ফিকহী মাসায়েল

লিখেছেন লিখেছেন কওমি অনলাইন ডটকম ১৯ এপ্রিল, ২০১৪, ০২:০৪:৫৮ দুপুর

❑ প্রশ্নঃ দুআ কোন ধরণের ইবাদত? দুআ নাকি ইবাদতের মগজ? কিছু লোক তাই শুধু দুআ-ই করে থাকে। নামাজ-রোজা করে না। তাদের কাজটি কি ঠিক?

√ উত্তরঃ হযরত নুমান ইবনে বাশির রা. হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল সা. বলেছেনঃ দুআ হলো ইবাদত।

হযরত আনাস রা. হতে বর্ণিত। নবী করীম সা. ইরশাদ করেছেনঃ দুআ হলো ইবাদতের মগজ।

দুআ একটি ইবাদত। হাদিসের ভাষ্য অনুযায়ী ইবাদতের মগজ তাও ঠিক। কিন্তু এর মানে এটাই একমাত্র ইবাদত নয়। সেই সাথে আবশ্যকীয় ইবাদত নয়। যে ইবাদত না করলে শাস্তির কথা আছে সেগুলো আবশ্যকীয় ইবাদত। যেমন, নামাজ-রোজা, হজ, যাকাত ইত্যাদি। এমন যত ইবাদত আছে। সেগুলোপালন করা আবশ্যক। না করলে শাস্তি হবে। পক্ষান্তরে দুআ এমন ইবাদত নয় যে, তা পালন না করলে শাস্তি হবেক তাই দুআকে অন্য ইবাদতের ওপর প্রাধান্য দেয়ার কোন যৌক্তিকতা নেই।

তথ্যসূত্র দেখুন-

▣ আবু দাউদ হাদিস নং 1481

▣ তিরমিযী হাদিস নং 3371

❑ ফাতাওয়া উসমানী 1/289

facebook এ পেতে ভিজিট করুন-

http://www.facebook.com/kaomionlaendotcom

বিষয়: বিবিধ

১০৩৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210079
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৩
মেঘ ভাঙা রোদ লিখেছেন : সেই জন্যই তো সবসময় দোয়া করতে থাকি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File