মামার বাড়ির ডাব নিয়ে কান্ডকারখানা!!
লিখেছেন লিখেছেন একজন বীর ১০ আগস্ট, ২০১৪, ১০:০৯:৪৯ রাত
ছোটবেলা থেকেই আমি নানার বাড়ির ভক্ত। নানার বাড়ির নাম শুনলেই নেচে উঠতাম যাওয়ার জন্য। তবে খুব বেশী দুষ্টু ছিলাম। সবসময় মারামারি লাগতাম যে কারো সাথে। বাসায় প্রতিনিয়তই বাবা-মায়ের কাছে নালিশ লেগেই থাকতো।
এজন্য নানা বাড়িতে যাওয়ার পূরবে মা সবসময় আমাকে স্মীকারোক্তি নিতো কারো সাথে মারামারি করবো কিনা, তবেই আমাকে সাথে নিবে। স্মীকারোক্তি দিতাম। কিন্তু মারামারি হতোই।
সময়ের সাথে সাথে যখন অনেক বড় হয়েছি কেন যেন আমার মত দুষ্টুটা সবার প্রিয় হয়ে গেলাম। আমার সাথে কথা না বলে নানা বাড়ির সমবয়সী মামাদের সময় যেন খুব খারাপ কাটে। যদিও আগের মত সময় হয়ে উঠেনা মামাদের সাথে আড্ডা দেয়া, মাছ ধরা, খেলা, গাছে চড়া ইত্যাদি করতে। কিন্তু সুযোগ পেলে কি ছাড়া যায়?
বেশ কিছুদিন আগে গেলাম। আড্ডা দিলাম, মাছ ধরলাম। পিকনিক করলাম মামাদের সাথে। পিকনিক শেষে বললাম ডাব খাবো।
সাথে আমরা ৬ খালাতোভাই ৫ মামা।। আমার ডাব খাওয়ার কথা সবাই সম্মতি দিল। এবার সবাই পরিকল্পনা করতে লাগল কোন মামাদের গাছ আগে সাপ করবে।
তো এক মামাদের গাছ চয়েজ করলাম প্রথমে। সে মামাকেই উঠালাম তাদের গাছে। গাছ থেকে ডাব পাড়ার পর এক খলাতোভাই বললো, "আমরা যেহেতু খালাতোভাইরা সংখ্যাগরিষ্ঠ একারনে ডাব খালাতো ভাই ছাড়া বাকিরা পাবেনা।"
সবাই তার কথা সমর্থন জানালো। বিপদে পড়ল মামারা। কি বলে ডাব খাবে সেটা বুঝে উঠতে পারছিলনা মামারা।
হঠাত এক মামা বলে উঠল, "প্রত্যেক মামাই তার ভাগিনার ভাই।" এ থিউরি মতে মামারাও ডাবের অংশীদার।
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন