আমার জিজ্ঞাসা না অজ্ঞতা!
লিখেছেন লিখেছেন পললব ২১ জুলাই, ২০১৪, ০২:০৮:০৩ রাত
আসসালামু আলাইকুম
ব্লগে আমি নতুন এবং এটাই আমার প্রথম লেখা। বলতে পারেন এটা আমার জিজ্ঞাসা। রমাদ্বান মাস তাই আত্মীয় স্বজন কিংবা বন্ধু-বান্ধবীদের মাঝে রমাদানের কুশল বিনিময় করি, কে কেমন আছে বা সাওম পালন করতে পারছে কিনা? তারই ধারাবাহিকতায় আজকে একটি বিড়ম্বনার স্বীকার হতে হয়েছে।
আমার এক দূর সম্পর্কীয় আত্মীয় এবং গ্রামেরই বড় ভাই। থাকেন ইউরোপের এক দেশে সেই ১৯৭৮ সাল থেকে। তো আমি মাঝে মাঝে ফোন করে থাকি, গ্রামের বিষয়ে কথা বলে থাকি। ভালো লাগের যখন তিনি গ্রামের উন্নয়ের বিষয়ে কথা বলে এবং বাস্তবে কাজও করেছেন বেশ কিছু। এজন্য বেশ তাঁকে শ্রদ্ধা করি।
তারই ধারাবাহিকতায় আজ ফোন করে কুশলাদি জিজ্ঞাসা করি। রমাদ্বান মাস তাই অভ্যাস বশত তাঁকে রোযা করছেন নাকি জিজ্ঞাসা করতেই আচানক রেগে গিয়ে আমাকে উপদেশ দিলেন 'ডু ইয়োর ডিউটি'। তারপর কোন নবীদের নাম উল্লেখ না বলে গডের সিদরাতুল মুন্তাহা সম্পর্কে অনেক জ্ঞানের পসার দিলেন। যদিও আল্লাহ নামটা তাঁর কাছে গডের চেয়ে অপ্রিয়।অনেক কথা শুনিয়ে দিলে বড় ভাই হিসাবে, পান্ডিত্য জাহির করতে কার্পণ্য না করে সাথে উনার স্ত্রী যে রোযা করেন না তাও বলে দিলেন। আর এটাও জানিয়ে দিলেন কোন কিছু জিজ্ঞাসা করা মহা অন্যায়। সব কথা বললাম না। বললে কাহিনী হয়ে যাবে। যাইহোক পাঠকবৃন্দ আপনারদের কাছে আমার জিজ্ঞাসা এটা কী আমার অজ্ঞতা! না অন্যায়! না আপনাদের কাছে জানতে চাওয়াটা আরেকটা মূর্খতা?
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিন মাস ব্লগে আছেন পোষ্ট করেছেন ১টি!!!!!
বিতর্কে আজকে নয় অন্য দিন....
তাই এধরনের প্রশ্ন এড়িয়ে যাওয়াই ভাল আমার মনে হয় ।
মন্তব্য করতে লগইন করুন