শমশের মবিনকে কি ভাষায় ধমকিয়েছিলেন হানিফ !!!
লিখেছেন লিখেছেন সেলাপতি ২৯ অক্টোবর, ২০১৫, ০৩:২৮:৩৪ দুপুর
প্রথামে ভেবেছিলাম শমশের মবিন পদত্যাগ করার কারন একটাই । তিনি নিশ্চিত হতে পেরেছেন যে আশলে বিএনপি'র আপাতত ক্ষমতায় আসার আশু সম্ভাবনা নাই সো এই দলের কোন পদে বা পাদে থাইকা কোন লাভ নাই । বাচ্ছা-কাচ্ছা নিয়া শুখে শান্তিতে ইজি চেয়ারের জীবনটা আপাতত উপভোগ করা যেতে পারে ।
কিন্তু এখন বুঝলাম বিষয়টি ভিন্ন । আসলে শমসের মবিন ইজ থ্রেটেড বাই মাহবুবুল আলম হানিফ । রাজনীতি ছাড় নয়তো বাচ্ছ কাচ্চা কে জঙ্গি হিসেবে ধরাইয়া দিব ইয়াবা আমদানি কারক হিসেবে ধরিয়ে দেয়া হবে । যেমন করা হয়েছে শেখ মুজিবের হত্যাকারী হিসেবে মেরে ফেলা ভদ্রলোক রশিদের মেয়ের শমশের মবিনের কি এতো সাহস আছে যে এ কথা শুনার পরও রাজনীতি করবে । তাছাড়া এখনতো আর ৭১ না যে মুক্তিযুদ্ধার মতো গর্জে উঠবে । আর মুক্তি যোদ্ধা বলে সবাইকে গনহারে হুজুর মনে করার কিছু নাই । জয়নাল হাজারী , শামিম ওসমান , লক্ষীপুরের মিয়া তাহের , এরা সাবাই বড় মাপের মু.যু কিন্তু এদের মানুষ ডাকাতের চাইতে বেশি ভয় পায় ।
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঘুঁটে হচ্ছে গোবরের শুকনা রূপ,যা চুলায় রান্নার কাজে পোড়ানো হয়৷ ঘুঁটেকে পুড়তে দেখে গোবর খুশী হয়৷কিন্তু তাকেও যে একদিন শুকিয়ে ঘুঁটে হয়ে পুড়তে হবে তা ভাবেনা৷ আশাকরি বুঝেছেন৷ ধন্যবাদ৷
আওয়ামী লীগ পলিটিক্সের পোস্ট-ডক্টরেট ডিগ্রীধারী
মন্তব্য করতে লগইন করুন