জীবন থেকে নেয়া - ১
লিখেছেন লিখেছেন ইনতিজামুল ইসলাম ১৮ এপ্রিল, ২০১৪, ০৯:১৯:১১ রাত
বন্ধু- আচ্ছা তোর ছেলেমানুষি স্বভাবগুলো কি কখনোই যাবেনা?
ছেলেটি- বড় ধরনের পরিবর্তন ছাড়া এই স্বভাবটা আমি ছাড়তে পারবোনা, ছাড়তে চাইও না।
বন্ধু- মানে কি? পাগলা কোথাকার...
ছেলেটি- (মুচকি হাসির সাথে) কি করব বল, একজন মানুষ হিসেবে আমার জন্য স্রষ্টার বেধে দেয়া সীমার মধ্যে থেকে সবার সাথে ভালো হয়ে থাকার এটাই আমার একমাত্র উপায়।
বন্ধু- ফিলোসফিকাল কথাবার্তা। তা এর সাথে বড়ধরনের পরিবর্তনের সম্পর্ক?
ছেলেটি- I mean, যখন বন্ধুদের সাথে আড্ডার বিষয়গুলো সীমালঙ্ঘনের পর্যায়ে পড়বেনা, আমার নিয়ম রক্ষার খাতিরে কারো সাথে বেশী বেশী কথা না বলাটা যখন কারো কষ্টের কারন হবে না, এই আর কি......। (বিড়বিড় করে)চড়ুই পাখির বাসা দেখে যারা শিল্পের মহত্ব বুঝেনা তাদেরকে Eiffel Tower বা Burj Khalifa দেখায়ে লাভটা কি? এবার তুই বল এই পরিবর্তন কি আদৌ হবে বলে মনে হয়?
বন্ধু- আল্লাহ মালুম।
ছেলেটি- তোকে আগেই বলেছি, I shall try at death's door to change the situation, and until the completion of this job, u might find my activities silly in front of the real sillies...
(ক্যাম্পাসে সবার সাথেই মানিয়ে চলতে হয়। না হলে আমার কথাগুলো বন্ধুদের কাছে কিভাবে পৌছাবো? কিন্তু তাই বলে তো আর সীমালঙ্ঘন করা যাবেনা। সুতরাং .।
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন