ভয়ংকর সুন্দর

লিখেছেন লিখেছেন নাউন৯৯ ২০ এপ্রিল, ২০১৪, ০৪:১৮:০৪ বিকাল





সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির অক্টোপাসের মধ্যে সবচেয়ে ভয়ংকর প্রজাতির অক্টোপাস হল ব্লু- রিং। আয়তনে অন্যান্য প্রজাতির থেকে ছো ট হলেও এরাই সবচেয়ে বেশি ভয়ংকর। এরা সমুদ্রের গভীর জলে বাস করে। সমুদ্রের গভীর জলে বাস করে এরা। অর্থাৎ প্রায় সতের হাজার ফুট জলের তলায় এদের বাস। ভয়ংকর হলেও এরা দেখতে খুবই সুন্দর। ময়ূরের নীল পাখনার রঙের মত ঘন নীলের গোল গোল ছোপ এদের সারা শরীরে দেখা যায়। এদের থলথলে শরীরে আঁটটা বাহু, একশো সাকার ও একটি লেজ রয়েছে। প্রায় সব দেশেই এদের দেখা মিললেও দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও আফ্রিকার উত্তর- পশ্চিম উপকূলে এদের বেশি দেখা যায়। এদের খাদ্য সাধারণত সামুদ্রিক কাঁকড়া, শামুক ও গলদা চিংড়ি। ডিম পাড়ার সময় হলে মা ব্লু- রিং অক্টোপাসরা সমুদ্রের নীচে কোন প্রবাল প্রাচীরের গা ঘেঁষে এরা বাসা তৈরি করে। এদের ডিম প্রায় তিন থেকে আঁট ইঞ্চির মত লম্বা হয়। এই সময় মা ব্লু- রিং অক্টোপাসরা সব সময় তাদের ডিমের কাছে থাকে। ডিম পাড়ার ৭৮ দিন পর সেই ডিম থেকে বাচ্চার জন্ম হয়। এই সময়ের অর্ধেক দিন মা অক্টোপাস অভুক্ত অবস্থায় ডিমে তা দেয়। ব্লু- রিং অক্টোপাস যদি কোন মানুষকে কামড়ায় তাহলে কয়েক মিনিটের মধ্যে সেই মানুষের মৃত্যু সুনিশ্চিত। এরা যতই ভয়ঙ্কর হোক এদের মাংস নাকি ভীষণ সুস্বাদু। মেক্সিকানরা সবচেয়ে বেশি এদের শিকার করে। নির্বিচারে এদের হত্যা করার ফলে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। তাছাড়া সমুদ্রে এদের খাদ্য ভাণ্ডারে টান পড়েছে। এর ফলে ভবিষ্যতে হয়ত ব্লু- রিং অক্টোপাস সমুদ্রের বুক থেকে লুপ্ত হয়ে যাবে।

সারা বিশ্বে বিভিন্ন প্রজাতির অক্টোপাসের মধ্যে সবচেয়ে ভয়ংকর প্রজাতির অক্টোপাস হল ব্লু- রিং। আয়তনে অন্যান্য প্রজাতির থেকে ছো ট হলেও এরাই সবচেয়ে বেশি ভয়ংকর। এরা সমুদ্রের গভীর জলে বাস করে। সমুদ্রের গভীর জলে বাস করে এরা। অর্থাৎ প্রায় সতের হাজার ফুট জলের তলায় এদের বাস। ভয়ংকর হলেও এরা দেখতে খুবই সুন্দর। ময়ূরের নীল পাখনার রঙের মত ঘন নীলের গোল গোল ছোপ এদের সারা শরীরে দেখা যায়। এদের থলথলে শরীরে আঁটটা বাহু, একশো সাকার ও একটি লেজ রয়েছে। প্রায় সব দেশেই এদের দেখা মিললেও দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও আফ্রিকার উত্তর- পশ্চিম উপকূলে এদের বেশি দেখা যায়। এদের খাদ্য সাধারণত সামুদ্রিক কাঁকড়া, শামুক ও গলদা চিংড়ি। ডিম পাড়ার সময় হলে মা ব্লু- রিং অক্টোপাসরা সমুদ্রের নীচে কোন প্রবাল প্রাচীরের গা ঘেঁষে এরা বাসা তৈরি করে। এদের ডিম প্রায় তিন থেকে আঁট ইঞ্চির মত লম্বা হয়। এই সময় মা ব্লু- রিং অক্টোপাসরা সব সময় তাদের ডিমের কাছে থাকে। ডিম পাড়ার ৭৮ দিন পর সেই ডিম থেকে বাচ্চার জন্ম হয়। এই সময়ের অর্ধেক দিন মা অক্টোপাস অভুক্ত অবস্থায় ডিমে তা দেয়। ব্লু- রিং অক্টোপাস যদি কোন মানুষকে কামড়ায় তাহলে কয়েক মিনিটের মধ্যে সেই মানুষের মৃত্যু সুনিশ্চিত। এরা যতই ভয়ঙ্কর হোক এদের মাংস নাকি ভীষণ সুস্বাদু।



মেক্সিকানরা সবচেয়ে বেশি এদের শিকার করে। নির্বিচারে এদের হত্যা করার ফলে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে। তাছাড়া সমুদ্রে এদের খাদ্য ভাণ্ডারে টান পড়েছে। এর ফলে ভবিষ্যতে হয়ত ব্লু- রিং অক্টোপাস সমুদ্রের বুক থেকে লুপ্ত হয়ে যাবে।

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210849
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৪
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. দেখে অনেক ভালো লাগলো
212520
২৪ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : জ্ঞানসম্বৃদ্ধ পোস্টের জন্য ধন্যবাদ Rose Rose

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File