একটি নির্লজ্জ জাতির প্রতিচ্ছ্য!!

লিখেছেন লিখেছেন একজন বীর ২৭ এপ্রিল, ২০১৪, ০৩:৫৯:৩৭ দুপুর

যার লজ্জা নেই তাকে বলা হয় নির্লজ্জ। আমার জানা মতে পৃথিবীতে এমন কোন জাতি নেই যারা সবাই একসাথে নির্লজ্জ হয়। কারন প্রত্যেক জাতিতে নিরলজ্জের পাশাপাশি কিছু সলজ্জ মানুষও থাকে।

তবে একটি জাতি কতটা লজ্জাশীল তা বুঝা যায় সে জাতির নেতাদের দেখে। একথা যেমন সত্যি তেমনি লজ্জাশীল জাতির নির্লজ্জ নেতা থাকাও অস্বাভাবিক কিছু নয়।

বেশ কয়েক বছর আগে ভারতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তখন ভারতের রেলমন্ত্রী তার ব্যারথতার দায়ভার নিয়ে পদত্যাগ করেছিল।

বেশ কয়েকদিন আগেও দক্ষিন কোরিয়ায় ফেরী দুর্ঘটনা ঘটেছিল। যাতে এ পর‍্যন্ত ২০০ জনের লাশ উদ্ধার করা হয়েছিল। কিন্তু উদ্ধার ততপরতা নিয়ে সরকারের সমালোচনা শুরু হলে পদত্যাগ করে সে দেশের প্রধানমন্ত্রী।

কতটা লজ্জাশীল ও দেশপ্রেমিক হলে তারা তা করতে পারে!!

অথচ আমার দেশে বিডিয়ার বিদ্রোহের নামে ৫৭ জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে হত্যা করা হল। জাতির বিবেক সাংবাদিক সাগর রুনিকে হত্যা করা হল, ২৮ ফেব্রুয়ারি আল্লামা সাঈদীর ফাসীর রায়ের পর সরকার বিরোধী বিক্ষোভে ২ শতাধিক মানুষ নিহত হল, ৬ মে মতিঝিলে এতগুলো মানুষকে হত্যা করা হল।, রানা প্লাজা ধবসে এক হাজারেরও অধিক মানুষ নিহত হল, ৫ জানুয়ারি একতরফা নিরবাচনে জনগন ভোটকেন্দ্রে না গিয়ে সরকারকে প্রায় উলঙ্গ করল।

কিন্তু এতগুলো ঘটনার পর প্রধানমন্ত্রী তো দুরে থাক একজন মন্ত্রীয় পদত্যাগ করলনা!!?

তাহলেকি আমরা জাতি হিসেবে নির্লজ্জ??

কিন্তু আমার মনে হয় আমরা জাতি হিসেবে নির্লজ্জ নই।

বরং আমাদের অবৈধ প্রধানমন্ত্রী একটি নির্লজ্জ জাতির প্রতিচ্ছবি!!

বিষয়: বিবিধ

১০৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213919
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৯
হতভাগা লিখেছেন : উনি আছেন বলেই তো বাংলাদেশ টিকে আছে । উনি না থাকলে( পদত্যাগ করলে ) বাংলাদেশের যে কি হবে আল্লাহ মালুম ।
213940
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৩০
একজন বীর লিখেছেন : উনি আছেন বলেই নির্লজ্জতার উদাহরণ আছে!!
213981
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
শেখের পোলা লিখেছেন : বীরের মতই কথা বটে!
213990
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : পদত্যাগ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে?
214007
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৫
একজন বীর লিখেছেন : অবশ্যই হত! বাংলাদেশের একমাত্র সমস্যা শেখ হাসিনা!
214008
২৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
একজন বীর লিখেছেন : ধন্যবাদ শেখের পোলা ভাই :-)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File