জীবন ভাবনা

লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ২৬ জুলাই, ২০১৪, ০৭:৪০:৩৯ সন্ধ্যা



জীবনের আশা , জীবনের কিছু ভালোবাসা।

মাঝে মাঝে খুব বিরক্ত লাগে ।

মনে হয় আর কিছু আশা করব না,

আর কাও কে ভালবাসব না ।

কিন্তু টা যেন হয়ে উঠে না ।

কেন যে এমনটা হয় কিছু বুজতে পারি না ।

মাঝে মাঝে খুব কান্না পায় ,

বুক ফেটে কান্নাও আসে ।

কেন এমন হয় ?

ছোট এই জীবনে এত কষ্ট , এত কান্না কেন আসে ?

মাঝে মাঝে এই সব যেন আমার মন কে বিষিয়ে তুলে।

আমি চাই না এত কষ্ট ।

আমি চাই না অভিশাপরুপি জ্বলন্ত ভালোবাসা।

আমি চাই আমার সুখ ,

আমি চাই আমার ভালোবাসা।

যেই ভালোবাসায় থাকবে না কোন কষ্ট,

না থাকবে কোন কান্না ।

বিষয়: বিবিধ

১৬০২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248473
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
দিশারি লিখেছেন : ভালো লাগলো
২৬ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
192945
মেহেদী জামান লিজন লিখেছেন : dhonnobad aponake Happy Happy Happy
248482
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:০২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:০৬
192949
মেহেদী জামান লিজন লিখেছেন : ধন্যবাদHappy
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:০৬
192950
মেহেদী জামান লিজন লিখেছেন : ধন্যবাদHappy
248487
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:০৯
বাজলবী লিখেছেন : Rose
248488
২৬ জুলাই ২০১৪ রাত ০৮:০৯
বাজলবী লিখেছেন : Rose
250002
০২ আগস্ট ২০১৪ রাত ০১:০৫
বাজলবী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।
251269
০৫ আগস্ট ২০১৪ রাত ১০:০৩
মেহেদী জামান লিজন লিখেছেন : অনেক ধন্যবাদ সবাইকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File