আরবিতে কথা বলায় নামিয়ে দেয়া হলো বিমানযাত্রীকে!
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ২৬ এপ্রিল, ২০১৬, ১২:১০:৫০ রাত
সন্দেহপ্রবনতাই পশ্চিমাদের ইসলামভীতির মূল কারণ:
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র বলছেন, তিনি আরবি ভাষায় কথা বলছিলেন এ কারণে তাকে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি বিমান থেকে নামিয়ে দেয়া হয়েছে।
এই ছাত্রটির নাম খায়রুলদীন মাখজুমি। গত ৯ই এপ্রিল তিনি বিমানে করে জাতিসংঘের মহাসচিব বান কি-মুনের একটি বক্তৃতা শুনতে যাচ্ছিলেন।
ওড়ার আগে তিনি বিমানের ভেতর থেকেই তার চাচার সাথে ফোনে এ নিয়ে কথা বলছিলেন। কিন্তু তাকে আরবিতে 'ইনশাল্লাহ' বলতে শোনার পর বিমানের আরেক যাত্রী তার দিকে আড়চোখে তাকাতে শুরু করেন। এর পরই সাউথওয়েস্ট এয়ারলাইন্সেরর একজন কর্মী তাকে বিমান থেকে নামিয়ে দেন। তিনি আর ওই বিমানে উঠতে পারেন নি।
“আরবি ভাষা যেখানে পরমাণু বোমার চেয়েও ভয়ানক”
যারা তেল চুরির উদ্দেশ্যে বিনা উস্কানিতে “ব্যাপক বিধ্বংসী” অস্ত্র “ক্ষেপণাস্ত্র” জঙ্গী সন্ত্রাসী, ইত্যাদি ভূয়া রিপোর্ট বানিয়ে একের পর এক শান্ত সুন্দর সমৃদ্ধ মুসলিম দেশগুলোকে ব্যাপক নিধনযজ্ঞ ও বিমান হামলার মাধ্যমে ধ্বংস্তুপে পরিণত করেছে। সেই পশ্চিমারা মুসলমানদের অন্তরে যে চাপা ক্ষোভ বিরাজ করে যে প্রতিশোধের স্পৃহা কাজ করে এটা অনুধাবন করতে পেরে সবসময় অজানা আতঙ্কে থাকে।
যদিও মুসলমানরা পৃথিবীর অন্য যেকোনো জাতির চেয়ে সহনশীল এবং ধৈর্যশীল। কিন্তু পশ্চিমাদের এই ‘দাড়িভীতি’ ‘মুসলিম বালকের তৈরি ঘড়িভীতি’ ‘হিজাবভীতি’ সর্বোপরি মুসলিমভীতিই প্রমাণ করে চোর যেমন পুলিশের ভয়ে তটস্থ থাকে এবং বুক ধুঁকপুক করে পশিচমাদেরও মুসলিম দেখলে “কখন জানি ধরে” “কখন জানি মারে” এরকম অবস্থা।
অপরাধবোধ কখনো মানুষকে ছেড়ে যায়না।
মুসলমানরা কিছু না করলেও আক্রমন না করলেও মুসলিম দেশ ধ্বংস ও মিথ্যা অযুহাতে মুসলিম নিধনের অপরাধবোধ এবং এক অদৃশ্য আতঙ্ক কিয়ামত পর্যন্ত পশ্চিমাদেরকে তাড়া করে বেড়াবে।
একে ৪৭ রাইফেল কোলে নিয়ে কিংবা পরমাণু বোমা সাথে নিয়ে ঘুরলেও তারা এভাবেই মুসলমানদের হিজাব, ঘড়ি মেসওয়াক কিংবা দাড়ি দেখে ক্ষণে ক্ষণে চমকে উঠবে।এবং এই অপরাধবোধ আজীবন তাদেরকে শান্তিতে থাকতে দেবেনা।আর তাদের এই আতঙ্ক, নিরাপত্তাহীনতা, ইসলামভীতি, ইসলামোফোবিয়ার কারণে মুসলমানরা হয়রানির শিকার হতেই থাকবে যতদিন না পশ্চিমারা তাদের এই অপরাধের প্রায়শ্চিত্ব করে।
বিষয়: আন্তর্জাতিক
১১৬৩ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হি হি
কথায় আছে ,
যেখানে বাঘের ভয়, সেখানে ই রাত হয় "
তাই তারা বাঘটাকে ই দূরে সরিয়ে দিল।
আর
প্রায়শ্চিত্ব!!!!
স্বপ্নটা একটু বেশি দেখে ফেললেন না!!!
মন্তব্য করতে লগইন করুন