নির্দিষ্ট স্থানে গরু নিয়ে কোরবানী করতে হলে কী কী সমস্যা হতে পারে?

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ০৭ সেপ্টেম্বর, ২০১৫, ০২:৫৩:২৮ দুপুর



নির্দিষ্ট স্থানে গরু নিয়ে গিয়ে কোরবানী করতে হবে। সরকার এরকম নিয়ম করতে যাচ্ছে। এতে কী কী সমস্যা হতে পারে?

১। কোরবানীর গোস্ত হাতে পেতে দুই তিন দিন লেগে যেতে পারে।

২/ কেও কেও গরু নেবে ঠিকই কিন্তু গোস্ত হাতে পাবে না।

৩/ মানুষ নির্দিষ্ট স্থানে গরু নিয়ে যাওয়ার সময় সোনার ছেলেরা একবার চাঁদা নেবে,আবার গোস্ত নিয়ে আসার সময় আরেকবার চাঁদা নেবে।

৪/ কিছু কিছু পুলিশ চাঁদাবাজির একটা সুযোগ পাবে।

৫/ কেও কেও গোস্ত হাতে পেলেও গরুর চামড়া সোনার ছেলেদের জন্য ফ্রীতে দিয়ে আসতে হবে।

৬/ এরকম অবস্থা দেখে মানুষ বলেই দেবে যে, আগামীতে আর কোরবানী করব না।

৭/ ঘরে কোরবানি করতে পরিবারের সবাই যে আনন্দ উপভোগ করে তা মাটি হবে।

৮/ গোস্ত বন্টন করতো আগে কোরবানীদাতা। আর এখন করবে সোনার ছেলেরা।

৯। আত্মীয়স্বজন আর গরীব-মিসকিনদেরকে গোস্ত দেয়ার সুযোগ হবে না। কারণ সেই অংশ সোনার ছেলেরা আগেই নিয়ে নেবে।

১০/ কোথাও কোথাও কোরবানীতে বিঘ্ন সৃষ্টি করার কারণে মানুষ গরুর বদলে সোনার ছেলেদেরকেই কোরবানী করে ফেলতে পারে। এর ফলে মামলা মোকাদ্দমায় জড়াতে হবে।

১১/ পরিবারের বাচ্চাদের খুশি মাটি হবে সবার আগেই।

১২/ কোরবানীর গোস্ত দিয়ে প্রথম রুটি বা ভাত খাওয়া কারো পক্ষেই সম্ভব হবে না।

১৩/ নির্দিষ্ট স্থানে যারা গরু জবেহ করার জন্য সরকারের নিযুক্ত যেসব ব্যাক্তি দা ছুরি নিয়ে প্রস্তুত থাকবে তাদেরকেও চাঁদা দিতে হবে।

১৪/ নির্দিষ্ট স্থানে গরু নেয়া আর জবেহ করে গোস্ত নিয়ে আসার যদি সুযোগ হয়ও তবে গাড়ি ভাড়া গুনতে হবে কয়েকগুণ বেশি।

১৫/ গাড়িতে কেও গোস্ত তুলতে চাইবে না। তখনও সোনার ছেলেদের একটা গ্রুপ চাঁদা নিয়ে তা বাড়িতে পৌঁছে দেয়ার দায়িত্ব নেব। তবে বাড়িতে এসে দেখবেন গোস্ত অর্ধেক হাওয়া হয়ে গেছে।

১৬/ অনেকেই কোরবানীতে হয়রানী শিকার হবে বলে কোরবানীই করবে না।

আর????

