অতৃপ্ত ভালোবাসা

লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১৮ এপ্রিল, ২০১৪, ১১:০৭:৫৪ রাত



জানি ভুলে যাবে , জানি আমায় ভালবাসবেনা ।

কিন্তু এত দ্রুত ? কি পাবে পারলে আমার সাথে অভিনয় করতে।

আমি জানতাম তুমি আমায় ভালোবাসো ।

কিন্তু আমি জানতাম না যে , আমার জানাটা ছিল জীবনের সবচেয়ে নিছক অজানা।

তুমি আজ নেই , হয়তোবা ভুলে গেছো । কিন্তু আমার মাঝে তুমি আছো শুধু তোমার স্মৃতি হয়ে ।

আমি ও তোমাকে আর চাই না শুধু তোমার সুখের জন্য । কারণ তুমি চেয়েছ আমায় ছেড়ে সুখী হতে , আমিও চাই তুমি তোমার জীবন টা সাজাও স্বপ্নের রঙে ।

আমি আর তোমার আশায় থাকবো না , যতটা পারি নিজেকে সামলিয়ে নেব ।

শুধু তোমার মুখের দিকে চেয়ে , আমি আর তোমার জীবনের বাধা হয়ে থাকতে চাই না । আমি আমার জীবন টা শুধু তোমার জন্য দান করলাম । আমি আমার জীবন কে দাহ করলাম তোমার নিলিমায় ।

আমি আজ আর কিছু চাইব না , শুধু চাইব তোমাকে ভুলে থাকতে ।

জানি এই চাওয়া টা আমার জন্য অনেক কষ্টের , তবু বলব আমার পারতে হবে , শুধু তোমার সুখের জন্য ।

জানি আজ আমার এই মনের কথা তোমার দিগন্তে মূল্যহীন । তার পরেও বললাম নিজের বেঁচে থাকার তাগিদে ।

আজ তোমাকে হারিয়ে আমি যত টুকু কষ্টের ললনায় আছি , একদিন তুমি ও বুজতে পারবে প্রিয়জন হারানোর জ্বালা ।

কিন্তু সেইদিন থাকবে না করার কিছু । এটাই হবে সেই দিনের অতৃপ্ত ভালোবাসা ।

বিষয়: বিবিধ

১৭৩৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

209751
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:১৬
অজানা পথিক লিখেছেন : ভালোবাসা কি অতৃপ্তই হয়?
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:২০
158219
মেহেদী জামান লিজন লিখেছেন : জানি না ভালোবাসা কেমন হয় , তবে কিছু কিছু ভালোবাসা অনেককে তৃপ্ত করতে পারে না । Broken Heart Broken Heart Broken Heart
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৫
158350
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : বিয়ে বহির্ভুত ভালোবাসা এরমই হয় Frustrated
209755
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:১৯
মেহেদী জামান লিজন লিখেছেন : জানি না ভালোবাসা কেমন হয় , তবে কিছু কিছু ভালোবাসা অনেককে তৃপ্ত করতে পারে না ।
209779
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৩৯
শিশির ভেজা ভোর লিখেছেন : আজ তোমাকে হারিয়ে আমি যত টুকু কষ্টের ললনায় আছি , একদিন তুমি ও বুজতে পারবে প্রিয়জন হারানোর জ্বালা । Broken Heart Broken Heart Broken Heart Broken Heart
১৮ এপ্রিল ২০১৪ রাত ১১:৪৭
158226
মেহেদী জামান লিজন লিখেছেন : এটা অভিশাপ না , এটাই বাস্তব ও চিরন্তন সত্য , <:-P Winking) Love Struck Crying Clown
209800
১৯ এপ্রিল ২০১৪ রাত ১২:২৩
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো পিলাচ
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৫০
158318
মেহেদী জামান লিজন লিখেছেন : ধন্যবাদ আপনাদের ভালো লাগা আরও কিছু লেখা নিয়ে সামনে যেন এগিয়ে যেতে পারি সেই দোয়া করবেন । । ।
Happy Happy Happy
209841
১৯ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৬
আহাম্মেদ খালিদ লিখেছেন : Sundor hosse, chaliya jau...Happy
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৫:৪৯
158315
মেহেদী জামান লিজন লিখেছেন : ধন্যবাদ প্রিয় খালিদ ভাই ... ...... Happy Happy Happy
209864
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এসব ছ্যাঁক ছ্যাঁক কথাবার্তা আর কত শুনতে হপে? সেতো এখন সুখেই আছে, হয়তো অন্যকেউকে বিয়ে করেফেলছে I Don't Want To See I Don't Want To See আপনি কেন এরম কর্তেছেন? Winking Sad Crying Crying
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৭:১৫
158351
মেহেদী জামান লিজন লিখেছেন : মন টারে বুজাইবার পারি না , হয়তো খুব বেশি ভালবাসতাম , এখনও হয়তো বাসি । । ।Broken Heart Broken Heart Broken Heart
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৫
158369
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সেকি আরেকটা বিয়ে করেফেলছে? যদি হয়, তাহলে নিজের মনকে বলবেন "এটাই আমার অপরাধ ছিলো, বিয়ে ঠিক না করে ভালোবেসেছি। আর কখনও এমন করবো না। আগে বিয়ে ঠিক করে 'আক্বদ' করে ফেলবো,তারপর মন ভরে প্রেম করবো শুধু বউ এর সাথে" Tongue Tongue সেতো তোমারই আগেরটার মতো কোথাও যাবেনা তোমাকে ছেড়ে। Happy
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৬
158375
মেহেদী জামান লিজন লিখেছেন : সকল মিলনেই কি ভালোবাসা পূর্ণ হয় , বিয়েটা তো ভালোবাসার একটা উপকরণ , আমি যাকে ভালবাসি তাকে আমি আমার মনের মিলনে জরিয়ে রাখতে চেয়েছিলাম , কিন্তু সে তো আমাকে ছেড়ে চলে গেল দূর অজানায় ।। Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter
১৯ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৩৬
158376
মেহেদী জামান লিজন লিখেছেন : সকল মিলনেই কি ভালোবাসা পূর্ণ হয় , বিয়েটা তো ভালোবাসার একটা উপকরণ , আমি যাকে ভালবাসি তাকে আমি আমার মনের মিলনে জরিয়ে রাখতে চেয়েছিলাম , কিন্তু সে তো আমাকে ছেড়ে চলে গেল দূর অজানায় ।। Yahoo! Fighter Yahoo! Fighter Yahoo! Fighter

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File