পশ্চিমা এজেন্ডা : মালালা হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ০৪ অক্টোবর, ২০১৫, ০১:০২:৫১ রাত



মালালা ইউসুফজায়ী। নোবেল লরিয়েট। বিগত কয়েক বছর ধরে বেশ আলোচিত সমালোচিত ছোট্ট একটি মেয়ে। মুসলিম নোবেলধারী হলেও মালালাকে নিয়ে মুসলিম বিশ্বে যতটা না আগ্রহ তারচেয়ে ঢের বেশি আগ্রহ পশ্চিমা বিশ্বের। সম্প্রতি তাকে নিয়ে একটি মুভিও নির্মাণ করা হয়েছে। যার নাম দেয়া হয়েছে “He Named Me Malala”. আজ The New York Times এর ফেসবুক পেজে তাকে নিয়ে তৈরী ৩২ মিনিটের একটি ভিডিও ডকুমেন্টারী শেয়ার করেছে। যার শিরোনাম Class Dismissed: The Death of Female Education

৯ অক্টোবর ২০১২ তে নির্মিত এই ডকুমেন্টারীতে তুলে ধরা হয়েছে পাকিস্তানের সোয়াত ভ্যালীতে তালিবানের বর্বরতা। আর কৌশলে হিরোইন করে তোলা হয়েছে মালালাকে। মুসলিম বিশ্বে মালালাকে নিয়ে বিতর্ক রয়েছে সেই শুরু থেকেই। কারণ হিসেবে পশ্চিমাদের অতিমাত্রার দরদকেই মনে করেন সবাই। তাছাড়া মালালা গুলিবিদ্ধ হওয়া থেকে শুরু করে নোবেল পাওয়া পর্যন্ত পুরো বিষয়টিই অস্পষ্ট এবং ধোয়াশায় পরিপূর্ণ। তখন থেকেই সবাই ধারণা করে আসছে যে, মালালাকে নিয়ে পশ্চিমাদের বিশেষ কোনো উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্যটিই স্পষ্ট হয়েছে Adam B. Ellick ও Irfan Ashrar নির্মিত Class Dismissed: The Death of Female Education ডকুমেন্টারীতে। পশ্চিমা মিডিয়ার বদৌলতে অখ্যাত মালালাকে বিখ্যাত করে তোলার উদ্দেশ্য প্রকাশ পেয়েছে এই প্রামাণ্য চিত্রে।

প্রথমত ডকুমেন্টারীতে খুব আবেগের সাথে মালালা বলেছে তার স্বপ্ন একজন চিকিৎসক হওয়া। কিন্তু শেষদিকে সে বলেছে “I have a new dream. So I thought I must be a politician to save this country." অর্থাৎ “আমার একটি নতুন স্বপ্ন আছে। আর তাই আমি চিন্তা করেছি অবশ্যই এ দেশকে (পাকিস্তান) রক্ষা করার জন্য আমি একজন রাজনীতিবিদ হবো।”

মালালা নতুন যে স্বপ্নের কথা বলেছে তা আসলেই নতুন। এবং সেটি মূলত: তার নিজের স্বপ্ন নয়। বরং বিশ্ব মোড়লদের স্বপ্ন। আর সে স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে তারা। এখন বিশ্বের মানুষ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মালালাকে চিন্তা করতেই পারে। সে আয়োজন সম্পন্ন। শুধু সময়ের অপেক্ষা....

বিষয়: বিবিধ

১৬৬৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344272
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৩
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : মালালাকে গুলি করা থেকে শুরু করে পুরস্কার দেয়া সবই পশ্চিমাদের সাজানো।
০৪ অক্টোবর ২০১৫ রাত ০১:৫৪
285596
স্বপ্নচারী মাঝি লিখেছেন : হুমম
344273
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৪:১৭
আনিসুর রহমান লিখেছেন : Prasently they used the "created character" MALALA as a weapon against Islam to prove that Muslims are against the women education
344277
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৪:৩৬
শেখের পোলা লিখেছেন : সম্প্রতি আর এক নতুন মালালার আবির্ভাব হতে যাচ্ছে বাংলাদেশে৷ কুলাউড়ার দশম শ্রেনীর ছাত্রী যে জাতিসংঘে ভাষন দিয়ে এল বাল্য বিবাহের বিরুদ্ধে৷
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৫:৪১
285605
আনিসুর রহমান লিখেছেন : Good news may be Bangladesh get another noble after Dr Yunus
344306
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৯:১২
রক্তলাল লিখেছেন : মালালাদেরকে দুরে না ঠেলে আমাদেরই বানাতে সমস্যা কই Happy
344310
০৪ অক্টোবর ২০১৫ সকাল ০৯:৩৩
হতভাগা লিখেছেন : পাকিস্তান দেশটা থেকে শান্তি উধাও হয়ে গেছে । মালালা কেন , বীনা মালিক আসলেও যেই লাউ সেই কদুই থাকবে ।
344416
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এত লোভি সে সেটা তো স্পষ্ট!
344786
০৭ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৭
মুসা বিন মোস্তফা লিখেছেন : ধন্যবাদ , সুন্দর লিখেছেন ।

যেকোন বই ঘরে বসে কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান amaderboi.com

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File