সময়ের কিছু কথা
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ০৪ জুন, ২০১৪, ০৯:৪৮:৪২ সকাল
কীভাবে যে শুরু করবো ভেবে পাচ্ছি না , যখন লিখতে বসছি , তখন কিছু লিখব , লেখার তিক্ষতায় হয়ত মনের ভিতরে থাকা নতুন কিছু মেলে ধরব ।
যেহেতু এই লেখাটির সূচনা লগ্নে শিরোনাম দিয়েছি
“সময়ের কিছু কথা”
সেহেতু আমি ও বলব সময়ের কিছু কথা , শুরু করার আগে বলে নেয়া ভালো যে আমার এই লেখাটা কোন রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ নয় । শুধু মাত্র চলমান সময়ে আমার মাঝে ঘটে যাওয়া কিছু অসঙ্গতি ।
তো বর্তমানে আমাদের দেশে চলছে হিংসা প্রতিহিংসার রাজনৈতিকখেলা , আমরা কেউ কাউকে ছাড় দিতে পাচ্ছি না । যার ফলে প্রতিদিন ঝরছে কিছু তাজা প্রাণ , অনেকে জামাত শিবির কে ধ্বংস পটভুমি বলে আখ্যায়িত করে , কিন্তু আমি এটা মানি না । তাই বলে আমি শিবিরের সমথক নয় । কেননা আজ এই হত্যা কাণ্ডের জন্য আমি নিজেই দায়ী ।
আমি এই জন্য দায়ী, আমি আজ একজন স্বাধীন নাগরিক হয়েও বেঁচে আছি পরাধীন হয়ে । অন্যের উপর নির্ভরশীল হয়ে।
কি দরকার আছে এই ভাবে বেঁচে থাকার ? আজ আমি নিজেকে বলি করছি অন্যের হাতের অস্র , গোলা বারুদ হিসেবে ।
কেন আমার নিজের মাঝে যে ধার আছে , যে প্রতিভা , যে শক্তি আছে তা নিয়ে আমি এগিয়ে যেতে পারি না ।
আ.লীগ , বি.এন.পি , জামাত শিবির , জাপা কারো শত্রু আমি না । কিন্তু আমি যদি রাজনৈতিক কোন দলের কর্মী হই , তবে কেন বিপরীত দলের বুলেটের ভয়ে আমার নিজেকে সামাল দিয়ে চলতে হয় ?? কেন আমায় হতে হয় অন্যর শত্রু । কেনই বা আমি আমার বিপরীত দলের প্রতি জম্মাই হিংস মানসিকতা ?
নিজেকে কি পাল্টানো যায় না ???
আমাদের আজ এই করুন অবস্থার জন্য কে দায়বদ্ধ থাকবে ?? আমাদের অজানা কথা গুলো কে আমাদের জানাবে ? কে নিয়ে যাবে আমাদের বিজয়ের সাফল্য অভিলাষে ???
নির্দলীয় সরকার এর মাধ্যমে সুষ্ঠ নির্বাচনের জন্য সুদৃঢ় অবস্থানে বি এন পি , যার জন্য চলছে দেশ জোরে তীব্র আন্দোলন , তাই দশম জাতীয় সংসদ নির্বাচনের ছিল না শহীদ জিয়ার আদশে এই দলটি ।
বাংলাদেশের সন্ত্রাস জগতের ত্রাস জামাত শিবির , যার কারণে বাদ পড়েছে নিবাচন কার্যক্রম তথা স্বাধীন দেশে হারাচ্ছে প্রকাশ্য শিবির পরিচয়ে জীবন ধারণ ।
এখানে আমার একটা প্রশ্ন রয়েই গেল স্বাধীনতার ৪০ বছর পর কেন এরা শনাক্ত হল ?? এরা যদি এতই জগণ্য হবে , তো ৪০ বছর আগে এরা শনাক্ত হল না কেন ??? আবার বলছি আমি কোন শিবির কর্মী না .........।
জাপা সে এক মহা নাটকীয়তা , জাপা প্রধান কে আমি কখনও কোন দুষ দিব না , কেননা তিনি এক জন অভিনেতা , আর এই অভিনেতার অভিনয়ের পরিচালক হচ্ছি আমরা , আমাদের রাজনৈতিক ভ্রম জাল ।
অনন্যা রাজনৈ্তিক দল , তারা হল কোন গাড়ির নিচে বলিষ্ঠ চাকা । গাড়ি চালাতে চাকা লাগবেই । তো সেই বিষয়ে আর আলোকপাত করবো না ।
এই বার আ.লীগ , কি বলব আমি বঙ্গবন্ধুর আদশে আদশিত । কিন্তু বর্তমানে এই দলটিতে নেই সেই মনোভাব । কোন রাজনৈ্তিক সংলাপ ছাড়া তারা হাটি হাটি পা করে ৫ ই জানুয়ারীর নির্বাচনে সরকার ঘটন করেছেন । কিন্তু দেশের অস্তিরতা কি কমাতে পেরেছেন , আসতে পেড়েছেন কোন সমতায় , জাতিকে কি দেখাতে পেরেছেন শান্তির পয়গাম ???
আজ অসহায় আমরা , আজ আমরা স্বাধীনতার ৪৪ বছর পরেও পরাধীন । আজ আমাদের দীঘ শ্বাস ছাড়া আর কিছুই নেই । আজ আপনাদের হিন্ন মানসিকতার জন্য আমরা হারাচ্ছি সত্যিকারের দেশ প্রেমিক ।
জানি আমার এই লেখার কোন মূল্যই নেই আপনাদের কাছে , আমি আজ কোন সমাধান দিতেও বসে নি । কেননা রাজাকে রাজার সিংহাসনেই মানাই । আজ রাজা আপনারা , তাই সমাধান আপনাদের কাছে ।
হয়তবা আপনারা আমাকে তথা আমার মত এই মননশীল চিন্তাকারীদের কে একটি সোনার বাংলাদেশ দিবেন , নয়তবা গুলি করে আমাদের হত্যা করবেন । কেননা আমরা খুন হতে চাই , তাহলে দেখবনা আর লাশের মিছিল। দাহ হব না আর প্রতিহিংসার আগুনে ।
আমরা চাই মুক্তি । আজ এসেছে সময়ের দাবি , সময়ের মুক্তি । আর না এই বার ফিরে পেতে চাই আমাদের স্বাধীনতা , আমাদের লাল সবুজের জম্মভুমি ।
যেন আমরা বেঁচে থাকতে পারি সদ্য নিষ্পাপ নবজাতকের ন্যায় ।
ধন্যবাদ সবাইকে............
মেহেদী জামান লিজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
ত্রিশাল, ময়মনসিংহ ।
বিষয়: সাহিত্য
১৪২৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুশের ওই কথাটাই বলি "হয় আপনি আমার পক্ষের, না হয় শয়তানের অক্ষ শক্তি"। রাজনীতির এটাও একটা নীতি।
"নিজেকে কি পাল্টানো যায় না ??? "----
আমি আজ ভাল হয়ে গেলে আপনি যে আমাকে সত্যিকারেই ক্ষমা করে দিবেন এই বিশ্বাস টাকে আমার ভিতর বিশ্বাস করে নিতে বিশ্বাস হয় না।
শান্তি আর বিশ্বাস ফিরে আসবে ক্ষমতার সম বণ্টনে। বাংলাদেশে এটা আর এখন সম্ভব নয়।
এই ভাবেই অজানা প্রশ্নে কি আমরা ঘুরপাক খাব ?
এখানেও ছোট্ট একটি বিষয় আছে। যদি আপনি দেশ ও দশকে সত্যিকারের ভালবাসেন।
উপকার পেতে নয় উপকার করতে ভাল বাসেন।
লোভ ছাড়তে হবে।
মন্তব্য করতে লগইন করুন