মুসলমানদেরকে জঙ্গি বা সন্ত্রাসী বলা শত্রু পক্ষের একটি যুদ্ধকৌশল

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ০৮ জুলাই, ২০১৪, ০৭:১৩:১৭ সকাল

বিভিন্ন দেশে যেসব মুসলমান অন্যায় অত্যাচার ও জুলুমের প্রতিবাদ করছে, নিজেদের দেশ ও জনগণের অধিকার আদায়ে আন্দোলন করছে, জালিমের হাত থেকে নিজেরদের মা বোনের ইজ্জত বাঁচানোর সংগ্রাম করছে, তাদেরকে বিভিন্ন মিডিয়াতে সন্ত্রাসী বা জঙ্গি বলা হচ্ছে। শত্রুর বিরুদ্ধে এই শব্দগুলো ছুড়ে দেয়া মার্কিনীদের একটা যুদ্ধকৌশল। লিবিয়াতে মোয়াম্মার গাদ্দাফি যাদেরকে জঙ্গি বলেছিলে সেই তাদেরকেই সাহায্য করেছিল মার্কিনযুক্তরাষ্ট্র। আবার আফগানিস্তানে যাদেরকে জঙ্গি বলা হচ্ছে সেই তাদেরকে রাশিয়ার বিরুদ্ধে সাহায্য করেছিল আমেরিকা। তাই কারা আসলে জঙ্গি সেটা মিডিয়ার খবর শুনে বিশ্বাস করার কোনো যুক্তি দেখি না।

যারা ইরাক ও আফগানিস্তানে জঙ্গিবিমান থেকে বোমা ফেলে নিরীহ নারী পুরুষ ও শিশুদের হত্যা করেছে তাদেরকে জঙ্গি বলা হলো না, বরং জঙ্গি বলা হলো তাদেরকে যারা নিজেদের দেশ ও জনগণকে রক্ষা করার জন্য দখলদার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিল। যারা ফিলিস্তিনে জঙ্গিবিমান থেকে বোমা ফেলে নিরীহ মানুষ মারছে তাদেরকে মিডিয়াতে জঙ্গি বলা হচ্ছে না, বরং জঙ্গি বলা হচ্ছে তাদেরকে যারা নিজেদের দেশ ও মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য ইসরাইলের বিরুদ্ধে নিজেদের জান বাজি রেখে যুদ্ধ করছে। যেসব ভারতীয় সৈন্য কাশ্মীরের নিরীহ জনগণের উপর ভয়ানক মারণাস্ত্র দিয়ে হামলা করছে তাদেরকে জঙ্গি বলা হচ্ছে না মিডিয়াতে, বরং তাদেরকেই জঙ্গি বলা হচ্ছে যারা নিজেদের স্বাধীনতার দাবীতে এবং মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য দখলদার ভারতীয় সৈন্যদের প্রতি পাথর ছুড়ে মারছে তাদেরকে। বিভিন্ন দেশের মিডিয়াতে এই সন্ত্রাসী ও জঙ্গি শব্দগুলো বলা হচ্ছে ইসলাম বিরোধীশক্তির সেই পুরাতন যুদ্ধকৌশল হিসেবেই।

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242782
০৮ জুলাই ২০১৪ সকাল ০৭:৫৮
সন্ধাতারা লিখেছেন : You are right. It is their intention to blame Muslim illegally. Jajakalla khairan.
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:২০
188617
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
242808
০৮ জুলাই ২০১৪ সকাল ১০:১৫
জাগো মানুস জাগো লিখেছেন : correct u r vai. we should not trust all media's bias news without proper check.
০৮ জুলাই ২০১৪ বিকাল ০৪:২০
188618
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ধন্যবাদ আপনাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File