হেই যুবক ! কি কর ?

লিখেছেন লিখেছেন সেলাপতি ০৩ জানুয়ারি, ২০১৫, ০১:২৫:৫১ দুপুর



তুমি কেমন আছ আগত জগত তোমাকে হাতছানি দিচ্ছে । ফিছন ফিরে তাকাবার তোমার সময় কোথায় । তোমাকে ভুলে যেতে হবে সব । অতিতের সব কিছু

তাই তোমার জন্য আগামির আগত সব ভালবাস>>>>>

>

<

<

<

>

>

>

তোমার চোখে দেখে আমার যত ছিল ভ্রান্তি

শান্তি শ্রোতের আনা গোনা দুর হয়েছে ক্লান্তি ।

তোমার পাশে বসে আমার শিতল কেন চিত্ত

দুই অন্তরের যােগসাজসে গড়েছ যে বৃত্ত ।

তুমি যখন না থাকো সব তোমায় নিয়ে ভাবি

তুমি আমার অন্তরাত্বা বিশ্ব দেখার চাবি ।

তুমি আমার স্বর্নলতা শোভা বাড়িয়ে রেখো

ভালবাসার অনুরাগে গায়ে গা'টি মেখো ।

আরো বলতে মন চেয়েছে ভারি লজ্জা হয়

মনে কেবল প্রশ্ন জাগে মানুষ বুঝি এত লক্ষী হয়

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298950
০৩ জানুয়ারি ২০১৫ দুপুর ০১:৩১
নিউজ ওয়াচ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File