অতৃপ্ত ভালোবাসা
লিখেছেন লিখেছেন মেহেদী জামান লিজন ১৮ এপ্রিল, ২০১৪, ১১:০৭:৫৪ রাত
জানি ভুলে যাবে , জানি আমায় ভালবাসবেনা ।
কিন্তু এত দ্রুত ? কি পাবে পারলে আমার সাথে অভিনয় করতে।
আমি জানতাম তুমি আমায় ভালোবাসো ।
কিন্তু আমি জানতাম না যে , আমার জানাটা ছিল জীবনের সবচেয়ে নিছক অজানা।
তুমি আজ নেই , হয়তোবা ভুলে গেছো । কিন্তু আমার মাঝে তুমি আছো শুধু তোমার স্মৃতি হয়ে ।
আমি ও তোমাকে আর চাই না শুধু তোমার সুখের জন্য । কারণ তুমি চেয়েছ আমায় ছেড়ে সুখী হতে , আমিও চাই তুমি তোমার জীবন টা সাজাও স্বপ্নের রঙে ।
আমি আর তোমার আশায় থাকবো না , যতটা পারি নিজেকে সামলিয়ে নেব ।
শুধু তোমার মুখের দিকে চেয়ে , আমি আর তোমার জীবনের বাধা হয়ে থাকতে চাই না । আমি আমার জীবন টা শুধু তোমার জন্য দান করলাম । আমি আমার জীবন কে দাহ করলাম তোমার নিলিমায় ।
আমি আজ আর কিছু চাইব না , শুধু চাইব তোমাকে ভুলে থাকতে ।
জানি এই চাওয়া টা আমার জন্য অনেক কষ্টের , তবু বলব আমার পারতে হবে , শুধু তোমার সুখের জন্য ।
জানি আজ আমার এই মনের কথা তোমার দিগন্তে মূল্যহীন । তার পরেও বললাম নিজের বেঁচে থাকার তাগিদে ।
আজ তোমাকে হারিয়ে আমি যত টুকু কষ্টের ললনায় আছি , একদিন তুমি ও বুজতে পারবে প্রিয়জন হারানোর জ্বালা ।
কিন্তু সেইদিন থাকবে না করার কিছু । এটাই হবে সেই দিনের অতৃপ্ত ভালোবাসা ।
বিষয়: বিবিধ
১৭৩৯ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন