অন্যায় কোনো রায় মেনে নেওয়া হবে না!! আমরা আল্লামা সাঈদীর নির্শত মুক্তি চাই!!

লিখেছেন লিখেছেন আব্দুল জাব্বার s ১৯ এপ্রিল, ২০১৪, ০৮:৩১:০৪ সকাল

এ দেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। যিনি সারা জীবন ইসলাম প্রচারে কাজ করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই তাঁর বিরুদ্ধে কথিত মানবতাবিরোধী অপরাধের মিথ্যা মামলা দায়ের করে ট্রাইব্যুনালে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে আনীত সকল অভিযোগকে মিথ্যা বানোয়াট ও মানগড়া বলে তাঁর আইনজীবিরা মন্তব্য করেছেন। কোন অভিযোগই সরকারপক্ষ প্রমাণ করতে পারেনি। আদালত প্রাঙ্গন থেকে তাঁর পক্ষের সাক্ষী গুম করা হয়েছে, পরবর্তীতে ভারতের একটি কারাগারে সে সাক্ষীর অস্তিত্ব পাওয়া গেছে। পৃথিবীর কোন সভ্য দেশে এমন ন্যক্কারজনক ঘটনার নজির নেই।

যাকে হত্যার জন্য সাঈদীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ১৯৭২ সালে সেই ইব্রাহীম কুট্টির স্ত্রী স্বামী হত্যার বিচার চেয়ে ১৩ জনকে আসামী করে যে মামলা দায়ের করেন সেই তালিকায় আল্লামা সাঈদীর নাম নেই। এমনকি মামলার চার্জশিটেও তাঁর নাম ছিল না। হত্যা, ধর্ষণ দূরের কথা, সামান্যতম কোন অপরাধের সাথে আল্লামা সাঈদীসহ জামায়াতের নেতার সম্পৃক্ততা থাকতে পারেনা বলে বাংলার মানুষ বিশ্বাস করে।

বিচারের নামে প্রহসন করে ইসলাম ও ইসলামী আন্দোলনকে নিঃশেষ করতে চায় বর্তমান অবৈধ সরকার। আর সে জন্য সরকার এ দেশের কোটি কোটি মানুষের প্রাণপ্রিয় নেতা, কুরআনের পাখি, বিশ্ববরেণ্য আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীসহ জামায়াত নেতাদের রাজনীতির ময়দান থেকে সরিয়ে দিতে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে । কিন্তু বাংলার ইসলাম প্রিয় জনতা তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবেনা। অবিলম্বে চক্রান্ত বন্ধ আল্লামা সাঈদীকে নি:শর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় সারা বিশ্বে তাওহীদি জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটতে পারে।

বিষয়: বিবিধ

১৪৩৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209892
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৭
লোকমান বিন ইউসুপ লিখেছেন : agree
209894
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫০
আব্দুল জাব্বার s লিখেছেন : অনেক ধন্যবাদ @লোকমান বিন ইউসুপ
209901
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৭
Sada Kalo Mon লিখেছেন : প্রিয় নেতা সাঈদী
তোমার চাই মুক্তি



সারা বিশ্বে তাওহীদি জনতার ক্ষোভের বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ.....
209902
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৯
আব্দুল জাব্বার s লিখেছেন : ইনশাআল্লাহ..... SADA
209907
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৪০
egypt12 লিখেছেন : ধন্যবাদ
209914
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫২
আব্দুল জাব্বার s লিখেছেন : অনেক ধন্যবাদ
209952
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২২
আমি মুসাফির লিখেছেন : কয়েকজন শাহবাগী আম্লীগ যখন
আল্লামা সাঈদীর ফাঁসি চায়,
কোটি কোটি হাত তখন
আল্লামা সাঈদীর
মুক্তি চায়।
কিছু কুলাঙ্গার যখন সাঈদীর
ফাঁসি শুনে বিকৃত
উল্লাস করে,
তখন লাখ লাখ চোখে অশ্রু ঝরে
কিছু অমানুষ যখন আল্লামা সাঈদীর
ফাঁসির
হওয়ার অপেক্ষা করছে,
হাজার হাজার জনতা তখন
শাহাদাতের
প্রস্তুতি নিচ্ছে
209957
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
আব্দুল জাব্বার s লিখেছেন : @আমি মুসাফির
মুক্তি পেলে এই জনপদ হবে ফুলের বিছানা। ফাঁসি দিলে হবে লাশের মিছিল, কভুতো আর থামবে না।রক্তে রক্তে ভরে যাবে পদ্মা মেঘনা যমুনা,সাঈদীর কিছু হলে কেউ ঘরে বসে থাকবে না.. লক্ষ প্রাণ যাবে যাক ... তবু সাঈদী মুক্তি পাক !!**আমরা সাঈদী ভক্ত**
209958
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দাবি একটাই
নিঃশর্ত মুক্তি চাই।
১০
209974
১৯ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫০
আব্দুল জাব্বার s লিখেছেন : “মুক্তি চাই মুক্তি চাই
আল্লামা সাঈদীর মুক্তি চাই"
১১
210019
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : পুরা ক্যাচাঁল বাদ দেন। এসব ফরিয়াদ ও হা পিত্যেষ হাজার বার হুনছি। নতুন কুনো কুর্মসূচী থাইকলে ফরমাইয়েশ করেন। জারজ হাম্ব বাচুরগো গলায় রশ্মি লাগানোর নতুন কুনো ফর্মূলা আবিস্কার করলে হেইডাই কন।
আর এক্কান কথা- আপনে বিভিন্ন জনের মন্তব্যে উত্তর দিচ্ছেন। মাগার হেতারা তো আপনার উত্তর পাচ্ছে না। কারণডা অইলো আপনার মন্তব্যডাও আলাদা মুন্তব্য হয়ে যাচ্ছে। হেতারগো মুন্তব্যের ঘরেই উত্তরডা দিতে অইবো।
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৫৯
158518
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : মুই এক্কান উদাহরণ স্বরূপ আপনেরে প্রতি মুন্তব্যে দিলুম। ভালা কইরা খেয়াল কইরেন।
১২
210027
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:১২
আল সাঈদ লিখেছেন : মুক্তি চাই।
১৩
210073
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৭
আব্দুল জাব্বার s লিখেছেন : Hmm

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File