মিষ্টি ভালোবাসা
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১১ জুলাই, ২০১৪, ০৯:১৫:৫৩ সকাল
সকাল ভালো লাগে না ,
দুপুর ভালো লাগে না ,
সন্ধ্যা ভালো লাগে না ,
রাত ভালো লাগে না ,
তোমায় ছাড়া .....................।
তুমি আছো , তুমি নেই ।
হৃদয়ের গহীনে ।
নিরিবিলি নিরালায় আছি আমি ,
তোমার অপেক্ষায় ।
একটু একটু ভালোবাসা ,
যেন মনে হয় সুখেরই আশা ।
তুমি আছো ,তুমি নেই ,
স্বপ্নের বিভোরে ।
প্রানলতা আর প্রাঞ্ছলতা ,
এ যেন তোমারি ভালোবাসা ।
ভালোবাসা , ভালোবাসা
এ যেন হৃদয়ের উষ্ণতা ।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন