একটি জীবনের ছোট গল্প
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ২১ এপ্রিল, ২০১৪, ০২:৫৮:১৫ রাত
একটা ছেলের দুই জন প্রিয় এবং ভালোবাসার মানুষ ছিল , কিন্তু বাহ্যিক বিবেচনায় দুই জনকে দেখতে একি রকম দেখা যেত ।
যাই হোক , এক জন তার জীবন সঙ্গিনী , যাকে সে অনেক ভালোবাসতো , আর এক জন হল তার জীবনের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড , যাকে ওই ছেলেটি সবচেয়ে বেশি বিশ্বাস করত , আর জীবনের সব থেকে বেশি ভালবাসা টা তার বেস্ট ফ্রেন্ড এর প্রতিই ছিল । অনেক দিন আগেই ছেলেটির জীবন সঙ্গিনী মারা গিয়েছিল , কিন্তু ছেলেটি তার জীবন সঙ্গিনীর লাশ টি কবর দেয়নি , অজানা এক ভালোবাসার ফলশ্রতিতে ছেলে টি তার জীবন সঙ্গিনীর লাশটা মমি করে রেখে দিয়েছিল । আর এক মাত্র সান্ত্বনা ছিল তার জীবনের সব চেয়ে কাছের বেষ্ট ফ্রেন্ড টি বেঁচে আছে , জীবনের সকল কথা সে তার বেষ্ট ফ্রেন্ড কে বলতে পারবে । আর সারা জীবন বেষ্ট ফ্রেন্ড এর ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে , বেষ্ট ফ্রেন্ড কে ভালবাসবে অনন্ত কাল , তাকে নিয়ে যাবে সীমান্তের দূর পাল্লায় । কিন্তু অন্তত কষ্টের হলেও সত্যি যে গত কাল ছেলেটির বেষ্ট ফ্রেন্ড ও মারা যায় । আর ছেলেটি সারা রাত জীবনের অন্তরালে এক খোলা মাঠে কনকনে শীতের রাতে শিশির আর চোখের জলে বুক ভাসিয়ে তার জীবন সঙ্গিনী আর বেষ্ট ফ্রেন্ড এর লাশ এক সাথে দাফন করে কবর দিয়ে এসেছে । আর ছেলেটি এখন তার ভুবনে অজানা এক পৃথিবি তে বেঁচে থাকার জোর চেস্টা করছে , জানিনা ছেলেটা আর কত দিন টিকে থাকতে পারবে , না এই অসহায় পৃথিবিও তাকে ঠাই দিবে নাকি সেটাই লক্ষণীয় ।
মানুষের জীবনের ভালোবাসা এই রকম দুর্লভ হয় কেন ? সেটা আজ আমার কাছে সব চেয়ে অজানা
বিষয়: বিবিধ
২৯২৭ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন