প্রেরণা

লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ০৬ জুন, ২০১৪, ০৮:০৯:১৩ সকাল



মানুষের জীবন কারো জন্য থেমে থাকে না , জীবনটা প্রত্যেক মুহূর্তে সুন্দর করা যায় , তার জন্য দরকার হয় তীব্র মনোশক্তি , চেতনা ও বেঁচে থাকার প্রেরণা ।

কষ্ট বলতে কিছু নেই , আমরা কষ্ট বলতে যা বুজি , যা অনুভব করি তা নিছক একটি মরীচিকা । এই মরীচিকা কে দূরে ঠেলে দেয়ার নামই জীবন ।

এই জীবনের প্রতিটা মুহূর্ত হল অনাবিল আনন্দ , অনাবিল সুখ । কিন্তু সেটা অর্জন করতে হয় ।

কিন্তু আমরা মিছেমিছি এই বহুল কাঙ্খিত সুখকে দুঃখে পরিণত করি ।

জীবনকে সাজানোর সবচেয়ে বড় শক্তি হল শপথ গ্রহণ করা , জীবনে এক ফোঁটা কষ্ট না পাবার তীব্র আকাঙ্খা নিজের মাঝে সঞ্চার করা ।

আমি কি বলছি জানি না , আমার এই কথাটা কতটুকু সত্যি সেটাও জানি না ।

কিন্তু এই কথার প্রমাণ মিলেছে আমার নিজের মধ্যে , আমি আমার জীবনের সকল কষ্ট , বেদনা , অস্বস্তি দূর করতে পেরেছি । আমি আমার জীবনের চরম স্বাদ , অনাবিল সুখ অর্জন করতে পেরেছি ।

এখন আমি প্রতি মুহূর্তে নিজে সুখী ভাবি । নিজের উপর আজ অনেকটা আত্নবিশ্বাস জম্মেয়েছি ।

আর সেই যোগ্যতা অর্জন করতে পেরেছি শুধু মাত্র নিজেকে ভালোবেসে , চারপাশের সবকে আপন করে ।

বিষয়: বিবিধ

১১৯৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231300
০৬ জুন ২০১৪ সকাল ১১:০৭
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলো
০৬ জুন ২০১৪ সকাল ১১:৫৫
178120
শিশির ভেজা ভোর লিখেছেন : আপনি একজন মহিলা। স্বামী সংসার সন্তানাদিও আছে। এত কিছুর পরও একজন মহিলা হিসেবে ব্লগে এত সময় পান কিভাবে? সব পোষ্টেই দেখি আপনার মন্তব্য এবং এই সপ্তাহে সেরা মন্তব্যকারীও হয়েছেন। এটা কিভাবে সম্ভব? আপনি কি অনন্ত জলিলের কাছ থেকে কোনো দীক্ষা নিয়েছেন? Big Grin Big Grin
231312
০৬ জুন ২০১৪ সকাল ১১:৪২
আহ জীবন লিখেছেন : আপনার ভাবনাটা সবাই ভাবে। কেউ কম কেউ বেশি। কারো ভাবনার গাথুনি শক্ত কারো নরম। সাফল্য টা হচ্ছে উপলব্দির হিসেব নিকেসে।
উপলব্ধি তে যদি নাই আসে সুখ দুঃখ বুজবে কিসে। উপলব্ধির জন্য অনুভবের শক্তি লাগে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File