ছোটদের বিজ্ঞান মহাকাশ পর্ব প্রকাশিত হয়েছে
লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ০১ মে, ২০১৬, ০৬:৩৯:৫৫ সন্ধ্যা
ছোটদের বিজ্ঞান মহাকাশ পর্ব নামে আমার একটি বই প্রকাশ হয়েছে। বইটি প্রকাশ করেছে আবুল খায়র ফাউন্ডেশন। তাদেরকে অনেক ধন্যবাদ। বইটির পেছনে আমার ছোট ভাই খন্দকার মুহাম্মদ হামিদুল্লাহর অনেক মেহনত রয়েছে। তাঁকে আল্লাহ তালা যাজায়ে খায়র দান করুন।
বইটিতে চট্টগ্রাম ওমর গনি এম ই এস কলেজের প্রফেসর, মাসিক আত তাওহীদের সম্পাদক বিশিষ্ট লেখক ও গবেষক বিশিষ্ট আলেমে দীন ডঃ আঃ ফ ম খালিদ হোসেন সাহেব একটি ভূমিকা লিখে দিয়েছেন। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও প্রাণীবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহিব্বুল্লাহ সাহেব একটি অভিমত দিয়েছেন। তাদের প্রতিও আমি বিশেষভাবে কৃতজ্ঞ।
ছোটদের উপযোগী করে লেখা এই বইটিতে যে কয়টি বিষয় এসেছে তা হলো
পৃথিবী গোলাকার পৃঃ ১৭
পৃথিবী শূন্যে ভেসে আছে ২২
দিন ও রাত্রি ২৭
সময় ও ঋতুর পরিবর্তন ৩১
চাঁদ ছোট বড় কেন দেখায়? ৩৮
জোয়ার-ভাটা কেন হয়? ৪৩
চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণ ৪৮
বৃষ্টি ৫১
ভূমিকম্প ৫৫
পৃথিবীর বায়ুমণ্ডল ৫৮
আমাদের সৌরজগত ৬২
অনেক বড় আকাশ ৬৫
সূর্য ৬৮
বুধ ও শুক্রগ্রহ ৭০
মঙ্গল ও বৃহস্পতি গ্রহ ৭৭
শনি, ইউরেনাস, নেপচুন ৮১
গ্যালাক্সি ৮৫
মহাবিশ্বের বিস্ময় ব্ল্যাকহোল ৮৭
মহাবিশ্বের সৃষ্টি ৯১
উল্কা ৯৪
ধূমকেতু ৯৬
পৃথিবী ঘুরছে নাকি সূর্য ঘুরছে? ৯৮
পদার্থ ১০৫
আসমান ১০৯
প্রাচীন জ্যোতির্বিদ্যার ইতিহাস ১১২
পদার্থবিজ্ঞানে মুসলমানদের অবদান ১২০
জ্যোতির্বিজ্ঞানে মুসলমানদের অবদান ১২৮
কোরান মজিদের কয়েকটি বৈজ্ঞানিক আয়াত ১৪০
সময় একটি আপেক্ষিক বিষয় ১৪৬
সময় আপেক্ষিক হওয়ার বিষয়ে কোরান মজিদে ধারণা ১৪৯
বইটি আল মানার লাইব্রেরী, আশরাফিয়া লাইব্রেরী আন্দরকিল্লা চট্টগ্রাম, বাহার প্রকাশনী চকবাজার চট্টগ্রাম, বাহার প্রকাশনী চকবাজার চট্টগ্রাম, আশরাফিয়া লাইব্রেরি পটিয়াতে ও হাটহাজারীতে পাওয়া যাবে।
যোগাযোগঃ 01823962970, 01876704109
বিষয়: বিবিধ
১৬২৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কষ্ট করে লিখার জন্য জাযাকাল্লাহ খাইর
-মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম...
এখন যারা বইটি ছেপেছে তারা ব্যবসায়িক উদ্দেশ্যে ছাপেনি। কিছুটা বিক্রি করবে আর কিছু মানুষকে হাদিয়া হিসেবে দেবে। আসলে ব্যবসায়িক উদ্দেশ্য না থাকলে বই তেমন বেশি প্রচারও হয় না আর বিক্রিও বেশি হয় না। খুব শীগ্রই এই বইয়ের আরেকটি সংস্করণ বের করার ইচ্ছা আছে। তবে কারো সাথে এখনো কথাবার্তা বলিনি। দোয়া করবেন।
যেন সহজে করা যায়।
আপনাকে অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন