অনলাইন বিশ্বে আমার পথ পরিক্রমা
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১৪ মে, ২০১৪, ০৬:৫১:৪২ সকাল
আমার জীবনে অনেক অভিজ্ঞতার দৃশ্যপট রয়েছে।২০১০ সালে আমার জীবনের এই রকম একটা অভিজ্ঞতা হয়েছে। যার ফলাফল আমার জীবনে প্রভাব বিস্তার করে অনেক নতুনত্ব তৈরি করে। আজ থেকে চার বছর আগে আমি যুক্ত হই অনলাইনে। আর অনলাইনে যুক্ত হবার পর আমি নিজেকে সাজাতে পেরেছি বহিঃবিশ্বের সাথে। হতে পেরেছি একজন সতেচন নাগরিক। ইন্টারনেট এর মাধ্যমে নিজেকে জানাতে পারছি সবার মাঝে। জানতে পারছি নতুন কিছু , যা আমার জীবনকে করে তুলেছে গতিময়। ইন্টারনেট এর পরিচ্ছন্ন ব্যবহার আমার ভবিষ্যৎ কে করতে পারে আলোকিত।
আমার সারাদিনের ভালো একটা সময় অনলাইনে কাটে, পাঠ্যপুস্তক শিক্ষা ছাড়াও জানতে পারি নানা কিছু, আর যার দাবিদার রাখে শুধু মাত্র অনলাইন।
তথ্য প্রযুক্তির এই যুগে অনলাইন আমাকে গড়ে তুলেছে গতিশীল, আমি আমার নিজের মাঝে আনতে পেরেছি সৃজনশীলতা। যখন কোন তথ্য সরবরাহ , কোন তথ্য আদান প্রধানের প্রয়োজন হয় তখন তা মুহূর্তের মাঝে পেয়ে যেতে পারি অনলাইনে।
বর্তমান অবস্থায় প্রযুক্তি শিক্ষায় যেখানে সকলে অগ্রসর তখন আমি কিংবা আমার সোনার বাংলাদেশ পিছিয়ে থাকবে কেন ? তাই অনলাইন ও তথ্য প্রযুক্তির বিদ্যায় আমি আমার দেশকে বহিঃবিশ্বে উপস্থাপনের দায়িত্ব নিয়েছি। দেশ ও জাতিকে জানাতে চাই আমার দক্ষতা।
এই ধারাবাহিক রক্ষায় আমি জড়িত হয়েছি সাংবাদিকতায়,সেখানে সবার আগে সত্য ঘটনা পৌছে দিচ্ছি সবার মাঝে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোকে করে তুলছি গতিময়।
সবাইকে যতটা পারছি সাহায্য করছি। মনের ভাব এবং আমার ভিতরে সুপ্ত কথা গুলো মেলে ধরতে পারছি অনলাইনের মুক্ত মঞ্চে।
তাই সর্বপুরি বলতে পারি অনলাইনে প্রবেশ আমার জীবনে এক অন্য রকম অভিজ্ঞতা। যার মাধ্যমে আমি আমার অনেক কিছুই পরিবর্তন করতে পেরেছি।
আমি চাই আমার এই নতুনত্ব জানার আগ্রহ এবং অনলাইনের কার্যকলাপ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
There are many experiences in my life in the scene. 2010 has an experience like this in my life. Innovation which results in a lot of influence in my life. Four years ago I joined online. After adding the Active I have been able to sort myself with International. Through the internet I can tell myself among. I can learn something new, which has made my life flows. Who can I use to clean and brighten the future of the Internet.
Good day, I spend my time online, some of the textbooks in education can learn from, and which keeps demanding just online.
In this era of information technology, has developed a dynamic online me, I have been able to bring in my own creativity. When no information provided, no information exchanges between the moment when the head is needed can be found online.
The current state of technology in education, where they will move ahead of Bangladesh's why I nor my gold? Online science and information technology, so I have the responsibility to represent my country abroad. I would like to know the country and people skills.
I've been involved in journalism in protecting this series, I'm among the first to reach the truth. Social media by allowing dynamic setting.
I'm not much help to everyone. And talk about romanticism hidden inside, not to catch the match online free on stage.
So I can say after all enter online at one of the other experiences in my life. Through which I have been able to change many things.
I want to learn about this innovation and online activities will continue in the future.
বিষয়: রাজনীতি
১১৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন