গ্রেফতারই যেখানে সর্বোচ্চ শাস্তি
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ১৭ মে, ২০১৪, ০৪:১৩:৪৮ বিকাল
এমন একটি দেশ আছে সেখানে যে যত বড় অপরাধই করুক না কেন তার সর্বোচ্চ শাস্তি গ্রেফতার। মাত্র কয়েকদিন হাজতবাস শেষে অপরাধী ফিরে যেতে পারে তার নিজস্ব অঙ্গনে। পাঠক হয়তো ভাবছেন এ আবার কোন দেশ ? নির্দ্বিধায় বলতে পারি সে দেশটার নাম বাংলাদেশ। উন্নত দেশগুলোতে নাকি প্রচলিত আছে “অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে”। আর এই একটি বিষয় নিশ্চিত করার কারণেই সেসব দেশে আইন-শৃংখলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রনে থাকে। আর আমাদের মাত্র ৫৬ হাজার বর্গমাইলের এই ছোট্ট দেশে যদি আইন-শৃংখলা পরিস্থিতির কথা বলি তাহলে মনে হয় অনর্থক, অযৌক্তিক কোন বিষয়ে নাক গলাচ্ছি। অপরাধীরাই এখানে সব। তাদের শাস্তি তো দূরের কথা, বরঞ্চ তাদের অঙ্গুলী হেলনে পরিচালিত হয় আমাদের রাষ্ট্রযন্ত্র। ফলে যত বড় অপরাধই সংঘটিত হোক না কেন, অপরাধী থাকে ধরা-ছোঁয়ার বাইরে। প্রশাসনের চোখের সামনে দিয়ে ঘুরে ফিরলেও প্রশাসন যেন নিশ্চল ভাস্কর্য। যদি কখনও সরকার চক্ষু লজ্জার কারণে জনগনের আইওয়াশ করার জন্য কাউকে গ্রেফতার করেও থাকে তবে তা ঐ পর্যন্তই সীমাবদ্ধ। অর্থাৎ গ্রেফতারই এখানে সর্বোচ্চ শাস্তি। আজকের র্যাযব কর্মকর্তা সাঈদ তারেক ও রফিক থেকে শুরু করে রানা প্লাজার মালিক যুবলীগ নেতা সোহেল রানা, তাজরীন ফ্যাশন’সের মালিক অথবা হাজার কোটি টাকা পাচারকারী হলমার্কের তানভীর বা জেসমিন ইসলামের কথাই যদি বলি, সবা্র ক্ষেত্রে এই একই কথা প্রযোজ্য। অর্থাৎ মোটামুটি কোনভাবে সামান্যতম রাজনৈতিক সুযোগ সৃষ্টি করতে পারলেই অপরাধী হয়ে যায় রাজা। আর ক্ষতিগ্রস্ত জনগণ সেখানে ঢেউটিন। আর এই মূহুর্তে তো জনগন কোন ব্যাপারই না। কারণ জনগণ ভোট দিক আর না দিক সরকার গঠণ হতে আর কারও জন্য অপেক্ষা করতে হয় না। জনগনের আবেগ অনুভূতি আর অনুকম্পা এখন অর্থহীন। আগে নাকি যার দশটা হোন্ডা আর বিশটা গুন্ডা ছিল সেই নাকি ভোট ডাকাতি করতে পারত। কিন্তু বর্তমান সময়ে এখন আর সেসবেরও প্রয়োজন হচ্ছে না। সরকারের বেতনভোগী পেটোয়া বাহিনীই তা নিজ কর্তব্য মনে করে সে কর্ম সম্পাদন করে দিচ্ছে। আর আইন-শৃংখলা বাহিনীর রাজনীতিতে এমন সম্পৃক্ততার কারণে দিন দিন তারা হয়ে উঠেছে বেপরোয়া। জড়িয়ে পড়েছে গুম, খুন, হত্যা সন্ত্রাস সহ নানারকম অপরাধমূলক কর্মকান্ডে। আর কেনইবা তারা এ পথে পা বাড়াতে সংকোচ করবে? কারণ গ্রেফতারই তো এখানে সর্বোচ্চ শাস্তি।
বিষয়: বিবিধ
৯৩২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন