আসছে কোরবানী ঈদ- ফিনকি দিয়ে ছিঁটকে পরা রক্ত দেখে দয়াল আল্লা খুশি হবেন।

লিখেছেন লিখেছেন লিটুয়ারা ২৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:১৮:৩৭ রাত



সামনেই, এই ৬ই অক্টোবর কোরবানী ঈদ। ঈদের আগের রাতে বাজার থেকে পশু কিনে আনা হবে। সাত সকালে ঈদের নামাজ শেষে আমাদের মুসলিম ভাই'রা প্রকাশ্যে ছুড়ি/চাকু হাতে নেমে পরবেন পশু জবাই করার মহা উৎসবে।

চার পা বেঁধে, গলা চেপে ধরে রাখা- কোরবানী পশুর গোংরানি আর ফিনকি দিয়ে ছিঁটকে পরা রক্ত দেখে দয়াল আল্লা খুশি হবেন, সন্তুষ্ট হবেন।

বিষয়: বিবিধ

২৫০৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

268831
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৩৫
কাজী লোকমান হোসেন লিখেছেন : কোরবানির পশুর রক্তের জন্য লিটুয়ারা নামক নাস্তিকের (ছুপা হিন্দু) মনবতা কেঁপে উঠে কিন্তু ইসরাইলের হাতে নিহত হাজার ফেলেস্টাইনি হাজার শিশুর জন্য তথাকথিত মানব ধর্মের নাস্তিকদের মানবতা কেঁপে উঠে না ,তখন দেখিনা ব্লগে মায়া কান্নায় ভরা পোস্ট লেদাইতে , খ্যিকজ , খ্যিকজ , Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
212640
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : লিটুয়ারা এসব আজগুবী কথা কোথায় পায়?
সব ধর্মের লোকেরাই পশু জবাই করে...কিন্তু দোষ পেল শুধু মুসলমানদের??
তার জানা উচিত, খাওয়ার জন্য কোরিয়াসহ আরও কোন কোন দেশে কুকুরকে নির্যাতন করে হত্যা করা হয়। কিন্তু মুসলমানরা তা করেনা।
তারা জানা উচিৎ কেবল ব্যক্তিগত উদর পুর্তির জন্য নয় বরং কুরবানীর গোস্তে গরীব মীসকীনের হকই সবচেয়ে বেশী।
সৌদি আরবে হজ্বের সময় যেসব পশু কুরবানী দেওয়া হয় তার সিংহভাগ গোস্তই বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয় গরীবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য।
যেহেতু গরীবদের গোস্ত কেনার স্বামর্থ্য নেই তাই কোরবানীর মাধ্যমে তারা আমিষের চাহিদা মেটায়। আমি মনে করি ইসলামে যেসব কারনে কোরবানীতে উৎসাহ দেওয়া হয় তার মধ্যে এটিও অন্যতম একটি।
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৪৮
212647
মামুন লিখেছেন : গ্রামের পথে পথের নিক আর এই নিক একই। একেও আমাদের ব্লগ থেকে বের করে দেবার ব্যাপারে সম্পাদক মহোদয়ের কাছে আবেদন জানানো উচিত। সে নীতিমালা ভংগ করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে চলেছে।
268832
২৬ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৫৮
মহসিন মল্লিক লিখেছেন : কেনো ভাই @কাজী লোকমান হোসেন? আপনি জানেন না, উনারা আবার কোন কিছু খাওয়া দাওয়া করেন না। শুধু হাওয়া খাইয়া বাইচ্যা আছেন। উনারা তো শাকসবজি ও খাইতে পারেন না, কারন গাছেরও তো জীবন আছে।
268873
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৪৪
রক্তলাল লিখেছেন : শুধু এমেরিকাতে কি পরিমাণ পশু নির্মম ভেবে হত্যা করা হয় তার হিসাব আছে?

খালি মুসলমানদের পিছনেই আংগুল দিতে হবে!

ইসলামের বিদ্বেষ নিজের মনে থাকলে ত নিজেরই মনপীড়া যন্ত্রণার জ্বালাপোড়া।
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৮
212615

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 8870

Filename: views/blogdetailpage.php

Line Number: 917

"> লিটুয়ারা লিখেছেন : নিঃসন্দেহে এমেরিকায় পশু হত্যা করা হয়। কিন্তু এমেরিকানরা কখনো বলেনা যে পৈচাশিক পশু হত্যা দেখে তাদের যিশু অথবা গড খুশি হন। বর্বর মুসলমানদের সাথে অন্যদের পার্থক্য এখানেই।
268892
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : পাঠা জবাই করলে কি রক্ত বের হয়না!!!!!! আসলেই বদের দল!!!! সমালোচনা না করলে পেটের ভাত হজম হয়না!
268897
২৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫১
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : পাঁঠা বলি দেওয়া 'লিটুয়ারা' কোরবানী দেখে মনোক্ষুন্ন হতেই পারেন কেননা 'লিটুয়ারা' এর গো-মাতাকেও তো জবাই করা হয় কিন্তু উনার গো-মাতা মুসলমানদের কিছুই করতে পারেন না।
268898
২৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:১৩
এ কিউ এম ইব্রাহীম লিখেছেন : লিটুয়ারা এসব আজগুবী কথা কোথায় পায়?
সব ধর্মের লোকেরাই পশু জবাই করে...কিন্তু দোষ পেল শুধু মুসলমানদের??
তার জানা উচিত, খাওয়ার জন্য কোরিয়াসহ আরও কোন কোন দেশে কুকুরকে নির্যাতন করে হত্যা করা হয়। কিন্তু মুসলমানরা তা করেনা।
তারা জানা উচিৎ কেবল ব্যক্তিগত উদর পুর্তির জন্য নয় বরং কুরবানীর গোস্তে গরীব মীসকীনের হকই সবচেয়ে বেশী।
সৌদি আরবে হজ্বের সময় যেসব পশু কুরবানী দেওয়া হয় তার সিংহভাগ গোস্তই বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয় গরীবদের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য।
যেহেতু গরীবদের গোস্ত কেনার স্বামর্থ্য নেই তাই কোরবানীর মাধ্যমে তারা আমিষের চাহিদা মেটায়। আমি মনে করি ইসলামে যেসব কারনে কোরবানীতে উৎসাহ দেওয়া হয় তার মধ্যে এটিও অন্যতম একটি।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File