অন্যায় কোনো রায় মেনে নেওয়া হবে না!! আমরা আল্লামা সাঈদীর নির্শত মুক্তি চাই!!
লিখেছেন লিখেছেন আব্দুল জাব্বার s ১৯ এপ্রিল, ২০১৪, ০৮:৩১:০৪ সকাল
এ দেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। যিনি সারা জীবন ইসলাম প্রচারে কাজ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলা দায়ের করে ট্রাইব্যুনালে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগকে মিথ্যা বানোয়াট ও মানগড়া বলে তাঁর আইনজীবিরা মন্তব্য করেছেন। কোন অভিযোগই সরকারপক্ষ প্রমাণ করতে পারেনি। আদালত প্রাঙ্গন থেকে তাঁর পক্ষের সাক্ষী গুম করা হয়েছে, পরবর্তীতে ভারতের একটি কারাগারে সে সাক্ষীর অস্তিত্ব পাওয়া গেছে। পৃথিবীর কোন সভ্য দেশে এমন ন্যক্কারজনক ঘটনার নজির নেই।
যাকে হত্যার জন্য সাঈদীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ১৯৭২ সালে সেই ইব্রাহীম কুট্টির স্ত্রী স্বামী হত্যার বিচার চেয়ে ১৩ জনকে আসামী করে যে মামলা দায়ের করেন সেই তালিকায় আল্লামা সাঈদীর নাম নেই। এমনকি মামলার চার্জশিটেও তাঁর নাম ছিল না। হত্যা, ধর্ষণ দূরের কথা, সামান্যতম কোন অপরাধের সাথে আল্লামা সাঈদীসহ জামায়াতের নেতার সম্পৃক্ততা থাকতে পারেনা বলে বাংলার মানুষ বিশ্বাস করে।
বিচারের নামে প্রহসন করে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিঃশেষ করতে চায় বর্তমান অবৈধ সরকার। আর সে জন্য সরকার এ দেশের কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, কুরআনের পাখি, বিশ্ববরেণ্য আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীসহ জামায়াত নেতাদের রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । কিন্তু বাংলার ইসলাম প্রিয় জনতা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবেনা। অবিলম্বে চক্রান্ত বন্ধ আল্লামা সাঈদীকে নি:শর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সারা বিশ্বে তাওহীদি জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমার চাই মুক্তি
সারা বিশ্বে তাওহীদি জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ.....
আল্লামা সাঈদীর ফাঁসি চায়,
কোটি কোটি হাত তখন
আল্লামা সাঈদীর
মুক্তি চায়।
কিছু কুলাঙ্গার যখন সাঈদীর
ফাঁসি শুনে বিকৃত
উল্লাস করে,
তখন লাখ লাখ চোখে অশ্রু ঝরে
কিছু অমানুষ যখন আল্লামা সাঈদীর
ফাঁসির
হওয়ার অপেক্ষা করছে,
হাজার হাজার জনতা তখন
শাহাদাতের
প্রস্তুতি নিচ্ছে
মুক্তি পেলে এই জনপদ হবে ফুলের বিছানা। ফাঁসি দিলে হবে লাশের মিছিল, কভুতো আর থামবে না।রক্তে রক্তে ভরে যাবে পদ্মা মেঘনা যমুনা,সাঈদীর কিছু হলে কেউ ঘরে বসে থাকবে না.. লক্ষ প্রাণ যাবে যাক ... তবু সাঈদী মুক্তি পাক !!**আমরা সাঈদী ভক্ত**
নিঃশর্ত মুক্তি চাই।
আল্লামা সাঈদীর মুক্তি চাই"
আর এক্কান কথা- আপনে বিভিন্ন জনের মন্তব্যে উত্তর দিচ্ছেন। মাগার হেতারা তো আপনার উত্তর পাচ্ছে না। কারণডা অইলো আপনার মন্তব্যডাও আলাদা মুন্তব্য হয়ে যাচ্ছে। হেতারগো মুন্তব্যের ঘরেই উত্তরডা দিতে অইবো।
মন্তব্য করতে লগইন করুন