বিতর্কিত নোবেল

লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১২ অক্টোবর, ২০১৪, ০২:৩১:৩১ দুপুর



শান্তিতে মালালা কে নোবেল দেওয়া হল , এটা কোন যুক্তিতে দেওয়া হল , সত্যিই নোবেল কমিটির এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না, যদি মালালা শান্তিতে নোবেল পাওয়ার যোগ্যতা থাকতো তাহলে সে এত বিতর্কিত থাকতো না......

মালালা যা করেছে তাঁর থেকে ও অনেক বেশি কিছু করে যাচ্ছে আমাদের বাঙালি মা , বোনেরা । সেই হিসেবে বাঙালি প্রতিটা জীবন সংগ্রামে অংশগ্রহণ কৃত নারীদের এই পুরুস্কারের যোগ্যতা রাখে ...

আলফ্রেড নোবেল এর স্মরনে এই নোবেল পুরুস্কার টাও এই বার দুর্নীতির শিকারে পতিত হল ।।

রাজনীতির কালো চক্কর থেকে বিশ্বের মানুষ আর বের হয়ে আসতে পারল না ।।

জানি আমার কথার কোন মূল্য নেই , কেউ শুনবে না আমার কথা তবু বিবেক কে জাগ্রত করে মন থেকে দাবি করবো মালালার নোবেল প্রত্যাহার করে নেওয়া হোক । ।। । । ।

আর মালালা কে বলব নোবেল গ্রহণ করার আগে অন্তত আপনার বিবেক কে জিজ্ঞাসা করবেন সত্যি ই কি আপনি শান্তির জন্য লড়েছেন , না নিজের রাজনীতির স্বার্থহাসিলের উদ্দেশে এক অভিনব অভিনয়ে অংশগ্রহণ করেছেন ।

আমরা সারা বিশ্ব মালালা আপনাকে সম্মান জানাতাম যদি নিজের স্বার্থ ত্যাগ করে যদি মাদার তেরেসার মত এক ময়সি নারী হিসেবে নিজেকে যদি তুলে ধরতেন ।।

আজ হয়তো নোবেল কমিটির কাছে আপনি পুরুস্কৃত, কিন্তু সাঁরা বিশ্বকে আপনি আপনার প্রতি চরম ঘৃণার জন্ম দিলেন ...

ইতিহাস থেকে শিক্ষা নেন যারা সত্যিকার ভাবে শান্তির জন্য কাজ করে গিয়েছেন তাদের জীবন আদর্শ থেকে ...

সানি লিয়ন ও সবার কাছে পরিচিত শুধু তাঁর কুকর্ম দিয়ে, হয়তো সানি লিয়ন ও অনেক সম্মাননা পেয়েছে, আপনি অন্তত আপনার ছলনাময় অভিনয় আর বিশ্বের সাথে ধোঁকাবাজি করে সম্মাননার আশা করবেন না ।

১৯০১ থেকে শুরু হয়ে আসা নোবেল পুরুস্কার ২০১৪ সালে এসে শুধু মাত্র আপনার জন্য কলঙ্কিত হল ।।

১৮৯৬ সালে প্রয়াত আলফ্রেড নোবেল , ক্ষমা করবেন আপনার রেখে যাওয়া হিসাব মেলাতে পারলাম না, পাকিস্তানি মালালার কুচক্র থেকে ...

ফেইসবুক স্ট্যাটাস থেকে নেওয়া ......

বিষয়: আন্তর্জাতিক

১৪৩৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273483
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৯
ইবনে আহমাদ লিখেছেন : এই পুরস্কার দেয়া হয় যে কারনটির জন্য - মালালা নামক এই ১৭ বছর বয়সি মেয়ের কাজে তারা সেটা পেযেছে। আগামীতে তাকে তরুপের তাস হিসাবে ব্যবহার করবে।
273490
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০৯
আমি মুসাফির লিখেছেন : যারা নোবেল কমিটিতে আছে তারা যেমন বিতর্কিত তেমনি বিতর্কিত বিষয়েই সাধারণত নোবেল পুরুস্কার দেয়া হচ্ছে। এখন আর আগের মত ন্ই নোবেল কমিটি।
ধন্যবাদ।
273503
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৬
ফেরারী মন লিখেছেন : তাকে কেন দেওয়া হয়েছে সেটা আমার স্থুল বুদ্ধির মাথায় খেলবে নারে ভাই।
273605
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
273661
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৩

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File