একটি জীবনের ছোট গল্প

লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ২১ এপ্রিল, ২০১৪, ০২:৫৮:১৫ রাত



একটা ছেলের দুই জন প্রিয় এবং ভালোবাসার মানুষ ছিল , কিন্তু বাহ্যিক বিবেচনায় দুই জনকে দেখতে একি রকম দেখা যেত ।

যাই হোক , এক জন তার জীবন সঙ্গিনী , যাকে সে অনেক ভালোবাসতো , আর এক জন হল তার জীবনের সবচেয়ে বেস্ট ফ্রেন্ড , যাকে ওই ছেলেটি সবচেয়ে বেশি বিশ্বাস করত , আর জীবনের সব থেকে বেশি ভালবাসা টা তার বেস্ট ফ্রেন্ড এর প্রতিই ছিল । অনেক দিন আগেই ছেলেটির জীবন সঙ্গিনী মারা গিয়েছিল , কিন্তু ছেলেটি তার জীবন সঙ্গিনীর লাশ টি কবর দেয়নি , অজানা এক ভালোবাসার ফলশ্রতিতে ছেলে টি তার জীবন সঙ্গিনীর লাশটা মমি করে রেখে দিয়েছিল । আর এক মাত্র সান্ত্বনা ছিল তার জীবনের সব চেয়ে কাছের বেষ্ট ফ্রেন্ড টি বেঁচে আছে , জীবনের সকল কথা সে তার বেষ্ট ফ্রেন্ড কে বলতে পারবে । আর সারা জীবন বেষ্ট ফ্রেন্ড এর ভালোবাসা নিয়ে বেঁচে থাকবে , বেষ্ট ফ্রেন্ড কে ভালবাসবে অনন্ত কাল , তাকে নিয়ে যাবে সীমান্তের দূর পাল্লায় । কিন্তু অন্তত কষ্টের হলেও সত্যি যে গত কাল ছেলেটির বেষ্ট ফ্রেন্ড ও মারা যায় । আর ছেলেটি সারা রাত জীবনের অন্তরালে এক খোলা মাঠে কনকনে শীতের রাতে শিশির আর চোখের জলে বুক ভাসিয়ে তার জীবন সঙ্গিনী আর বেষ্ট ফ্রেন্ড এর লাশ এক সাথে দাফন করে কবর দিয়ে এসেছে । আর ছেলেটি এখন তার ভুবনে অজানা এক পৃথিবি তে বেঁচে থাকার জোর চেস্টা করছে , জানিনা ছেলেটা আর কত দিন টিকে থাকতে পারবে , না এই অসহায় পৃথিবিও তাকে ঠাই দিবে নাকি সেটাই লক্ষণীয় ।

মানুষের জীবনের ভালোবাসা এই রকম দুর্লভ হয় কেন ? সেটা আজ আমার কাছে সব চেয়ে অজানা

বিষয়: বিবিধ

২৯২৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211005
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৬:১৫
চেয়ারম্যান লিখেছেন : আহারে। এটাই জীবন। কেউ স্থায়ী নয়
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:১২
159417
মেহেদী জামান লিজন লিখেছেন : কিন্তু সব এই ভাবেই মুহূর্তের মাঝেই শেষ হয়ে যাবে
211010
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৩৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Frustrated Sad Broken Heart Broken Heart Frustrated Sad প্রিয় মানুষগুলোকে হারানোটা মেনেনিতে খুব কষ্ট হয়। কিন্ত না নিয়েও কোন উপায়নেই, যেহেতু এটাই বাস্তবতা, দুনিয়াটাই এরকম At Wits' End At Wits' End Crying Crying চেষ্টা করুন স্বভাবিক জীবনে ফিরে আসার জন্য। ধৈর্য্য ধরুন, স্বরণ করুন দুনিয়ায় কেউ স্থায়ী হয়না।
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৫৮
159427
মেহেদী জামান লিজন লিখেছেন : নিজেকে আর কত সামলিয়ে চলব , আর চোখের জল ধরে রাখতে পারি না ... জীবন কেন এমন হয় ??? Broken Heart
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:১৯
159444
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আর চোখের জল ধরে রাখতে পারি না ... জীবন কেন এমন হয়? Loser Loser Crying Crying Crying Crying Crying
211031
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০১
egypt12 লিখেছেন : ভালোবাসার কাম্য মাত্রা থাকা উচিত নয়তো কোন ভুল সিদ্ধান্তে পরকাল হুমকিতে পড়তে পারে
২১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২০
159445
মেহেদী জামান লিজন লিখেছেন : হয়তো সেই ভুলের খেসারত দিচ্ছি এখনই
211424
২১ এপ্রিল ২০১৪ রাত ১০:১১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : কষ্ট লাগলো পড়ে। Sad Sad এমন কেন হয় বলো
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:১৭
160757
মেহেদী জামান লিজন লিখেছেন : ATAI HOYTO BASTOB
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:১৭
160758
মেহেদী জামান লিজন লিখেছেন : ATAI HOYTO BASTOB
২৪ এপ্রিল ২০১৪ সকাল ০৭:১৭
160759
মেহেদী জামান লিজন লিখেছেন : ATAI HOYTO BASTOB

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File