বাংলাদেশ নামক ঘুড়ির লাটাই কার হাতে?
লিখেছেন লিখেছেন একজন বীর ১৭ মে, ২০১৪, ০৮:০১:৫২ রাত
১৯৭১ সালে ভারত নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সাহায্য করেছিল মুক্তি যোদ্ধে। যখন বাংলার কৃষক, শ্রমিক, মুটে মাঝি জীবন বাজি রেখে যুদ্ধ করে প্রায় বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখনি ভারত নামনাত্র সাহায্যের হাত বাড়িয়ে পুরো যুদ্ধের একক অরজনকে ভাগাভাগি করেছিল। হয়তো ভারতের এ নামনাত্র সাহায্য ছাড়াই বাংলাদেশ পেতে পারতো মুক্তি।
কিন্তু ভারত এই সামান্য সহযোগিতার মাধ্যমে যুদ্ধের পুরো অরজনকে নিজেদের করে নিয়েছে অনায়াসে। যার কারনে পাকিস্তানের আত্বসমারপন অনুষ্ঠানে যেতে দেয়া হয়নি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক লে. জে
নিয়াজিকে। আর বাংলার স্বাধীনতার অরজনের ঐতিহাসিক দলিলে স্থান পায় ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে।
বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই ভারত এভাবেই বাটপারি নীতি অবলম্বন করেছে। তার কোন ব্যাত্যয় ঘটেনি স্বাধীনতার ৪র৩ বছরে। আজও বাংলাদেশের রাজনীতিবিদরা স্বাধীনভাবে রাজনীতি করতে পারছেনা। আজো ঢাকার মসনদে কে বসবে তা ঠিক হয় নয়াদিল্লিতে।
বানলাদেশের একটি সুষ্ঠু নিরবাচনের জন্য এদেশের জনগনকে অপেক্ষা করতে হয় ভারতের রাজনীতির পটপরিবর্তন এর।
তাহলে কি বলা যায় বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র? এরজন্যই কি বাংলার আপামর জনসাধারণ জীবন বাজি রেখে যুদ্ধ কতেছিল?
যারা আজ দেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে চিতকার করে বেড়ায় এসব উত্তর কি তাদের কাছে আছে?
নাকি বাংলাদেশ নামক ঘুড়ির নাটাই চিরদিন রয়ে যাবে ভারতের হাতে??
বিষয়: বিবিধ
৯৯৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একদম কারেক্ট বলেছেন। সহমত হতভাগার সাথে।
মন্তব্য করতে লগইন করুন