১৭/

বিষয়: বিবিধ

১৮০১ বার পঠিত, ৮৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340125
০৭ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৩৩
সুমন আহমেদ লিখেছেন : আমরা আসলে কোন দিকে যাচ্ছি?
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:০৩
281529
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : জয় বাংলা বলে আগে বাড়ো।
আগে কোন দিকে সেটাই পেশ্ন। হয়ত অধঃপতনের দিকে।
340139
০৭ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উদ্দেশ্য মানুষকে কোরবানিতে নিরুৎসাহিত করা। এটা পরিস্কার।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২৮
281611
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হ্যাঁ ঠিক বলেছেন। দাদাগোর দেশের গোপন আবদার রক্ষা করেও যদি গদি রক্ষা হয়, সেই চিন্তা থেকেই হয়ত এই সিদ্ধান্ত নিচ্ছে লীগেরা। ধন্যবাদ আপনাকে।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০৭
281921
অপি বাইদান লিখেছেন : তারপরও যত্রতত্র পশু কেটে দেশটাকে ভাগার বানিয়ে আল্লা ভাইরাসের পুজ করেই যাবেন?
340147
০৭ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
ব্লগার শঙ্খচিল লিখেছেন : আমরা শুধু নেগিটিভ ভাবি । আপনার ১৬ টা পয়েন্টের ১৪ টাতে একটা দলকে বুঝাতে চেয়েছেন বিষটা কি এত সহজ ? অনুরোধ থাকবে সরকারের এই উদ্ধেগে কি কি পজেটিভ দিক আছে সেটাও খুজে বের করুন
অন্তত ৫ টা...........
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩২
281561
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগটির নীতিগত সমর্থক!! এটি যথাযথ ব্যবস্থায় বাস্তবায়িত হলে অনেক ভালো হবে নিঃসন্দেহে!!

এজন্য শহরে প্রতি ওয়ার্ডে এবং গ্রামাঞ্চলে প্রতি দু-তিন গ্রামে বা প্রতি ঈদগাহের আওতায় একটা করে জবাইখানা স্থাপন করতে হবে!!

উন্নত বিশ্বে সবার হাতেই মোটরযান, দূরত্ব কোন ব্যাপার নয়! কিন্তু বাংলাদেশের কয়জন মানুষ সেটা পারবে???

বাস্তবে কিন্তু খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ভাই যা যা বলেছেন সেটাই চিত্রায়িত হবে!

নীতিবিবর্জিত সরকারের ব্যবস্থাপনায় ঐসব নীতিকথা ও উচ্চমার্গের কল্যানকর নাগরিক ভাবনা মূল্যহীন হয়েই থাকবে!!
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৩
281615
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভাই নেগেটিভ ভাবতে চাচ্ছি না। কিন্তু স্থান কাল পাত্র দেখে ভাবতে বাধ্য হচ্ছি। উন্নত দেশগুলোর মত পরিবেশের যদি নিশ্চয়তা দিতে পারতেন তাহলে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাতাম। কিন্তু এখন কি ঘটে তা দেখার জন্য অপেক্ষা করতে পারেন।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৫
281617
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ধন্যবাদ আবু সাইফ ভাই@
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০১:০৪
281917
অপি বাইদান লিখেছেন : আপনি বলেছেন- "উন্নত দেশগুলোর মত পরিবেশের যদি নিশ্চয়তা দিতে পারতেন তাহলে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাতাম।"

ধর্মের কোরাণ-হাদীস আক্রে ধরে এই অঞ্চলের মুমিনরা এখনো উন্নত হতে পারল না। অসভ্যই রয়ে গেল। আক্ষেপ। বর্বর ইসলাম ধর্মের ভুত মুমিনদের কাঁধ থেকে কবে নামবে?
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:০৮
281938
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অপি বাইদান@ এই তো ঠিক জায়গায় চলে এসেছেন। ধর্মকে ঠেকিয়ে রাখা হয়েছে বলেই তো এখনো নিরাপত্তা আসেনি। দেশ তো ইসলামী রাষ্ট্র নয় আবার ইসলামী মতে চললেও নাজেহাল করা হচ্ছে। তো দেশে নিরাপত্তা না থাকার কথা ঠিকই বুঝতে পারছেন। আবার ইসলাম এর দোষ পেলেন কই? ইসলামী মত যদি দেশ চলতো তারপরেও যদি নিরাপত্তা না থাকতো তাহলে আপনার মন্তব্য ঠিক ছিল। এখন দোষ তো ইসলামের না। যারা দেশ চালাচ্ছে তাদের। তার তো ইসলামী কোনো কিছুই সহ্য করতে পারছে না।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৩
282144
অপি বাইদান লিখেছেন : তাহলে ইসলাম আছে কোথায়? বাংলাদেশে ইসলাম ঠেকিয়ে রাখা হয়েছে। আরব দেশের রাজা/বাদশা/শেখ/আমির'দের মাঝে ইসলাম নেই। বিন লাদেন, আলকায়দা, তালেবান সব আনৈসলামিক। আইসিস, বোকোহারাম ইহুদী এজেন্ট। আসাদ, গাদ্দাফি, সাদ্দাম বার্থ কমিউনিষ্ট। ইরানীরা শিয়া কাফের। কুর্দ্দি, মূর্তাদী, খারেজীরা আল্লার দুশমন। বাংলাভাই, আনসার উল্লা, হুজী, হিজবুত... ভারতের দালাল।

তো, সহিহ ইসলাম শুধু হাবিবুল্লার মাঝেই আছে যিনি যত্রতত্র পশু জবাই করে দেশটাকে আস্তাকুর বানাতে চায়??
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৭
282237
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : সহীহ ইসলাম আপনি আমার মাঝে বা আর কারো মাঝে না খোঁজে কোরান হাদিস আর সাহাবায়ে কেরামের জীবনীতে খোঁজেন।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩৫
282244
অপি বাইদান লিখেছেন : বাংলাভাই, হুজি, আনসারউল্লা, আইসিস, বোকোহারাম, তালেবান, জামাতী, হেফাজতি এবং আপনি...... সবার হাতেই কোরান-হাদীস এবং সাহাবিদের খিস্তি/খেউড়ে আছে। তারপরও সহিহ ইসলামের এত আকাল ক্যান??
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৭
282250
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আকাল এই জন্য যে আপনি সহীহ ইসলাম মানছেন না। যদি আপনি মানতেন তাহলে আর আকাল হতো না। অপি@
340187
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আমি ব্যক্তিগতভাবে এ উদ্যোগটির নীতিগত সমর্থক!! এটি যথাযথ ব্যবস্থায় বাস্তবায়িত হলে অনেক ভালো হবে নিঃসন্দেহে!!

এজন্য শহরে প্রতি ওয়ার্ডে এবং গ্রামাঞ্চলে প্রতি দু-তিন গ্রামে বা প্রতি ঈদগাহের আওতায় একটা করে জবাইখানা স্থাপন করতে হবে!!

উন্নত বিশ্বে সবার হাতেই মোটরযান, দূরত্ব কোন ব্যাপার নয়! কিন্তু বাংলাদেশের কয়জন মানুষ সেটা পারবে???

বাস্তবে কিন্তু খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ভাই যা যা বলেছেন সেটাই চিত্রায়িত হবে!

নীতিবিবর্জিত সরকারের ব্যবস্থাপনায় ঐসব নীতিকথা ও উচ্চমার্গের কল্যানকর নাগরিক ভাবনা মূল্যহীন হয়েই থাকবে!!
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৬
281618
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
340188
০৭ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৪৬
সালসাবীল_২৫০০ লিখেছেন : সৌদিআরবেও যেখানে সেখানে কুরবানী করা যায়না, নিদৃষ্ট জাগা আছে।
তবে আমাদের দেশে যার যার বাড়িতে সবাই এক সাথে থেকেই কুরবানী করাটা অনেক আনন্দের বিষয়, এ আনন্দটা অনেকেই মিছ করবে, এতে করে অনেকেই কুরবানী করতে নিরুতসাহিত হবে।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৭
281619
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : জি ভাই। আরব দেশের মত পরিবেশ আর নিরাপত্তা থাকলে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাতাম। কিন্তু পরিবেশ না থাকাতে বিপদের আশংকা করছি। ধন্যবাদ আপনাকে।
340219
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০০
আফরা লিখেছেন : যা বলেছেন ঠিক বলেছেন ধন্যবাদ ।স্টিকিপোষ্টে শুভেচ্ছা

০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৮
281620
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ। যাজাকিল্লাহু খায়রান।
340245
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:২০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

কোরবানী নিরুৎসাহিত করার কৌশলী উদ্যোগ নিয়েছে সরকার!

প্রয়োজনে পরিষ্কার পরিছন্নতার জন্য নতুন কোনো পরিকল্পনা নেয়া যেতে পারে তবে কোরবানী যার যার সুবিধাজনক স্থানে হওয়া উচিত!

