তোমাকে ভালতো বাসবোই না । অত্যাচারে কাদিয়ে দিবো হা হা
লিখেছেন লিখেছেন সেলাপতি ২০ ডিসেম্বর, ২০১৪, ০৯:৪৫:০৮ সকাল
এসো তব বাসতে ভাল আমার কুঁড়ে ঘরে
পাশাপাশি হাটতে দুটি হাত ধরে ।
এক আকাশ আলো দিবো ঋতু ভরা শীত
উদার এক জমিন দিবো গলা ভরা গীত ।
মাথাটারে আচরে আমার চোখে দেখাবো
এভাবে তোরে আমি ভালবাসা শেখাবো ।
হজমের গোলোযোগে তরল খাবার
চোখটিপে জানাবো আরো কাছে পাবার ।
মধ্যরাতে জাগবো দুজন আকাশে তাকাতে
জ্ঞান তোর হারাবো দুই ঠোটের আঘাতে ।
খোলা ছাদে দাড়াবো হাত ধোরে হাতে
তোর চোখ দেখবো
চা চাঁদ ভরা রাতে ।
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন