দালালির অনন্য উপমা...
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ৩০ মার্চ, ২০১৬, ১১:২৮:৩৩ রাত
আমাদের দেশে একটি কথা প্রচলিত আছে। “ভাসুরের নাম মুখে নিতে নেই”। কথাটির অনন্য বাস্তবায়ন চোখে পড়ে প্রথম আলোর সাংবাদিকতা দেখে। কখনো ফটোশপ করে শিবির কর্মীর হাতে জোর করে অস্ত্র ধরিয়ে দেয়া, কখনও জয়নাল আবেদিন ফারুকের হাতের মোবাইলকে ঢিল বলে চালিয়ে দেয়া, কখনও ভাগ্যাহত সুরাইয়াদের নিয়ে উপহাসের চেষ্টা। সাংবাদিকতার এমন নজির আর কে কখন কোথায় দেখেছে!
গত বছরের ২৩ জুলাই মাগুরার দোয়ারপাড়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তঃসত্ত্বা নাজমা পারভীন গুলিবিদ্ধ হন। ওই দিনই মাগুরা সদর হাসপাতালে প্রায় সাড়ে চার ঘণ্টা অস্ত্রোপচারের পর তিনি কন্যা সন্তানের জন্ম দেন। পেটের ভেতরে থাকা অবস্থাতেই গুলি শিশুটির পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বের হয়ে যায়। দুই দিন পর এই কন্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাবা বাচ্চু ভূঁইয়া কন্যার নাম রাখেন সুরাইয়া। ছাত্রলীগের এই নির্মম তান্ডবে একটি চোখও হারাতে হয় ছোট্ট এই শিশুটির। আর সে খবরটি নিয়েই আজ হলুদ আলো রিপোর্ট করেছে
জঠরে গুলিবিদ্ধ সুরাইয়ার একটি চোখ ভালো আছে !!!
হয়তো বলবেন পজিটিভ থিঙ্কিং থেকে এমন শিরোনাম। হ্যাঁ হতে পারে। কিন্তু এ কেমন পজিটিভ থিঙ্কিং? একটি শিশু মায়ের পেটে থেকেও ছাত্রলীগের গুলি থেকে রেহাই পেল না। দুনিয়ার মুখ দেখার পর হারাতে হল দৃষ্টিশক্তি। এমনকি মেয়ে হয়ে জন্মগ্রহণ করার কারণে তাকে ভালো পাত্রের কাছে পাত্রস্থ করা যখন তার বাবা মায়ের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তখন মতি মিয়ার এই পজিটিভ থিঙ্কিং আর মরা গরুর উপর বসে কাচ্চি বিরিয়ানীর স্বাদ উপভোগের মধ্যে কতটুকু তফাৎ থাকতে পারে?
সাংবাদিকতার প্রতি আজকাল জনগণের মধ্যে যে ঘৃণার জন্ম নিয়েছে তা বোধকরি মতি-মাহফুজদের মত এই আবালদের কারণেই তৈরী হয়েছে। মানবতার সাথে উপহাস করতে করতে ওদের মানবিক সত্তা পরোলোকগমন করেছে। সাংবাদিকতার ছদ্মাবরণে ওরা সংঘবদ্ধ তথ্যসন্ত্রাসী। সিন্ডিকেট তৈরী করে ওরা দিনকে রাত আর রাতকে দিন বানানোর অশুভ প্রতিযোগিতায় মত্ত। দেশে আজ যে রাজনৈতিক সঙ্কটের বিষবাষ্প, তার পেছনে এই তথ্যসন্ত্রাসীদের অবিরাম তথ্যসন্ত্রাস জ্বালানীর মত কাজ করেছে। জানিনা এ সন্ত্রাস থেকে জাতি কবে মুক্তি পাবে। তবে ইতিহাস বলে কুচক্রীদের ভবিষ্যত শুভ হয় না...
বিষয়: বিবিধ
১৩৫১ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন