আজকের আমি
লিখেছেন লিখেছেন ইনতিজামুল ইসলাম ১৯ এপ্রিল, ২০১৪, ০১:৩১:১৯ রাত
ইনতিজামুল ইসলম। নব্বইয়ের দশকের পঞ্চম বৎসরের শেষাংশে জন্ম নেয়া সেই অবোধ নিষ্পাপ শিশুটি। সত্যি ভাবতে অবাক লাগে। কত ফারাক দুই ইনতিজামের মধ্যে! আজকের ইনতিজাম সেই এক বছরের ইনতিজামের দিকে তাকালে ঈর্ষান্বিত হবেই। সবাই যাকে খুব ভালবাসতো, কৃত্রিমতা বলতে যেথা কিছুই ছিলনা। কোন প্রয়োজন হলেই যে দ্বীধাহীন চিত্তে আপন মনে কান্না জুড়িয়ে দিত। আর সেই কান্নার শব্দে দিগ্বিদিক জ্ঞান হারিয়ে, সব প্রয়োজন পেছনে ফেলে ছুটে আসতো মায়াবিনী মা, ছুটে আসতো আপনজনেরা। আজকের ইনতিজাম পাষণ্ড বাস্তবতার সিল্কনেটে আষ্টে-পৃষ্টে আবদ্ধ। মুখ ফুড়ে কিছু বলতে পারেনা, পাছে কেউ কষ্ট পাবে! প্রয়োজনের কথা প্রিয়জনদের বলতে পারেনা, কারন সে যে অনেক বড় হয়ে গেছে! আজকের ইনতিজামের অদ্ভূত এক দোটানার অনুভূতি হয়। ভাবে, সেই ছোট্ট ইনতিজাম তো অনেক বড় হওয়ার স্বপ্ন দেখত। ভাবতো, স্কুল-কলেজের গণ্ডি পেরিয়ে সে বিশ্ববিদ্যালয়ে যাবে, উচ্চ শিক্ষার বড় বড় মশাল নিয়ে জাতিকে আলোকিত করবে, সত্য ও সুন্দরে ভরিয়ে দেবে সারা বিশ্ব। কিন্তু কই, আজকের ইনতিজাম যে এইসব স্বপ্নকে ভয় পেতে শুরু করেছে! তবে কি সে সত্যের কারামুক্তির মূল্য দেখে ভয় পেয়েছে? সে কি পিছু হটে আসবে? না! ভাবে, সে কিছুতেই ছোট্ট ইনতিজামের স্বপ্নকে ধূলিস্মাত হতে দেবেনা। মিথ্যে আর অজ্ঞতার কারাগারে আবদ্ধ অসংখ্য নিপীড়িতের আকুতি সে বৃথা যেতে দেবেনা। "তবে যে তোমাকে দীর্ঘ ও কণ্ঠকময় এক পথ অতিক্রম করতে হবে!" ভেতর থেকে কে যেন বলে উঠল, “তরঙ্গ বিক্ষুব্ধ হাঙ্গরপূর্ণ লোনা দরিয়া সাঁতরাতে হবে! তবুও তুমি সামনে আগাবে?" কঠিন এক দোটানায় নিপতিত হয় সে। একদিকে ক্ষুদা- দারিদ্র, ধৈর্য, কঠোর অধ্যাবসায় আর লাল চক্ষুর প্রচণ্ড কণ্ঠকময় সত্যের পথ, অন্যদিকে স্রোতের প্রবাহে গা ভাসিয়ে নোংরা পঙ্খিলতায় হারিয়ে যাওয়ার সহজ পথ।কোন দিকে যাবে সে? কোন দিকে..............
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুমি করেই বলি।পথের কাঁটা যখন দেখতে পেরেছ আরেকটু হুশিয়ার
হয়ে চল,সঠিক পথও পাবে!আর খোদার সাহায্য চাও বেশি বেশি!!!
মন্তব্য করতে লগইন করুন