বিতর্ক সব বিষয়ে থাকবেই
লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:৩০:৫০ দুপুর
(এই লেখাটি তথাকথিত বিজ্ঞানমনস্ক লেখকদের প্রতি উতসর্গিত)
মানুষের বিবেক বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এমনকি তার ভাল-মন্দও সে সঠিকভাবে বুঝে না। ভালকে মন্দ আর মন্দকে ভাল সে মনে করে বসে। আবার একই বিষয়ে তার মতটি কিছু দিন পরেই পালটে যায়। এটাই বাস্তব।
একটি উপমা দিচ্ছি। ধরুন প্রশ্ন করা হলো, মানুষের জন্য বেশি উপকারী মাটি নাকি আগুন? এই প্রশ্নের উত্তরে যে বলবে যে, আগুন বেশি উপকারী, সে এর পক্ষে হাজারটা যুক্তি দেখাতে পারবে। সবগুলিই তার কাছে যুক্তিসঙ্গত। আবার যে বলবে মাটি বেশি উপকারী, সেও এর পক্ষে হাজারটা যুক্তি তুলে ধরতে পারবে। সবগুলিই তার কাছে যুক্তিসঙ্গত।
তাই ভাল আর মন্দের ফারাক করার জন্য মানুষের বিবেকের উপর ভরসা না করে, মানুষের সৃষ্টিকর্তার বলে দেয়া কথার উপরই বিশ্বাস রাখা উচিত। তিনিই ভাল জানেন কোনটা মানুষের জন্য উপকারী আর কোনটা ক্ষতিকর।(এই লেখাটি তথাকথিত বিজ্ঞানমনস্ক লেখকদের প্রতি উতসর্গিত)
মানুষের বিবেক বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এমনকি তার ভাল-মন্দও সে সঠিকভাবে বুঝে না। ভালকে মন্দ আর মন্দকে ভাল সে মনে করে বসে। আবার একই বিষয়ে তার মতটি কিছু দিন পরেই পালটে যায়। এটাই বাস্তব।
একটি উপমা দিচ্ছি। ধরুন প্রশ্ন করা হলো, মানুষের জন্য বেশি উপকারী মাটি নাকি আগুন? এই প্রশ্নের উত্তরে যে বলবে যে, আগুন বেশি উপকারী, সে এর পক্ষে হাজারটা যুক্তি দেখাতে পারবে। সবগুলিই তার কাছে যুক্তিসঙ্গত। আবার যে বলবে মাটি বেশি উপকারী, সেও এর পক্ষে হাজারটা যুক্তি তুলে ধরতে পারবে। সবগুলিই তার কাছে যুক্তিসঙ্গত।
তাই ভাল আর মন্দের ফারাক করার জন্য মানুষের বিবেকের উপর ভরসা না করে, মানুষের সৃষ্টিকর্তার বলে দেয়া কথার উপরই বিশ্বাস রাখা উচিত। তিনিই ভাল জানেন কোনটা মানুষের জন্য উপকারী আর কোনটা ক্ষতিকর।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন