মানুষ
লিখেছেন লিখেছেন স্বপ্নচারী মাঝি ১৮ এপ্রিল, ২০১৪, ০৯:৫৩:২৩ রাত
রঙ্গিন এই ধরাধামে সবচেয়ে কম মূল্য কার? প্রশ্নটি মনের মধ্যে জাগ্রত হতেই কে যেন স্বতঃস্ফূর্তভাবে বলে উঠল - মানুষ। অবাক হয়ে ভাবতে লাগলাম আশরাফুল মাখলুকাত (সর্বশ্রেষ্ঠ সৃষ্টি) কি করে সবচেয়ে কম মূল্যবান হতে পারে (?)! পরক্ষণেই মিলল হাজারও জবাব। বিবেকের দ্বারে দাঁড়িয়ে কে যেন আমাকে ধিক্কার করে বলতে লাগল - “তুমি দেখনি সীমান্তের কাঁটাতারে তোমার বোন ফেলানীর লাশ? দেখনি হাবিবের উলঙ্গ দেহ? দেখনি কারাগারে বন্দী অগনিত মুক্তিকামী মানুষের আর্তচিৎকার? একটুখানি স্বাধীনতার স্বাদ পেতে অসংখ্য মানুষকে পুলিশের গুলিতে প্রাণ বিসর্জন দিতেও কি দেখনি? আইন-আদালত উপেক্ষা করে বন্দুক যুদ্ধের নাটকে বেঘোরে জীবন দিচ্ছে কত বনী আদম! রাস্তার ধারে একমুঠো খাবারের আশায় ডুকরে কাঁদছে কত মানব সন্তান! কাশ্মীর, ফিলিস্তিন, সিরিয়া, মিশর, আফগান, ইরাক, বার্মা, ইউক্রেন সহ পৃথিবীর প্রতিটি প্রান্তে আজ মানুষ মারার হিড়িক। মানবতা আজ নির্বাসনে। মানুষের মূল্য আজ বাতাসে ভেসে বেড়ানো পুরাতন ছেড়া কাগজের চেয়ে মোটেই বেশি নয়।”
বিবেকের এই ধিক্কার শুনে যেন সম্বিত ফিরে পেলাম। ভাবতে লাগলাম আমিও কি মানুষ? যে-কিনা সবচেয়ে কম মূল্যের প্রাণী ....?
বিষয়: বিবিধ
১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন