মাননীয় তথ্যমন্ত্রক দয়াকরে আযান দেয়াটা বন্ধ করবেন না প্লিজ

লিখেছেন লিখেছেন সেলাপতি ১১ জুলাই, ২০১৬, ১১:২০:২২ সকাল



পিস টিভি বন্ধ হয় হোক । স্টার জলসা ,প্লাস চলে চলুক । বিবিসি যুদ্ধ যুদ্ধ খেলুক । যে যাই করোন শুধু এতটুকু আমার আকুল আবদেন আমাদের আযানটা বন্ধ করবেন না । মাননীয় তথ্য মন্ত্রী প্লিজ আমার দাদীর স্মৃতির জন্য আযানটা রাখবেন ।

বিষয়: বিবিধ

৮১১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374356
১১ জুলাই ২০১৬ দুপুর ১২:২১
তট রেখা লিখেছেন : আযান বন্ধ করলেও করতে পারে, সন্ত্রাসীরা হত্যা করার আগে না কি আল্লাহু আকবার বলেছিল। এরা আল্লাহু আকবার শব্দটাতো আযান শুনেই শিখেছে।
374359
১১ জুলাই ২০১৬ দুপুর ১২:৫৫
হতভাগা লিখেছেন : কোন এক পত্রিকার সম্পাদকের স্ত্রী বলেছিলেন যে , আযানের ধ্বনি নাকি শব্দ দূষন করে ।

পিস টিভি বন্ধ হওয়াতে এবং এত আত্মহত্যার পরও ভারতীয় চ্যানেল বজায় থাকাতে উনাদের মধ্যে পুরনো জোশ মাথা চাড়া দিয়ে উঠবে।

এ মাসের মধ্যেই হয়ত বা তারা আযান নিয়ে এবং গরু কুরবানী নিয়ে আওয়াজ তুলতে পারে।

বাংলাদেশের মুসলমানেরা হয়ত নিয়মিত মাসজিদে যায় না নামাজ পড়তে বা প্রতিদিন গরুর মাংশও খায় না - কিন্তু প্রতিদিন এরা ভারতের সিরিয়াল দেখে । এটা ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচার কথা চিন্তাই করতে পারে না - কারণ জীবন মানেই তো জি বাংলা।
374364
১১ জুলাই ২০১৬ দুপুর ০২:১২
কুয়েত থেকে লিখেছেন : দুর্বলের স্থান কোঁথাও নেই। আজ মুসলমানদের নতজানু নীতির কারনেই আজ এই দূরাবস্থা। ধন্যবাদ
374394
১১ জুলাই ২০১৬ রাত ০৮:১৪
শেখের পোলা লিখেছেন : হিন্দু ভারত যে কোন সময় আজানও বন্ধ করতে পারে। তালেবানরাও আজান দেয় সেই অজুহাতে আর জঙ্গীরাও আল্লাহু আকবর বলে চিৎকার দেয়,এটাও ওজুহাত হতে পারে।
374423
১১ জুলাই ২০১৬ রাত ১১:৩১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেটাও হতে দেরি নাই। এখনও নিরাপত্তার অজুহাতে কয়েকবার আযান বন্ধ করা হয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File