মাননীয় তথ্যমন্ত্রক দয়াকরে আযান দেয়াটা বন্ধ করবেন না প্লিজ
লিখেছেন লিখেছেন সেলাপতি ১১ জুলাই, ২০১৬, ১১:২০:২২ সকাল
পিস টিভি বন্ধ হয় হোক । স্টার জলসা ,প্লাস চলে চলুক । বিবিসি যুদ্ধ যুদ্ধ খেলুক । যে যাই করোন শুধু এতটুকু আমার আকুল আবদেন আমাদের আযানটা বন্ধ করবেন না । মাননীয় তথ্য মন্ত্রী প্লিজ আমার দাদীর স্মৃতির জন্য আযানটা রাখবেন ।
বিষয়: বিবিধ
৮২১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পিস টিভি বন্ধ হওয়াতে এবং এত আত্মহত্যার পরও ভারতীয় চ্যানেল বজায় থাকাতে উনাদের মধ্যে পুরনো জোশ মাথা চাড়া দিয়ে উঠবে।
এ মাসের মধ্যেই হয়ত বা তারা আযান নিয়ে এবং গরু কুরবানী নিয়ে আওয়াজ তুলতে পারে।
বাংলাদেশের মুসলমানেরা হয়ত নিয়মিত মাসজিদে যায় না নামাজ পড়তে বা প্রতিদিন গরুর মাংশও খায় না - কিন্তু প্রতিদিন এরা ভারতের সিরিয়াল দেখে । এটা ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচার কথা চিন্তাই করতে পারে না - কারণ জীবন মানেই তো জি বাংলা।
মন্তব্য করতে লগইন করুন