চেতনা বাণিজ্য

লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ২৭ এপ্রিল, ২০১৪, ০৫:২৪:০০ বিকাল

বর্তমান সময়ে আমাদের দেশে সবচেয়ে বেশি বিতর্ক চলছে চেতনা নিয়ে। যে যার অবস্থান থেকেই অংশ নিচ্ছে এই বিতর্কে। একেকজন এই চেতনাকে দেখছে একেক চোখে। চেতনা ভিত্তিক রাজনীতিও চলছে সমান তালে তাল মিলিয়ে। আজ কেউ কাউকে হেয় প্রতিপন্ন করতে চাইলে হাতের কাছে সবচেয়ে সহজলভ্য যে হাতিয়ারটি ব্যবহার করে তার নাম চেতনা। যখন কোন বক্তব্যই আর যুক্তিতে টেকে না, তখন প্রতিপক্ষকে ঘায়েল করার মত এর চেয়ে শক্তিশালী আর কোন অস্ত্র নেই। বুদ্ধিজীবি মহলের কেউ কেউ মনে করেন, চেতনা নিয়ে আজ রমরমা বাণিজ্য হচ্ছে। পাওয়া যাচ্ছে বড় বড় স্পন্সর। আবার এই চেতনাধারীদের দু’পক্ষের বাকবিতন্ডায় বেড়িয়ে আসছে সেসব স্পন্সরের অনেক রহস্যময় অজানা তথ্য। বিশ্বে অন্য কোন দেশ বা অঞ্চলে এরূপ চেতনা নিয়ে বাণিজ্য হয় কি না আমার জানা নেই। তবে জাতি হিসেবে আমরা এই বাণিজ্যে অন্য যে কোন জাতির চেয়ে যে ঢের এগিয়ে তাতে সন্দেহের কোন অবকাশ নেই। দিবস বিশেষে এই চেতনার বাজারে উত্থান-পতন ঘটে। সময় বুঝে কখনও কখনও তা উথলে ওঠে। আবার কখনও তা হয়ে যায় নিথর, নিস্তব্ধ। চেতনার ডাল-পালায় ভর করে কখনও জোর গলায় পরিচয় দেই “আমরা দেশপ্রেমিক”। আবার যখন তা নিথর নিস্তব্ধ হয়ে যায় তখন ক্লান্ত কন্ঠে বলি “একদিন বাঙ্গালী ছিলাম রে..”। চোখের সামনে কখনও ভেসে ওঠে ‘পান্তা-ইলিশ’ আর কখনও ভেসে ওঠে বিজাতীয় ভঙ্গিতে উন্মত্ত ‘ফ্ল্যাশ মব’। চেতনার এই উত্থান পতনে বিস্মিত হই। অবাক হয়ে নির্বাক হয়ে যাই। বাকহীন শব্দগুলো প্রতিনিয়ত প্রতিধ্বনি তোলে মনের আঙ্গিনায়। ভাবতে থাকি আসলেই কি আমরা বাঙ্গালী? সত্যিই কি আমাদের চেতনা আছে....

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

213956
২৭ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫৫
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : চেতনার চেতন করবে কে? চেতনা যে আজ ঘুমন্ত।
214069
২৭ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৪
222200
১৬ মে ২০১৪ সকাল ০৬:১০
স্বপ্নচারী মাঝি লিখেছেন : আমরা সবাই চেতনার রাজ্যে বসবাস করছি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File