শান্তিতে ঘুমাও হে সত্য পথের নকিব!
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ২৬ অক্টোবর, ২০১৪, ০৩:৪৯:০২ রাত
এমন কোন নিন্দা নেই ওরা করেনি তোমায়। এমন কোন অপমান নেই যা ওরা করেনি। সীমাহীন মিথ্যাচারে তোমার নিষ্কলুশ চরিত্রকে বারবার কলঙ্কিত করতে চেয়েছে ওরা। কিন্তু আজ চেয়ে দেখ, তোমার অনঢ় মনোবল আর চারিত্রিক দৃঢ়তার কাছে আজ ওরা পরাজিত। ওরা গণমানুষের মনে তোমার ব্যাপারে ঘৃণার পাহাড় তৈরীতে ব্যস্ত। পক্ষান্তরে তোমার মেধা, সততা আর শিষ্টাচার জনতার মনে গড়েছে শ্রদ্ধা আর ভালবাসার এক আলীশান প্রাসাদ। ওরা তোমাকে বানাতে চেয়েছে ইতিহাসের নরখাদক। কিন্তু তুমি আজ এদেশের কোটি জনতার নয়ন মনি। সময় বদলে যাবে, যুগ পাল্টে যাবে। কিন্তু তোমার আধ্যাতিকতার কাছে এদেশের মানুষ ঋণী হয়ে থাকবে যুগের পর যুগ। শত অপমান সহ্য করার পরেও যে ধৈর্য্য আর ত্যাগের নজরানা তুমি সৃষ্টি করে গেলে, যুগের পর যুগ তা রসদ হয়ে থাকবে কোরআনের কর্মীদের। পাহাড়সম মিথ্যাচারের জাল ছিন্ন করে আজ যে জনতা ইতিহাস সৃষ্টি করেছে, তা তুমি দেখে যেতে পারলে না। হয়তো তুমি কখনো ভাবতেও পারনি যে, তোমার জানাযা হবে এ উপমহাদেশের সর্ব বৃহৎ জানাযা।
বিশ্বের ৫০টিরও বেশী দেশে তোমার জন্য জানাযার নামাজে দাঁড়িয়েছে অসংখ্য মানুষ। দেশের প্রতিটি প্রান্ত কোটি মানুষ অংশগ্রহণ করেছে তোমার গায়েবানা জানাযায়। ঝরিয়েছে অশ্রু। আর তাই মুখে মুখে রটে গেছে, জীবিত গোলাম আযমের চেয়ে মৃত গোলাম আযম অনেক বেশি শক্তিশালী। কারণ তুমি একাই পাড়ি জমিয়েছ মহান প্রভূর দরবারে। কিন্তু বাতিলের বিপরীতে দাঁড়িয়ে যে আপোষহীন আদর্শ রেখে গিয়েছ, সে আদর্শ কোনদিন হারিয়ে যেতে পারে না। সে আদর্শ থাকবে অমলিন, যুগের পর যূগ। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তি তোমায় বড্ড ভয় পেত। তুমি হয়ে উঠেছিলে ওদের চক্ষুশূল। তোমার মেধা আর বুদ্ধিমত্তার কাছে বারবার পরাজিত হয়ে ওরা তোমাকে দমাতে একাট্টা হয়ে চালিয়েছে তথ্য সন্ত্রাস। কিন্তু এখন আর তুমি একা ওদের চক্ষুশূল নও। তোমার দেখানো সংগ্রামের পথ ধরে এগিয়ে আসা ওদের চক্ষুশূলদের ওরা আজ গুনেও শেষ করতে পাছে না। এদেশের কোটি কোটি ইসলামপ্রিয় মেধাবী যুবক আজ ওদের জবাব দিতে প্রস্তুত। ধর্মনিরপেক্ষতার যে ভয়ানক মুখোশ তুমি জাতির সামনে উন্মোচিত করে দিয়েছ, তাতে ওরা আজ ধরাশায়ী হয়ে গেছে। জাতি ওদের মিথ্যাচারে অতিষ্ট হয়ে হলুদ বলে ডাকে। ওরা আজ নির্মম বাস্তবতার শিকার। ওদের মিথ্যাচারই ওদের কুরে কুরে খাবে। ওদের অপপ্রচারই ওদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। আর তুমি যে সত্য পথের সন্ধান দিলে, রক্ত দিয়ে জীবন দিয়ে হলেও সে পথে এগিয়ে আসবে অগণিত সত্যপ্রিয় মানুষ। সত্যের এক মহাবিজয়ের অপেক্ষা করতে থাকবে তারা। গুম, খুন, হত্যা, সন্ত্রাস, কারাগার আর নির্যাতন সে পথের যাত্রীদের করবে আরও বেশি সাহসি। আরও বেশি মজবুত। নতুন এক বিপ্লবের স্বপ্ন ওদের চোখে মুখে খেলা করতেই থাকবে। আর তুমিই সে স্বপ্নের স্বপ্নদ্রষ্টা। এদেশে কোনদিন দ্বীন প্রতিষ্ঠিত হবে কি-না জানি না। তবে হলফ করে বলতে পারি তোমার দেখানো সেই ইক্বামাতে দ্বীনের পথে দিন দিন জড়ো হবে অগণিত যাত্রী।
দুনিয়ার সব মানুষে একসাথে যদি তোমাকে অপমান আর গালি-গালাজ করে, তাতে কিছুই যায় আসে না। আল্লাহ রব্বুল আলামীনের কাছে একজন মহসিন বান্দাদের কাতারে তোমার অবস্থান হোক সেটিই প্রত্যাশা করি। খুব বেশি তোমাকে দেখিনি। তবে এদেশের তাওহীদবাদী কোটি কোটি মানুষ জানে তুমি কোন অন্যায় করনি।
বিষয়: রাজনীতি
১২০৮ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাথে কাজির লেইনের অফিস সাক্ষাৎ হয়েছে।
এবং উনার কোরান তাফসীর শুনেছি। হৃদ্বয়
ছুয়ে যায়। সারা জীবন দ্বীন কায়েমের জন্য
কাজ করে গেছেন। রেখে গেছেন দ্বীনি আনন্দোলনের কাফেলা। একদিন ওনার রেখে যাওয়া কাফেলা। বিজয়ের পতাকা তুলবে।
তোমার প্রয়ান জ্বেলে গেছে আলোর স্বপ্ন শিখা
যার দ্বায়ভার নিয়েছে তারুণ্যের জোয়ার
যে বীজ বপণ করেছ লাখো হৃদয়ে-তা আজ অঙ্কুরিত
বেড়ে উঠছে অদম্য সাহসে-কল্যাণী আহ্বানে
যাদের অন্তর মাঝে তুমি বেঁচে রবে আমরন
তোমার স্বপ্নের দুহাত দীর্ঘ্যতর হবে-দীগন্ত্য ছুঁতে
রশিকতার চ্ছলে কলে কৌশলে দিয়েছ ভালোবাসা-
ভালোবাসায় ভালোবাসায় শিখিয়েছ প্রভুর ভাষা,
আজ তোমার শিখানো ভাষায়-প্রতিবাদের আগুন জ্বলে
দলে দলে তারুণ্যের জোয়ার আজ-তাওহীদের ছায়াতলে
তুমি কলে কৌশলে চলে গেলে উর্দ্ধোলোকে-নয়া গন্তব্যে
রেখে গেলে একদল কল্যাণী ঝড়ো হাওয়া
যারা উল্টে দিবে তাগুতের ধূলির প্রাসাদ
মিথ্যার বুকের উপর দাড়াবে-তাওহীদি পতাকা হাতে
হাতে রবে ন্যায়ের তলোয়ার-যেখানে শান্তির বসবাস
তুমি চলে গেছো তারুণ্যের হৃদয়ে জ্বেলে গেছো-
দ্বীনের প্রজ্বোলীত মশাল-যার আলোয় আলোকিত তারুণ্য,
যে তারুণ্যের রক্তে লেখা হচ্ছে আগমীর ইতিহাস
তুমি চলে গেছো-দিয়ে গেছো আগামীর সুপ্রভাত
সালাম হে মহাবীর-মহা প্রস্থানেও তুমি মধ্যে মণি
তোমার দৃঢ় প্রত্যয়-ভেঙ্গে চুড়মার করেছে তাগুতের দম্ভ্য
দিশেহারা জালিম আজ মজলুমের রোশানলে
শুধু সময়ের ক্ষানিক বাকি-ধূলোয় মিশে যাবে-
তারুণ্যে ত্বাকবির ধ্বনিতে জালিমের সিংহাসন,
এই মাঁনচিত্রে আবারো বেঁজে উঠবে-তাওহীদের জয়োগান
তোমার স্বপ্নরা দলে দলে বুকে ধরবে-মোহাম্মদী আদর্শ
যে স্বপ্নের বাহনে চরে তুমি আজ-জান্নাতের সবুজ পাখি****** ভালো লাগলো অনেক ধন্যবাদ ভাই।
মন্তব্য করতে লগইন করুন