অপসংস্কৃতির কবলে মুসলিম জাতি

লিখেছেন লিখেছেন কালের খেয়াল ১৯ এপ্রিল, ২০১৪, ১১:২৯:৩৮ সকাল

কোনদিকে এগিয়ে যাচ্ছি আমরা| সমস্ত মুসলিম জাতি আজ ধ্বংসের দ্বার প্রান্তে| চারদিকে শুধু অত্যাচার,নির্যাতন,নিপিড়নের হাহাকার| এর অন্যতম কারন আমাদের চোখের সামনে| আমরা আধুনিকতার নামে যে অপসংস্কৃতির আগ্রাসনে নিমজ্জিত হয়েছি তার আর কোন ব্যাখ্যা হয় না| আমাদের ধর্মীয় সংস্কৃতিকে ভূলে আমরা পশ্চিমা সংস্কৃতি ও ভিন্ন ধর্মীয় সংস্কৃতি নিয়ে ব্যাস্ত| আমরা আজ আমাদের ধর্মীয় অনুভূতিকে ভূলে গেছি| ভূলে গেছি আমাদের ধর্ম কোনটিকে সমর্থন করে| অন্য ধর্মীয় জাতি গোষ্ঠিরা তাদের ধর্মকে কতটা সমর্থন করে তা আমরা তাদের নাটক সিরিয়লেই দেখতে পাই| তারা তাদের ব্যাপারে কঠোর| কিন্তু আমরা সতর্ক হচ্ছিনা| তারা কৌশল করে হলেও তাদের সিরিয়ালে তাদের সংস্কৃতিকে আমাদের দেখাচ্ছে| আর আমরা পাচ্ছি ছোলা কলার মহিমা| তাই আমারে সতর্ক হয়ে নিজের ধর্মীয় সংস্কৃতির দিকে ফিরে আসা উচিৎ|

বিষয়: বিবিধ

১০৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File