জীবনের ভুল

লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ০১ আগস্ট, ২০১৪, ০৬:৪৩:৪৯ সন্ধ্যা



আকাশ যত দূরে হোক ,

কখনও দৃষ্টির আরাল হয়না ।

হৃদয় যত কাছে হোক ,

তাকে ছোঁয়া যায় না ।

ভালোবাসার মানুষ যত নিস্তুর হোক ,

তাকে ভুলা যায় না ।

জমেছে কষ্টের কালো মেঘ

আমার গগনে ,

নেমে এলো আধার ,

আলো ভরা ভুবনে ,

হারাল সব সুখ ,

কষ্টের আগমনে ।

এ জীবন আজ এলোমেলো

শুধু একটা ভুলের কারণে ।

বিষয়: বিবিধ

১৮০৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249936
০১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৬
ভিশু লিখেছেন : হুম, ভুল দিয়ে কেনা কষ্ট ফেরত দেয়া যায় না... Broken Heart
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৫২
194291
মেহেদী জামান লিজন লিখেছেন : ঠিক বলেছেন , ধন্যবাদ
249942
০১ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
আফরা লিখেছেন : শিখছ কোথায় ঠেকেছি যেথায় । ভুলকে বুঝতে পেরেছেন এখন জীবনকে সুন্দর করে গুছিয়ে নেন ।
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৫২
194290
মেহেদী জামান লিজন লিখেছেন : অনেক কিছু চাইলেও তা আর হয় না
249950
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:০৯
বাজলবী লিখেছেন : ভুলের মাশুল দিয়ে
যান অাবার ফিরে।
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৫১
194289
মেহেদী জামান লিজন লিখেছেন : চেষ্টা করছি দেখি কি হয়
249962
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৩২
সন্ধাতারা লিখেছেন : Human being learns from mistake so keeps away your pain and tried to move on for good. Best wishes.
০১ আগস্ট ২০১৪ রাত ০৯:৫১
194288
মেহেদী জামান লিজন লিখেছেন : Thank u very much
249976
০১ আগস্ট ২০১৪ রাত ১০:১৩
আহ জীবন লিখেছেন : ড্যাম কেয়ার হতে পারবেন। দুঃখ তো ভুলতে পারবেনই। আশা করি পাথরও হতে পারবেন। কিন্তু সময় লাগবে।


কিন্তু কখনই এটা করবেন না। কষ্ট লালন করুন। মন নরম থাকবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File