আপুমনিদের জন্যে......
লিখেছেন লিখেছেন ইনতিজামুল ইসলাম ১৯ এপ্রিল, ২০১৪, ০৭:৩৯:৫৭ সন্ধ্যা
আপু আমার প্রিয়,
ছোট্ট ভাইয়ের সাথের,
জীবন চলার পথের,
ভুলগুলি সব ক্ষমার চোখে নিয়ো।
আপু আমার প্রিয়,
বলতে পারো?
দু'দিনের এই ক্ষণস্থায়ী ভবে,
পথের দিশা ভুলছে স্বজন
কোন জিনিসের লোভে?
কোন আলেয়ার তাড়ায়,
লোভ লালসায় ডুবছে মানুষ আরো?
পারলে জবাব দিয়ো।
আপু আমার প্রিয়,
আর কতকাল স্বপ্ন দেখা?
আর কতকাল ঘুমিয়ে থাকা? বলো।
পুব-আকাশে ঊষার আলোক রেখা
ডাকছে দেখ; উঠ! জাগো!! চলো!!!
জান্নাতে ঘুম দিয়ো।
বিষয়: বিবিধ
১২১৭ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন