ভালোবাসার মন্ত্র
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১১ ডিসেম্বর, ২০১৪, ০৯:৩১:১৮ সকাল
এক জন কে খুব বেশি ভালোবাসি ......
সব সময় ইচ্ছে হত আরও যদি বেশি ভালবাসতে পারতাম ...
অনেক বেশি ভালোবাসার পূর্ণতায় আমার ভালোবাসা পূর্ণ করতে পারতাম ...
আমি অনেক বেশি ভালোবাসি কিন্তু সব সময় ইচ্ছে হত আরও ভালোবাসি, ভালোবাসা টা যেন তীব্র থেকে তীব্রতর হয় কিন্তু তা কেন জানি পারতাম না পূর্ণ করতে , তখন মনে হত আমার ভালোবাসার লিমিট বুজি এত টুকুই ...
কিন্তু না , আর আমি আমার ভালবাসাকে সম্পূর্ণ পরিপূর্ণ ভাবে ভালবাসতে পেরেছি, ভালোবাসার সাতকাহনে নিজেকে সাজাতে পেরেছি ...
মনে শক্তি সঞ্চার করতে পেরেছি, আমি কাউকে নিজে দূর দিগন্তে চলতে পারব হাজার বছর ধরে ।
হেমন্তি গল্পের আমার হৈম কে আমি অপুর মত হারাতে চাই না , সাঁরা জীবনে বুকে জরিয়ে ধরে রাখতে চাই ।
বুকের পাঁজরে চেপে রেখে আমি আমার হৈম কে বলতে চাই -- "আমি শুধু তোমায় ভালোবাসি"
আর সাঁরা জগতকে জানাতে চাই -- আমি পাইলাম, আমি ইহাকে পাইলাম, স্বয়ংসম্পূর্ণ রুপে আমি আমার ভালোবাসা কে পাইলাম ।
আমি আমার সকল বিশ্বাস আর সকল ভালোবাসায় তাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবো ।
আর আমার রানীর স্থান হবে আমার মনের রাজপ্রসাদে অবস্থিত তাঁর সিংহাসনে ।
ভালোবাসি বলেই আমি আমার ভালোবাসা কে সাঁরা জীবন ভালোবেসে যেতে চাই ...
বিষয়: সাহিত্য
২৪৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন