উনি অবশ্যই ভুল করেছেন

লিখেছেন লিখেছেন সেলাপতি ০২ জুলাই, ২০১৬, ১০:৪০:২১ সকাল



জিম্মি ব্যাপারটা নিয়ে মহাপরিচালক মহোদয় আসলেই ভুল করেছেন । তিনি আগেই কেন সেনা বাহিনীর সহায়তা চাইলেন না । সকাল সাতটা পর্যন্ত কেন তাকে অপেক্ষা করতে হল ? তিনি আসলে কি চেয়েছেন । অন্য কেউ হস্তক্ষেপ করুক নাকি । কোন বন্ধুর সহায়তা চাইছিলেন । বেনজির বসের জানা দরকার পুলিশ এখনো এমন এ্যটাক মোকাবেল করার সামর্থ অর্জন করতে পারে নাই । খামাখা তিনি নিজকে সর্বেসর্বা ভেবে লাভ কি ।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

373727
০২ জুলাই ২০১৬ সকাল ১০:৪৫
হতভাগা লিখেছেন : পুলিশ বাহিনীর সাফল্য নিরীহ মানুষদের ধড় পাকড়ে আর বিরোধীদলীয় নেতাদের গ্রেফতারে
০২ জুলাই ২০১৬ সকাল ১০:৫২
310168
সেলাপতি লিখেছেন : হতভাগা
373728
০২ জুলাই ২০১৬ সকাল ১১:৪৬
আবু জান্নাত লিখেছেন : উনারা নিজেদের কাবিলাতী জাহিরে ব্যস্ত।
373745
০২ জুলাই ২০১৬ বিকাল ০৪:২৫
কুয়েত থেকে লিখেছেন : ওনারা গ্রেফতারের পর নিরিহ ছাত্রদের হাতকড়া পড়িয়ে ক্রশ পায়ার করে মারতে পারে। সময় আসবে আসল ক্রশ পায়ারে রিজেরাই শেষ হয়ে যাবে। ধন্যবাদ
373765
০২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আরে ভাই উনি তো এই খান থেকে কত টাকা ইনকাম করা যায় সেই চিন্তায় ব্যাস্ত ছিলেন!! সেনাবাহিনি ডাকলে যদি তার ভাগে না পড়ে!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File