স্টিকি পোস্টে অভিনন্দন । Good Luck
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৪০
281621
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
340247
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৫
অপি বাইদান লিখেছেন : আনান্দ ফূর্ত্তির নামে যত্রতত্র পশু জবাই করে বাংলাদেশের মুমিনরা দেশটাকে আর কত পঁচাবে?? এমনি তো রোগ ব্যাধি, ডাইরিয়া, আমাশা, মশা, মাছিতে দেশটা শয়লাব হয়ে গেছে।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৪৪
281623
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অপি বাইদান আপু@ কেমন আছেন?
আসলে দেশে পরিবেশ আর নিরাপত্তা যদি থাকতো তাহলে সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানাতাম। কিন্তু পরিবেশ নাই বলে পোষ্টে উল্লেখিত সমস্যাগুলোর আশংকা করছি।
ধন্যবাদ আপনাকে।
তা আপনারা গরু দিচ্ছেন তো ঠিকঠাক মতো, নাকি?
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৮:৫৭
281658
অপি বাইদান লিখেছেন : না, আমি কোরবানি দেই না। আমার বাবা বেঁচে থাকতে গরু কোরবানি দিতেন। মনে পরে, সকালে গরুটিকে যখন কোরবানি দেয়ার আগে গোছল করানো হত, তখন আমি কাঁদতান।
340248
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৪৬
মেঘ কাব্য লিখেছেন : ভালো লাগলো
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫১
281624
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : নির্দিষ্ট স্থানে কোরবানীর নামে কোরবানীতে মানুষকে অনুৎসাহিত করার পরিকল্পনা রয়েছে হয়ত। ধন্যবাদ আপনাকে।
১০
340249
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আমাদের দেশের সার্বিক অবস্হা বিবেচনায় নিলে আসলে মানুষের কষ্টের সীমা থাকবে না। এতে করে মানুষ কুরবানী দিতে নিরুৎসাহিত হবে।
ভবিষ্যতে বাচ্চাদের কুরবানী কি তা ঈদ ছাড়া গরু জবাই করে শিখাতে হবে।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৭
281627
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ঠিক বলেছেন ভাই। অনেক ধন্যবাদ।
১১
340259
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৮
মাটিরলাঠি লিখেছেন : উদ্যোগটি শুনতে খুবই ভালো। কিন্তু ডালমে কুচ কালা হ্যায় লাগে। এদেশে নতুন কিছু করা মানে দুর্নীতির একটি হালখাতা ওপেন করা। যেমন রাস্তায় তিনচাকা বন্ধ, কিন্তু বন্ধ কি সব জায়াগায় হয়েছে। ভিওআইপি বন্ধ, বাস্তবে কি বন্ধ? অন্য উদ্দেশ্য সেক্যুলার রূপ দেয়া, আর কত কিছু যে আছে কে জানে?
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৬
281673
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আইন থাকলেও প্রয়োগ নাই। আবার এইসব আইন কিছু মানুষের পকেট ভারি করার একটা উছিলা হয়ে যায়। এ কারণে বলছিলাম যে দেশে একনো নির্দিষ্ট স্থানে গিয়ে কোরবানী করার পরিবেশ আসেনি।
১২
340275
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:৪৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : তাহলে গরু কোরবানী না দিয়ে ছাগল-ভেড়া কোরবানী দিলেই তো ল্যটা চুকে যায়। এটা বহনে, সংরক্ষনে, রক্ষনাবেক্ষণে সহজ। সামান্য একটু স্থানেই এটাকে জবেহ করা যায়। অষ্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ পৃথিবীর বহু দেশে এগুলো প্রচুর পরিমানে উৎপাদন হয়। সুন্দর পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৯
281674
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : টিপু ভাই@ কথা সেটা না। কথা হইল গিয়া আপনি গরু কোরবানী দেন আর ছাগল কোরবানী দেন, নির্দিষ্ট স্থানে গিয়েই তা জবেহ করতে হবে, এরকম নিয়ম নাকি দেশে আসছে। এটা দেখতে শুনতে সুন্দর হলেও এর মাধ্যমে কিছু লোকের পকেট ভারি হবে আর মানুষ হয়রানীর শিকার হবে। দেশের পরিবেশ দেখে তাই আশংকা করছি। ধন্যবাদ আপনাকে।
০৮ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৬
281675
নজরুল ইসলাম টিপু লিখেছেন : এটাতে কু-বুদ্ধি কাজ করছে। মানুষের মাঝে কোরবানীর যে একটা উৎসব মূখর চিন্তা কাজ করে। তা নস্যাৎ হয়ে যাবে। সরকারের মিলিয়ন টাকাতো সোনার বখাটেরাই খেয়ে ফেলে। শুধুমাত্র কোরবানীর দিন সরকার যদি একটু অতিরিক্ত ভূমিকা পালন করে, তাহলে কোন সমস্যা হবার কথা নয়। আবারো ধন্যবাদ।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:১৬
282188
অপি বাইদান লিখেছেন : কিছু বখাটে ছেলেপেলের কারনে আল্যার নামে কোরবানীকে আল্যা যদি প্রটেকশন দিতে না পারেন তা হলে এর, ওর হাতেপায়ে ধরে কি হবে। আল্যার অক্ষমতার মাশুল দিতেই হবে।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৯
282239
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আল্লাহ এই দুনিয়াকে পরীক্ষাগার হিসেবে বানিয়েছেন। মানুষ যা করবে তার ফল পাবে এজন্য তিনি মানুষকে কাজ করার ক্ষমতা দিয়েছেন।@অপি।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৪৪
282246
অপি বাইদান লিখেছেন : আপনি বলেছেন : "আল্লাহ এই দুনিয়াকে পরীক্ষাগার হিসেবে বানিয়েছেন। মানুষ যা করবে তার ফল পাবে এজন্য তিনি মানুষকে কাজ করার ক্ষমতা দিয়েছেন।"

