দ্যুতি হারাচ্ছেঃ প্রথম আলো নাকি আনিসুল হক । স্যরি বিষয়টি পুরাতন
লিখেছেন লিখেছেন সেলাপতি ০২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:২১:২৭ দুপুর
প্রথম আালো আর আনিসুল হক হল একটা বাস আর যন পাশে দুই সুশ্রী মডেল
কৃকেটার যখন বলারকে কাদিয়ে বলকে হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি হাকান । তখন চিয়র্সগার্ল জাতীয় অর্ধনগ্ন কিছু ললনা তাল মিলিয়ে নেচে উঠার চেষ্টা করে । আমি তাতে দারুন আকর্ষনবোধ করি । তাদের দুলে উঠা দেহ পল্লবির আকর্ষনে আমি প্রায়ই ভুলে যাই আমি কোনো কৃকেট ম্যাচ দেখছি ।আমার কাছে মনে হয় আমি কোন নৃত্যশালায় অথবা পানশালায় আছি । মনকে কৃকেটে ফিরাতে আমাকে প্রায়ই একটি বল মিস করতে হয় ।
কৃকেটে যখন চিয়ার্স গার্ল প্রথা শুরু হয় তখন এনিযে প্রচুর সমালোচনা হযেছিল । আসলে কে কাকে আলকিত করছে । নাচের কারনে কৃকেটের মান বেড়ছে নাকি কৃকেটের কারনে নাচের । শেষ পর্যন্ত নাচ চলছে । আমরা এখন নাচ আর কৃকেট এক সাথে দেখি । এটা এখন পৃথিবীর দ্বিতীয় সর্বাধিক দেখা কৃড়ার বাস্তবতা ।
আনিসুল বরাবরই আত্নপ্রচারি মানুষ । তিনি নিজেকে প্রচার করতে ভালবাসেন । প্রথম আলোর ষোল বছরের অনুষ্ঠানে । দুই সুন্দরির মাঝে দাড়িয়ে । উপস্থাপনা করেছেন । তাকে বৃদ্ধই লাগলো । সম্মানিত আনিসুল হকের একপাশে ছিল প্রথম আলরই সিন্ডিকেট হিরোইন জয়া আরেক পাশে তিষা বা তৃষা ।
গাড়ীগুলো কেমন যাজি আমার কাছে আনিসুল হকের মতো লাগে । আর মডেলরা যেন পাশের ওরা
নতুন গাড়ি বাজারজাত করার আগে গাড়ির প্রতি আকর্ষন বাড়াতে প্রডাক্ট যাতে বেশী চলে তার জন্য আকর্ষনীয় মডেল ব্যবহার করে থাকে । মহিলাদের শাড়ি যে বেশী বিক্রি হয় সে জন্য মহিলাদেরন আকর্ষন বাড়াতে বিভিন্ন মডেল ব্যবহার করে । টিস্যুরে বিজ্ঞাপনেও সুন্দর সুন্দর মডেল ব্যবহার করা হয় । এমনকি মেয়েদের পিরিয়ডের সমযেও যে ন্যাপকিন ব্যবহার করে । তার অধিক বিক্রির জন্য কোম্পানি গুলো মডেল ব্যবহার করে থাকে ।
প্রথম আলোকি সেরকম কিছু ????!!! না পত্রিকা জগত মানুষের একমাত্র সৃজনশীল মিলনায়তন
ইহা অবশ্যই একটা ব্যবসা কিন্তু অন্যান্য প্রডাক্টের মতো তো আর নয় । সে ভুল করে না বরং ভূলের মোড় ঘুরিয়ে সঠিক দিকে নিয়ে যায় ।
বিষয়: বিবিধ
১৪২৮ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন