নেশার কাছে কি হেরে যাবে বাংলাদেশ ?
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ২১ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৩৬:১৬ রাত
গতকালের দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটি খবরের শিরোনাম ছিল এরকম : “নেশার টাকা জোগাতে শিশু পুত্রকে ২০ হাজার টাকায় বিক্রি করলেন পিতা”। খবরটিতে করুণভাবে তুলে ধরা হয়েছে সেই ছেলে হারা মায়ের আকুতি। আর এটিই আজকের বাংলাদেশের বর্তমান সময়ের চলমান চিত্র। পাঠক হয়তো বুঝতেই পারছেন কিভাবে এই ঘটনাগুলো ঘটছে। তারপরও একটু ধারা বিবরণী দেয়ার চেষ্টা করব।
(ছবি: বাংলাদেশ প্রতিদিন ২০/৯/২০১৪)
(ছবি: বাংলাদেশ প্রতিদিন ২০/৯/২০১৪)
কোথা থেকে আসছে এই মাদক : শুরুতেই আসুন দেখার চেষ্টা করি কোথা থেকে আসছে এই মাদক? পার্শ্ববর্তী বন্ধু (?) রাষ্ট্র ভারত ও মায়ানমার থেকে প্রতিদিন আসছে মাদকের বন্যা। আর সে বন্যায় প্রতিদিন ভেসে যাচ্ছে আমাদের সম্ভাবনাময়ী টগবগে যুব সমাজ।
কেন আসছে : প্রথমতঃ বাংলাদেশের যুব সমাজ অন্য যে কোন দেশের যুব সমাজের চেয়ে মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতায় এগিয়ে। আর তাই পার্শ্ববর্তী রাষ্ট্র বিশেষত: ভারত ষড়যন্ত্রমূলক ভাবে এদেশের যুব সমাজকে পিছিয়ে দিতে চায়।
দ্বিতীয়তঃ বাংলাদেশ ১৬ কোটি মানুষের বিশাল এক জনপদের নাম। তাই এত বড় জনসংখ্যার এই দেশটিতে বাজার সৃষ্টি করতে পারলে বছর শেষে অনেক একটি মুনাফা লাভ করা সম্ভব। আর তা যদি মাদক দ্রব্যের মাধ্যমে আসে তাহলে তো এক ঢিলে দুই পাখি। অর্থাৎ একদিকে যুব সমাজ বিপথগামী করা যাবে আর অন্যদিকে স্রোতের মত আসবে বৈদেশিক মুদ্রা। আর তাই তারা আমাদের সীমান্তের তিনদিক দিয়ে গড়ে তুলেছে বিভিন্ন প্রকার মাদক আর ফেনসিডিলের অসংখ্য কারখানা।
কিভাবে আসছে: প্রতিদিন স্রোতের মত মাদক আসছে সীমান্তে চোরা চালানের মাধ্যমে। আর এটি আসছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর কিছু অসৎ সদস্যদের হাত ধরে অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে। কখনো কখনো আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরাই জড়িয়ে পড়ছে এই ব্যবসায়। আর এর মাধ্যমে আর্থিকভাবে কিছু ব্যক্তি লাভবান হলেও প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের ফুলের মত তরুন সমাজ।
(ছবি: দৈনিক ইনকিলাব ২০/৯/২০১৪)
(ছবি: দৈনিক ইনকিলাব ২০/৯/২০১৪)
ফলাফল: কারো বা রমরমা ব্যবসা, কারো রাজনৈতি ফায়দা হাসিল অথবা কারো সাময়িক আনন্দ লাভ। লালনের মাজার অথবা শাহবাগের গণজাগরণ মঞ্চে সরকারী পৃষ্ঠপোষকতায় চলছে মাদক সেবন। কিন্তু এসবের মাধ্যমে অন্ধকার জগতে পা বাড়িয়ে আমাদের যুব সমাজ যে হারিয়ে যাচ্ছে সেদিকে কারো খেয়াল নেই। রেল লাইনের পার্শ্ববর্তী নোংরা বস্তি থেকে শুরু করে অভিজাত পরিবার। কেউই এড়িয়ে যেতে পারছে না মাদকের ভয়াবহ এই ছোবল থেকে। তাহলে কি আমাদের যুব সমাজ এভাবিই হারিয়ে যাবে নেশার জগতে? এভাবেই কি নেশার কাছে হেরে যাবে বাংলাদেশ ???
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই বিষয়ে কারো দৃষ্টি আকর্ষন করলে সরকারি অফিসাররা রাজনিতিবিদদের দোষ দেন। কিন্তু নিজের কর্তব্য করেননা।
মন্তব্য করতে লগইন করুন