আমার নিজের লেখা একটি কবিতা।
লিখেছেন লিখেছেন একজন বীর ১৮ জুলাই, ২০১৪, ১২:০৭:৩৩ দুপুর
বিশ্ব শান্তি
পৃথিবীটা ঘুরছে এখন
উল্টো নদীর স্রোতে
মানুষগুলো তাইতো সবাই
আপন খেলায় মাতে।
নিয়মতো নেই পৃথিবীতে
আছে শুধু নৈরাজ্য
অশান্তির আগুনে জ্বলছে দেখ
বড় বড় সম্রাজ্য।
আবার কি পাবে মানুষ
আগের মত শান্তি
কাজের পর মুচতে পারে
দেহ মনের ক্লান্তি।
অত্যাচারির অত্যাচারে
রঞ্জিত আজ বিশ্ব
শান্তিকামী মানুষগুলো
দেখছে শুধু দৃশ্য।
মানুষ তবু জাগেনা কেন
শান্তি রক্ষার হিতে,
শক্ত হাতে করতে আঘাত
অত্যাচারির ভিতে।
শান্তিকামী মানুষরা সব
জেগে উঠলে তবে
কান্না যাবে নিরবাসনে
হাসবে সবাই ভবে।
বিষয়: বিবিধ
১২৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন