানুষ দেখেনা!
374444
১২ জুলাই ২০১৬ দুপুর ০১:১০
ক্রুসেড বিজেতা লিখেছেন : জঙ্গি শব্দটার অর্থ বিকৃত করে বর্তমানে এমন একটা অবস্থায় দাঁড় করানো হয়েছে; জঙ্গি মানেই সন্ত্রাসবাদ। অথচ জঙ্গি শব্দটি'র খুবই সুন্দর একটা অর্থ রয়েছে। জঙ্গি শব্দের অর্থঃ যোদ্ধা। এ জন্য আমরা বলতে পারি- পৃথিবীর এক নাম্বার জঙ্গি রাষ্ট্র হলো আম্রিকা ও তার বড়ভাই ইসরাইল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File