মাহফুজ আনাম কে আমরা গ্রেফতার করবো না । সে আমাদেরই লোক । আমরা তাকে রক্ষা করবোই ।

লিখেছেন লিখেছেন সেলাপতি ০২ মার্চ, ২০১৬, ০২:১৫:১৩ দুপুর



কখনো মন্দিরে পাথর ছুড়লেও সমস্যা হয় না । আর কখনো আপেল দিতে গেলে অপবিত্র হয় ঋষিদের ঘর ।

মাহফুজ আনাম আর মাহমুদুর রহমান এক নয় । যখনই আওয়ামিলগ বিপদে পড়েছে তখনই মাহফুজ,মতিউর, আতিকুল্লাহ,গোলাম সারোয়ার , ইনু , ম্যানন , আর বুলবুল রা এক হয়েছে । প্রয়োজন তারা সত্যমিথ্যা এক করে দিয়েছেন । তারা কোন ভাবেই আমাদের খারাপ চাননি । আর প্রথম আলো ডেইলি ষ্টার এই লোক গুলোকে এত ভাল জানে যে প্রথম আলোর ডেইলি ষ্টারের পজেটিভ উপস্থাপনের করনেই এরা আজ মন্ত্রী বা বড় বড় পদে । পত্রকা গুলো প্রধান মন্ত্রীর কার্টুন ছাপে কিন্তু এদের ছাপে না । এদের কোন খারাপ সংবাদ প্রচার করে না । আম রা নিশ্চই এদের রক্ষা করবো ।

তা ছাড়া এদেশের হাদারাম পাগল পাঠকরা কি বুঝে না । আমাদের সরকারে মতিয়া , ওবায়দুল কাদের , নাহিদ , নুহউল আলম , আশরাফ , এদের চাইতে আমাদের দলে আর কে আছে শক্তি শালি । এই সিন্ডিকেটই সেফ করে ফেলবে মাহফুজ কে ।

সো বিএনপির অপুরুষ দের আহ্লাদে ফাটার দরকার নাই । এটা আমাদের নিজশ্ব ব্যাপার

কখনো মন্দিরে পাথর ছুড়লেও সমস্যা হয় না । আর কখনো আপেল দিতে গেলে অপবিত্র হয় ঋষিদের ঘর ।

মাহফুজ আনাম আর মাহমুদুর রহমান এক নয় । যখনই আওয়ামিলগ বিপদে পড়েছে তখনই মাহফুজ,মতিউর, আতিকুল্লাহ,গোলাম সারোয়ার , আর বুলবুল রা এক হয়েছে । প্রয়োজন তারা সত্যমিথ্যা এক করে দিয়েছেন । তারা কোন ভাবেই আমাদের খারাপ চাননি ।

তা ছাড়া এদেশের হাদারাম পাগল পাঠকরা কি বুঝে না । আমাদের সরকারে মতিয়া , ওবায়দুল কাদের , নাহিদ , নুহউল আলম , আশরাফ , এদের চাইতে আমাদের দলে আর কে আছে শক্তি শালি । এই সিন্ডিকেটই সেফ করে ফেলবে মাহফুজ কে ।

সো বিএনপির অপুরুষ দের আহ্লাদে ফাটার দরকার নাই । এটা আমাদের নিজশ্ব ব্যাপার

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361093
০২ মার্চ ২০১৬ দুপুর ০২:২৩
কুয়েত থেকে লিখেছেন : হা না করুন তাতেকি আমাদেরকে না জানালেও পারেন। ধন্যবাদ
০২ মার্চ ২০১৬ দুপুর ০২:২৬
299233
সেলাপতি লিখেছেন : ওরাইতো আমাদের ক্ষমতায় এনেছে .
361106
০২ মার্চ ২০১৬ বিকাল ০৫:১১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ মার্চ ২০১৬ সকাল ১১:২২
299337
সেলাপতি লিখেছেন : ধন্যবাদ প্রিয় দুষ্টু পোলা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File