বিজ্ঞানমনস্ক কথাবার্তা পড়ে হাসবেন না কিন্তু
লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ০৫ নভেম্বর, ২০১৫, ০১:২৪:২১ রাত
১/ চেয়ার টেবিল বানাতে হলে একজন সৃষ্টিকর্তার প্রয়োজন আছে। কিন্তু সূর্য বানাতে কোনো সৃষ্টিকর্তা লাগে না। এটা এমনি এমনি হয়ে গেছে। (হুম্ম বিজ্ঞানমনস্ক কথা)
২/ কম্পিউটার বানাতে হলে একজন সৃষ্টিকর্তার প্রয়োজন আছে। কিন্তু চাঁদ বানাতে হলে কোনো সৃষ্টিকর্তা লাগে না। এটা এমনি এমনি হয়ে গেছে। (হুম্ম বিজ্ঞানমনস্ক কথা)
৩/ কোনো লেখা দেখলেই বুঝা যায় যে এটা কেও না কেও লিখেছে। এর সৃষ্টিকর্তা লাগে। তবে এই পৃথিবীটা তৈরি হতে কোনো সৃষ্টিকর্তা লাগে না। এটা এমনি এমনি হয়ে গেছে। (হুম্ম বিজ্ঞানমনস্ক কথা)
৪/ একটা বিল্ডিং দেখে বুঝা যায় যে এটা কেও না কেও বানিয়েছে। কিন্তু আকাশের তারাগুলো বানাতে কাওকে লাগে না। এগুলো এমনি এমনি হয়ে গেছে। (হুম্ম বিজ্ঞানমনস্ক কথা)
এই পর্যন্ত পড়ে কেও কি হাসছেন?
হাসবেন না। এইসব কথা যারা বলে তাদেরকেই আমাদের মিডিয়া উপাধি দিয়েছে যে এরা বিজ্ঞানমনস্ক লেখক। বিজ্ঞান মনস্ক লেখকদের যেহেতু কোনো সৃষ্টিকর্তা নাই, তাই তাদের পাগলা টাইপের কথাবার্তাগুলোকে বিজ্ঞানমনস্ক কথা বলে তাদের সাথে মিডিয়া একটু মস্করা করতেই পারে। কারণ যেহেতু তাদের সৃষ্টিকর্তা নাই, তাই তাদেরকে বিজ্ঞানমনস্ক বলে মস্করা করা হচ্ছে নাকি বিদ্রূপ করা হচ্ছে নাকি আসলেই বলা হচ্ছে সেটা বুঝার মত ক্ষমতাও তাদের নাই। সুতরাং এইসব পাগলাটাইপের কথা যারা বলে তাদেরকে আমিও একটু ছোট্ট করে হেসে বিজ্ঞানমনস্ক বললাম। (হুম্ম এটাও কিন্তু বিজ্ঞানমনস্ক কথা)
বিষয়: বিবিধ
১১৮০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ও হ্যাঁ কেমন আছেন আপু?
মাশাল্লাহ ভাল লেগেছে...!!
মন্তব্য করতে লগইন করুন