জয় বাংলা। গুম-তন্ত্র সামলা।

লিখেছেন লিখেছেন নাহিন ০৫ মে, ২০১৪, ০৬:৫১:১৫ সকাল

প্রতি রন্দ্রে রন্দ্রে দূর্নীতি। যেখানে সেখানে দূর্নীতি। পানি থেকে শুরু করে মাটি পর্যন্ত সবখানেই বাসা বেঁধে রেখেছে দূর্নীতি।

কি হবে এ দেশের?

আগে মানুষ গলায় কলসি বেঁধে নদীতে ঢুব দিত। অন্তত আগেরদিনের বাংলা ছবিগুলো দেখলে এটাই জানা যায়। ভরা একটা কলসি গলার সাথে ঝুলিয়ে অথবা বড় একটা পাথর বা ইটের টুকরা শরীরের সাথে বেঁধে পানিতে ঢুব দিলেই ওই লোকের মৃত্যু নিশ্চিত। বেশিরভাগ ক্ষেত্রে নায়িকারা এ পদ্ধতিগুলো অনুসরন করত। ছবির কোথাও নায়িকার লাশ নদীর পানি থেকে ভেসে উঠতে দেখা যায়নাই।

আর এখন!

এখন মানুষগুলারে মেরে আগা গোড়ায় চব্বিশটা ইট বেঁধে বস্তা দিয়ে মুড়ে নদীর পানিতে ফেলে দিলেও দু-তিনদিনের মাথায় ভেসে উঠে লাশগুলো। আরে এত পরিশ্রম করে লাশগুলারে "গুম" করা হয়েছে কি ভেসে উঠার জন্য!

মাননীয় স্পীকার,

আপনার কাছে দুটো বিচার চাই।

প্রথম- দু নম্বর ইট বানানো সে ইট ভাটার মালিকদের বিচার চাই যাদের তৈরী ইট দিয়ে মোড়ানোর পরও লাশগুলো ভেসে উঠল।

দ্বিতীয়ত- যে মন্ত্রীর অধীনে শীতলক্ষা নদী আছে সে মন্ত্রীর জোর শাস্তি দাবি করছে। নদীতে ঢুবানো লাশ কেন ভেসে উঠল এই মর্মে। নদীর বিচারতো আর করা যাবেনা!

সরকারী হোক আর বেসরকারী হোক, জনসংখ্যা নিয়ন্ত্রনের এই বিশাল উদ্যোগকে আমরা সাধারনরা সাধুবাদ জানাই। যেখানে জন্মনিয়ন্ত্রন বড়ি, পরিবার পরিকল্পনা পদ্ধতি অথবা জন্ম-নিয়ন্ত্রনের অন্য কোনো ইনস্ট্রুমেন্ট কাজে আসবেনা সেখানে "গুম পদ্ধতি" পুরোপুরি সফল।

অচিরেই গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নাম পরিবর্তিত হয়ে গুম-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার হবে এই আশাও আমরা অবশ্যই করতে পারি।

জয় বাংলা।

গুম-তন্ত্র সামলা।

বিষয়: রাজনীতি

৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File