তাহলে তো আকাজ, কুকাজ, খুন, ধর্ষন..... সব আল্লাই নিজ ক্ষমতা বলে করেন। মানুষের দোষ কি?
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৬
282249
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : মানুষ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। তাই তার কাজের ফল তাকে ভোগ করতে হবে।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪০
282371
অপি বাইদান লিখেছেন : আপনার আল্লার পরীক্ষা ল্যাব্রোটারীতে মানুষ খুন ধর্ষন করবে ...... এসব আল্লার জানা ছিল না নাকি? আমি হয়তো বলবেন আল্লা মানুষকে ভাল মন্দের বুঝ দিয়ে পাঠিয়েছেন। কিন্তু এই পৃথিবীর মন্দ মানুষগুলো নিজ জন্মের জন্য দায়ী নয়। তারা আল্লার হাতে/পায়ে ধরে ভাল কর্ম করার ওয়াদা করে জন্ম ভিক্ষা চায় নি। তাহলে কি বুঝা গেল? পৃথিবীর সব অপকর্মের মুল হোতা আল্লা স্বয়ং @ হাবিবুল্লাহ ভাই?
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
282373
অপি বাইদান লিখেছেন : বরংচ আল্লা নিজেই মন্দ লোক তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষের কি দোষ @ হাবিবুল্লাহ ভাই?
১৩
340319
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০০
ইবনে হাসেম লিখেছেন : উদ্যোগটি শুনতে খুবই ভালো। আরব দেশের বেশ কিছু স্থানে নির্দিষ্ট স্থানে কোরবানী দিতে হয়। তবে এদেশে নতুন কিছু করা মানে দুর্নীতির একটি হালখাতা ওপেন করা। হাবিবুল্লাহ ভাইর আশংকাই যে শেষ পর্যন্ত সত্য হবে তা এখুনি বলে দেয়া যায়।
০৮ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৯
281731
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে।
১৪
340365
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪১
মেঘবালক লিখেছেন : আমার মনে হয় সামনে কুরবানীর সময় হতে সোনার ছেলেদের প্রধানরা এমন ঘোষনা দিবে যে,

