বাংলাদেশ নামক ঘুড়ির লাটাই কার হাতে?

লিখেছেন লিখেছেন একজন বীর ১৭ মে, ২০১৪, ০৮:০১:৫২ রাত

১৯৭১ সালে ভারত নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য সাহায্য করেছিল মুক্তি যোদ্ধে। যখন বাংলার কৃষক, শ্রমিক, মুটে মাঝি জীবন বাজি রেখে যুদ্ধ করে প্রায় বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল, তখনি ভারত নামনাত্র সাহায্যের হাত বাড়িয়ে পুরো যুদ্ধের একক অরজনকে ভাগাভাগি করেছিল। হয়তো ভারতের এ নামনাত্র সাহায্য ছাড়াই বাংলাদেশ পেতে পারতো মুক্তি।

কিন্তু ভারত এই সামান্য সহযোগিতার মাধ্যমে যুদ্ধের পুরো অরজনকে নিজেদের করে নিয়েছে অনায়াসে। যার কারনে পাকিস্তানের আত্বসমারপন অনুষ্ঠানে যেতে দেয়া হয়নি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক লে. জে

নিয়াজিকে। আর বাংলার স্বাধীনতার অরজনের ঐতিহাসিক দলিলে স্থান পায় ভারত-পাকিস্তান যুদ্ধ হিসেবে।

বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকেই ভারত এভাবেই বাটপারি নীতি অবলম্বন করেছে। তার কোন ব্যাত্যয় ঘটেনি স্বাধীনতার ৪র৩ বছরে। আজও বাংলাদেশের রাজনীতিবিদরা স্বাধীনভাবে রাজনীতি করতে পারছেনা। আজো ঢাকার মসনদে কে বসবে তা ঠিক হয় নয়াদিল্লিতে।

বানলাদেশের একটি সুষ্ঠু নিরবাচনের জন্য এদেশের জনগনকে অপেক্ষা করতে হয় ভারতের রাজনীতির পটপরিবর্তন এর।

তাহলে কি বলা যায় বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র? এরজন্যই কি বাংলার আপামর জনসাধারণ জীবন বাজি রেখে যুদ্ধ কতেছিল?

যারা আজ দেশে মুক্তিযুদ্ধের চেতনা বলে চিতকার করে বেড়ায় এসব উত্তর কি তাদের কাছে আছে?

নাকি বাংলাদেশ নামক ঘুড়ির নাটাই চিরদিন রয়ে যাবে ভারতের হাতে??

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222769
১৭ মে ২০১৪ রাত ০৮:০৭
হতভাগা লিখেছেন : বাংলাদেশ গরীবের বউ , সে সবার কাছে ভাবী ।
222772
১৭ মে ২০১৪ রাত ০৮:১৫
অজানা পথিক লিখেছেন : প্রতিবেশী প্রভাবশালী হলে নিরীহদের এমনই হয়
222775
১৭ মে ২০১৪ রাত ০৮:১৮
শিশির ভেজা ভোর লিখেছেন : হতভাগা লিখেছেন : বাংলাদেশ গরীবের বউ , সে সবার কাছে ভাবী ।

একদম কারেক্ট বলেছেন। সহমত হতভাগার সাথে।
222782
১৭ মে ২০১৪ রাত ০৮:৩২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : শিক্ষা সংস্কৃতি নৈতিকতা যখন কেউ হারিয়ে ফেলে তখন তার স্বকীয়তা বলতে কিছু থাকে না। অন্যের উপর নির্ভরশীল ছাড়া কিছু করতে পারে না। বর্তমান শিক্ষা ব্যবস্থার নাজুক অবস্থা আর আকাশ সংস্কৃতির নষ্টামি আমাদের পরনির্ভরশীলতা বাড়িয়ে দিচ্ছে। যার ফলে জনগণের উপর ভরসা না করে এখন অন্য দেশের উপর নির্ভর করে চলতে হয়।
222792
১৭ মে ২০১৪ রাত ০৯:৩০
একজন বীর লিখেছেন : ঠিক বলেছেন। কিন্তু শিক্ষা, সংস্কৃতিক, নৈতিকতা আসে ধরম থেকে। আমাদের শিক্ষা ব্যাবস্থায় সে ধরমকেই বাদ দেয়া হয়েছে!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File