মনে রাখবেন, এটা ক্রিমিয়া নয়, লাখো শহীদের রক্তে কেনা এটা আমার বাংলাদেশ।

লিখেছেন লিখেছেন আব্দুল জাব্বার s ২০ এপ্রিল, ২০১৪, ০৮:১৭:৫৩ সকাল

ভাগ্যিস, এক তৃতীয়াংশ দাবি করছে , পুরোটা করেনি !! বিজেপির মনে হচ্ছে একটু হলেও চক্ষু লজ্জা আছে ! তাই তারা ‘দাবি’ (?) করছে। কংগ্রেসতো তাও করেনি। দাবি ছাড়াই পুরো দেশটাকেই যেন তাদের প্রদেশ বানিয়ে ফেলেছে ! তো সিলেট ও খুলনার নাগরিকরা কি ‘কেন্দ্রে’র স্বীকৃত নাগরিক হতে প্রস্তুত??

.......জেনে রাখা উচিত, ৭১ আর বর্তমান এক নয়। ৭১ এ তরুণরা দুভাগে বিভক্ত ছিল। এক ভাগ জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আর অন্য ভাগ সীমানা পাড়ি দিয়ে রেডিও, টিভি ও দূরবীন দিয়ে তা উপভোগ করেছে। বর্তমান বাংলাদেশে ছাত্রশিবির নামক এক দূর্জেয় ছাত্রসংগঠন রয়েছে। যারা আল্লাহর শক্তিতে বলীয়ান হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সকল তরুণদের একই পতাকার নিচে একত্রিত করে গর্জে উঠবেই। অতন্দ্র প্রহরীর মত পাহারা দেবে বাংলার ৫৬ হাজার বর্গমাইলের প্রতি ইঞ্চি মাটি। আধিপত্যবাদীদের বুলেটের সামনে যারা শার্টের বোতাম খোলে দিতে জানে, পালাতে জানে না। মনে রাখবেন, এটা ক্রিমিয়া নয়, লাখো শহীদের রক্তে কেনা এটা আমার বাংলাদেশ।

বিষয়: বিবিধ

১২২৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

210466
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩০
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : সা্ব্বাস, তালেবানের যুদ্ধবিলাস।
210468
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৮
হতভাগা লিখেছেন :


বিজেপির চাওয়া পূর্ণ হলে এটাই হবে নতুন বাংলাদেশের মানচিত্র ।

দেখতে একেবারেই বেমানান লাগছে ।

এক তৃতীয়াংশ না দাবী করে বরং পুরো দেশটাই চাইলে বাংলাদেশী মানুষরা না করবে না ।

বাংলাদেশের মানুষের কি সেই সৌভাগ্য হবে !!
210470
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫২
আব্দুল জাব্বার s লিখেছেন : মুসলিম আমি . . সংগ্রামী আমি
আমি চির রণবীর
আল্লাহকে ছাড়া কাউকে মানি না
নারায়ে তাকবীর . . . . . . .
210483
২০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫২
নূর আল আমিন লিখেছেন : মামুর বেটা হামি সিলটি হিসেবে গর্বে গর্ভবতি হয়ে যাচ্ছি
210495
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৫
আব্দুল জাব্বার s লিখেছেন : Kon ki mamur beta
210500
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৫
আল সাঈদ লিখেছেন : yes
210501
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪১
শিশির ভেজা ভোর লিখেছেন : বর্তমান বাংলাদেশে ছাত্রশিবির নামক এক দূর্জেয় ছাত্রসংগঠন রয়েছে।

হাহাহাহাহা হাসবো না কাঁদবো বুঝতেছি না। ৭১ এর পরাজিত শক্তিরা আজ দেশ পাহারা দিবে। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫২
158942
আব্দুল গাফফার লিখেছেন : আপনার কি মনে হয়! বাল ছাডা আছে বলেই কি দেশ নিরাপদ
210831
২০ এপ্রিল ২০১৪ রাত ০৮:২০
আব্দুল জাব্বার s লিখেছেন : @শিশির ভেজা ভোর
মনে রাখবেন, ৫৫ হাজার বর্গমাইল পাকিস্তান দেই নাই , ভারতকেও দিবনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File