"যারা যারা কুরবানী করতে চান তারা তাদের কাংখিত টাকা আমাদের সোনার ছেলেদের হাতে জমা দিয়ে দিন। তাহলে আমরাই কুরানীর সমস্ত ঝামেলা সেড়ে আপনাদের বাড়ীতে গোশত পৌছে দিয়ে আসবো। অতঃপর ......... Crying
০৮ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫২
281788
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অতঃপর আম ছালা দুটোই শেষ।
ধন্যবাদ।
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৭
281997
মেঘবালক লিখেছেন : তখন নিজের বাড়ীর বাথরুমে কুরবানী দেওয়া ছাড়া উপায় থাকবে নাTongue
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১২
282149
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ইসলামী বিধানকে তারা যত সংকুচিত করতে পারে দাদারা ততই খুশি হবে।
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:০৮
282256
মেঘবালক লিখেছেন : সেটাইতো ওদের মূল লক্ষ্য
১৫
340389
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:১৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুন্দর পোষ্ট
ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
281811
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৬
340415
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ধন্যবাদ সুন্দর পোষ্টের জন্য। অনেক গিয়ান অর্জিত হইলো
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৫
281812
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৭
340445
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৪
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত শুধু বিড়ম্বনাই বাড়াবে।
ধন্যবাদ।
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৭
281870
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : উন্নত দেশগুলোর মত ভাল পরিবেশ থাকলে তবে নির্দিষ্ট স্থানে করা যেতো। কিন্তু এখন সেই পরিবেশ নাই।
ধন্যবাদ আবু জারীর ভাই।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩২
282190
অপি বাইদান লিখেছেন : এত কোরাণ-হাদীস গিলে খাওয়ার পরও ৯৫% আল্যাপূজারী মুমিনের বাংলাদেশে উন্নত দেশের পরিবেশ নেই। আক্ষেপ! এই দোষ কাকে দিবেন? এখনই সময়, আল্যাকে বাদ দিয়ে বিকল্প কিভু ভাবেন। মানুষ তো দেখেও শিখে।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১০
282240
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এই দোষ তাদেরকে দেন যারা কোরান আর ইসলামকে সহ্য করতে পারছে না। যাদের কারণে ইসলামী শাসন দেশে আসতে পারছে না। @অপি।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৪
282403
অপি বাইদান লিখেছেন : "এই দোষ তাদেরকে দেন যারা কোরান আর ইসলামকে সহ্য করতে পারছে না। যাদের কারণে ইসলামী শাসন দেশে আসতে পারছে না।"

তাহলে বুঝা গেল আপনার আল্লা নিতান্তই অক্ষম, অথর্ব। একদল বিজ্ঞানমনস্ক মানুষের কাছে তিনি নাস্তানাবুদ।

অথচ আপনাদের কাল্পনিক আল্লা নাকি নিজেকে পূজো করার জন্য বড় হাউস করে জ্বিন এবং মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন @ জনাব হাবিবুল্লা।
১৮
340503
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৬
আবু তাহের মিয়াজী লিখেছেন : শিক্ষনীয় পোস্টে
ধন্যবাদনিন
০৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
281873
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ মিয়াজী ভাই।
১৯
340605
০৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এটা তো মনে হয় শুধু শহরের জন্য, ভিলেজের জন্য না। আর শহরে কোরবানীর পর অনেকেই আছে ঐ জায়গাটা পরিষকার করার দরকার মনে করেনা, এতে যেমন পরিবেশ দুষিত হয়, তেমনি মানুষের নানান রোগ ও হয়। অতীতে এই ধরনের কাজ হয়ে আসতেছে বলেই সরকার এই ডিসিসান নিতে পারে। কারণ শহর গুলো পরিষকার রাখা দরকার। আরব-আমিরাতেও যেখানে সেখানে পশু জবেহ করার অনুমতি নাই, যেমন আবুধাবি শহরের সব পশু মিনাতে নিয়েই কোরবান করতে হয়। আপদত মনে হয় সরকার সিটি গুলোকে পরিষকার রাখার জন্য এই ডিসিসান নিয়েছে, এর পিচনে কোন হীন বাসনা আছে কিনা তা পরে বুঝা যাবে। আর সোনার ছেলেদের আগের সেই দিন এখন আর নাই, এখন মানুষ তাদের প্যাদানী দিতে একটুও অলসতা করেনা।
ধন্যবাদ আপনাকে।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৮
282139
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ভাই আবুধাবীর মত পরিবেশ আর নিরাপত্তা যদি থাকতো তাহলে সরকারী উদ্যোগকে স্বাগত জানাতাম। এখন আমাদের দেশে এখন চাঁদাবাজির আরো একটি সুযোগ বেড়েছে। এছাড়া আর কিছু নয়।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৩৯
282192
অপি বাইদান লিখেছেন : বাহ! চমৎকার যুক্তি???

"আবুধাবীর মত পরিবেশ আর নিরাপত্তা" নেই। তাই যে যেখানে পারো পশু জবাই করে দেশটাকে আস্তাকুর বানিয়ে দাও। @ হাবিবুল্লাহ ভাই?
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৪
282236
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : জান তো আগে বাচাতে হবে আপু তাই না? নাকি জান গেলে যাক আপনাকে পরিবেশ রক্ষা করতে হবে? আমি কিন্তু আগে জান বাঁচাব তারপর পরিবেশের চিন্তা। আর আপনি?
২০
340655
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:৪১
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : ল্যান্ডিয়াতে নরাধম মোদি সরকার কোরবানী নিষিদ্ধের সূর তুলেছে কোন কোনে রাজ্যে! নতুন ভাবী কলোনীতে তার ছিটেফুটো আছর তো পড়তেই পারে! খামোখা প্রশ্ন তুলে গ্যাঞ্জাম লাগাতে চান কিল্লাই?
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪০
282140
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হ্যাঁ দাদাদের মন রক্ষা করেও যদি গদী রক্ষা হয় তাতে কোরবানী থাকলো না গেল তা নিয়ে লীগেরা ভাববে না। ধন্যবাদ।
২১
340660
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৯
আবু ফারিহা লিখেছেন : সোনার ছেলেদের ও পুলিশ লীগদের ঘরে আটকে রাখতে পারলেই সঠিক ভাবে সবকিছু বাস্তবায়ন হওয়া সম্ভব। নইলে কোরবানীর আনন্দই মাটি হয়ে যাবে।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪২
282141
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : জনগণ যদি সচেতন হয় তাহলে সম্ভব। গুম করার অবস্থাটা দেখেন। জনগণ যদি বলতো যে হয়ত পুলিশের পোষাক পরে আসেন না হলে আমাদের মোবাইলে আপনাদের ছবি ঠিকানা আর ভিডিও দেন। তারপর নিয়ে যান। এরকম হলে কেও আর গুম হতো না। এখন সাদা পোষাকে আসছে, মানুষ নিয়ে যাচ্ছে। পরে বলছে আমরা কিছুই জানি না।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৫৮
282194
অপি বাইদান লিখেছেন : বিশ্বের ২য় বৃহৎ মুমিন মুসলিমের বাংলাদেশে আল্লা নিজেই অক্ষম, ঠুটো জগন্নাথ। চোর চামারে ভরপুর এই মুমিনের দেশে পুলিশ কি করবে @ আবু ফারিহা ?
২২
340757
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০০
আবু জান্নাত লিখেছেন : নতুন কিছু করা মানে দুর্নীতির আরেকটি হালখাতা ওপেন করা, বাক্যটি দারুন লেগেছে। সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:১০
282148
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হ্যাঁ আসলেই তাই। অনেক ধন্যবাদ।
২৩
340788
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০২:৪৬
অপি বাইদান লিখেছেন : ধরে নিলাম "সোনর ছেলেরা চাদাবাজি করতে চায়।
কিন্তু তাই বলে- আল্লার চাকর বাকর, চেলা চামুন্ডা.......রা যেখানে সেখানে পশু জবাই করে জনস্বাস্থ্য বিপন্ন করবে তা হতে পারে না।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০২
282232
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : তো আপনি কি বলতে চান যে সোনার ছেলেরা যদি জানটাও নিয়ে নেয় তবুও আপনাকে কোরবানী দিতে হবে?
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:০৭
282238
অপি বাইদান লিখেছেন : আল্লা থাকতে জানের ভয় কেন? আল্লার নামে কোরবানি দিবেন তো আল্লাই প্রটেকশন দিবেন। নাকি আপনার আল্লাও সোনার ছেলেদের ভয়ে কম্পমান??
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:১৫
282241
