অপ্সরা!!!

লিখেছেন লিখেছেন পললব ১৬ এপ্রিল, ২০১৬, ০৫:০১:১৭ সকাল

বাংলা ভাষা সম্পর্কে তেমন কোন ভালো জ্ঞান নেই। হঠাত্‌ বেসরা শব্দের মানে খুঁজতে অনলাইনে Online Bangla Dictionary - বাংলা-ইংরেজী অভিধানে একটি শব্দের অর্থ দেখে বেশ অবাক লাগল। "অপ্সরা" যা এভাবে দেয়া আছে-

অপ্সরা (অশু.) অপ্সরী [apsarā (aśu.) apsarī] বি. দেবযোনিবেশেষ; স্বর্গের বারাঙ্গনা বা বেশ্যা; সুরসুন্দরী। [সং. অপ্ + সৃ + অস্ = অপ্সরস্ = অপ্সরা]।

আগে জানতাম অপ্সরা মানে খুব সন্দরী যা পৃথিবীতে এখনো কোন মেয়ে সেই রূপ নিয়ে আসেনি। ইসলামের দৃষ্টিতে যাকে বেহেস্তের 'হুর' বলে পরিচিত। কিন্তু অভিধানে স্বর্গের বারাঙ্গনা বা বেশ্যা বলে তুলে ধরা হয়েছে! এটা কি মুসলিমরা যারা বেহেস্তবাসী হবেন তাঁদের কী কটাক্ষ করে কিংবা মুসলিম ধর্মের অনুসারীদের তাচ্ছিল্য করে ব্যঙ্গাত্বক করা হচ্ছে? কেউ কি জানেন আসলে অপ্সরা শব্দের বাংলা প্রকৃত অর্থ কি?

বিষয়: বিবিধ

৪৩৫৬ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365835
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৩২
শেখের পোলা লিখেছেন : হুরের বাংলা বলেই জানতাম৷ এ দেখি অন্য বেপার৷ ধন্যবাদ৷
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৫
303515
পললব লিখেছেন : বেশ্যাতো ইহজগতের যেনাকারীদের সম্পত্তি আর হুর হলো একজন বেহেস্তবাসীর একক উপহার।নিশ্চয় নতুন কোন মতলব আছে!মন্তব্যের জন্য ধন্যবাদ।
365840
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৩০
গাজী সালাউদ্দিন লিখেছেন : এত জেনে কি হবে।
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:১৮
303516
পললব লিখেছেন : ব্লগে যারা আসে তারাতো জানাতেই আসে কিংবা জানতে আসে। ধন্যবাদ।
365841
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৮:১১
চেতনাবিলাস লিখেছেন : হয়তো |
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২২
303517
পললব লিখেছেন : প্রচারে প্রসার এই চেতনাই হয়তো সবার মনে গেঁথে যাবে।ধন্যবাদ।
365854
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৯
আবু জান্নাত লিখেছেন : Surprised Surprised Surprised Praying Praying Praying
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২৫
303518
পললব লিখেছেন : ধর্মনিরপেক্ষতাবাদ কথাটির অর্থের মত এটাও একদিন বাঙালি জনগণকে গিলে খাওয়ানো হবে।ধন্যবাদ।
365861
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৬
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

বিষয়টা জানতে চেয়েছিলাম বন্ধুদের কাছ থেকে কিন্তু পছন্দসই কিছু পেলাম না

তবে মনে হয় হুর শব্দটির অন্য কোন মানে ব্যাবহার না করা ই ভালো
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৮
303527
বিবর্ন সন্ধা লিখেছেন : হাজারটা অপ্সরী দিয়েও "হুর"কে বুঝানো যায়না! "হুর" একটা স্বতন্ত্র শব্দ

হিন্দুদের পুরাণে যেসব মিথ ছিল, সেখান হতেই 'অপ্সরা' শব্দের উত্পত্তি। স্বর্গীয়-মর্গীয় কিছু না।
'অপ' একটি সংস্কৃত শব্দ-যার অর্থ - '' জল বা পানি এবং হিন্দু দেবতা দেবাসুর সমুদ্র স্নান করতে গেলে সমুদ্র হতে কিছু সুন্দরী নারী উঠে আসে ( ভাওতাবাজি কাহিনী আর কি )- তাদেরকে কোনো দেব-দানব গ্রহণ করেনা। তারা সাধারণ নারীর মতোই আশ্রিত হয়।

তারা সুন্দরী ছিল, শারীরিক ভাবে সুশ্রী ছিল। তাদের দেখলে কাম জাগ্রত হতো বেশি, নাচ-গান-মনোরঞ্জনে পারদর্শী ছিলো। অর্থাৎ তারা ছিল বিনোদনের একটা বিশেষ উপাদান।

হিন্দুরা জান্নাত্কেই স্বর্গ বলে ( আমার ধারণা) । যেহেতু স্বর্গ তাদের কাছে বিনোদনীয় স্থান এবং অপ্সরাও বিনোদনের উপাদান-তাই তাদেরকে স্বর্গীয় বলে।

স্বর্গীয় বললেও- তাদের কর্মকাণ্ড বেশ্যাদের সঙ্গে মিলে যায়। ফলে অপ্সরীর সমার্থক শব্দ হিসেবে 'বেশ্যাকে' দেখানো হচ্ছে।

এই শব্দের সঙ্গে 'হুর'-এর কোনো সম্পর্ক নাই। কেননা এই শব্দ হিন্দুদের কল্প-কাহিনী থেকে উদ্ভুত।


এরচেয়ে বেশি আর কিছু এখনো পর্যন্ত জানতে পারি নি Happy
১৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০০
303531
পললব লিখেছেন : যতটুকু জানিয়েছেন তার জন্য ধন্যবাদ।পানির তো কোন রঙ নেই তাই কল্পনাপ্রসূত যে রঙ নারীর গায়ে লাগিয়ে তাতেই ওরা আনন্দ পাবে। ধন্যবাদ।
365897
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অপ্সরা সংস্কৃত শব্দ। হুর এর সাথে এর কোন সম্পর্ক নাই।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৫:১৯
303557
পললব লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File