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আল্লাহ এই দুনিয়াকে পরীক্ষাগার হিসেবে বানিয়েছেন। তাই মানুষকে কাজ করার ক্ষমতা দিয়েছেন। তিনি যদি সোনার ছেলেদেরকে কাজ করতে না দেন তাহলে কাজের ফলাফল তাদেরকে কেন দিবেন। তাই কিছুটা স্বাধীনতা দিয়েছেন। এ জন্য তিনি সাথে সাথে কারো কাজে বাঁধা দেন না।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২২
282243
অপি বাইদান লিখেছেন : সবই যখন আপনার আল্লার মাস্টার প্লান তো কোরবানি নিয়ে এত হায় হুতাস করেন ক্যান? সরকারের বেঁধে দেয়া জায়গায় সুবোধ বালকের মত কোরবানি দিয়ে আসেন। কিচ্ছা খতম।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৫৪
282247
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ঐ যে বললাম, মানুষকে কাজ করার স্বাধীনতা দেয়া হয়েছে এবং এর জন্য ফলাফলও দেয়া হবে। তাই।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৬
282372
অপি বাইদান লিখেছেন : আপনার আল্লার পরীক্ষা ল্যাব্রোটারীতে মানুষ খুন ধর্ষন করবে ...... এসব আল্লার জানা ছিল না নাকি? আমি হয়তো বলবেন আল্লা মানুষকে ভাল মন্দের বুঝ দিয়ে পাঠিয়েছেন। কিন্তু এই পৃথিবীর মন্দ মানুষগুলো নিজ জন্মের জন্য দায়ী নয়। তারা আল্লার হাতে/পায়ে ধরে ভাল কর্ম করার ওয়াদা করে জন্ম ভিক্ষা চায় নি। বরংচ আল্লা নিজেই মন্দ লোক তৈরি করে পৃথিবীতে পাঠিয়েছেন। তাহলে কি বুঝা গেল? পৃথিবীর সব অপকর্মের মুল হোতা আল্লা স্বয়ং, মানুষের কি দোষ @ হাবিবুল্লাহ ভাই?
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৫৭
282375
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : অপি@ আপনার মন্তব্য পড়ে হাসব নাকি কাঁদব বুঝতে পারছি না। তবে এর জবাব আছে।
আচ্ছা বলুন কেমন আছেন? আপনি কোন ধর্ম মানেন? নাকি একটাও মানেন না? তর্ক পরে হবে। আগে বলেন কেমন আছেন? ভগবানের কৃপায় নিশ্চয় ভাল?
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৪১
282391
অপি বাইদান লিখেছেন : ভাল আছি @ হাবিব ভাই। তবে জেনে রাখা ভাল- মানুষ নিজ কর্মগুনেই ভাল/খারাপ থাকে। এখানে কোন আসমানি দৈত্য, আল্লা, শয়তান অথবা ভগবানের কৃপা/আছর/নছরের স্থান নেই। ধন্যবাদ।
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:২৩
282449
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : আপনার মন্তব্যে ভগবান আবার রাগ করবেন নাতো?অপি আপু@
২৪
341023
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:০০
হতভাগা লিখেছেন : সরকারের উচিত হবে প্রত্যেকের গরু কোরবানী করিয়ে সকাল ১০ টার মধ্যে যার যার ভাগের গোস্ত সঠিক পরিমানে পাঠিয়ে দেওয়া - যদি সত্যিকার অর্থেই তারা জনগনের সেবা করতে চায় ।
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:১৭
282547
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : তা করবে বলে তো মনে হয় না। এখনো পথে পথে চাঁদাবাজি চলছে গাড়িতে। কোরবানীর সময় সেই সুযোগ লীগেরা কি হাত ছাড়া করবে?
২৫
341030
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৪৫
সঠিক ইসলাম লিখেছেন : এই ভাই এর কোন পোষ্ট প্রকাশিত হচ্ছে না এবং তিনি কোন কমেন্টও করতে পারছেন না, এডমিন ভাই দয়া করে একটু দেখুন। http://www.bd-monitor.net/blog/blogdetail/bloglist/11437/ahoban
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:০৬
282459
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আইডি খুলেছে ৫ দিন হয়েছে এখনো!!! মনে হয় নিকটি এখনো কর্তৃপক্ষ হতে অনুমোদন পায়নি।
১১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১৪
282460
সঠিক ইসলাম লিখেছেন : অনুমোদন পেতে কতদিন লাগে আপু ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File