নিরাপদ সড়ক চাই |

লিখেছেন লিখেছেন ব্যতিক্রম বলছি ০৭ ডিসেম্বর, ২০১৪, ০২:৩৬:০৮ দুপুর



দু’বাসের সংঘর্ষে রাজশাহী কলেজের ৩ ছাত্রী নিহত

এতো সেদিন আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি|আজ তিন বোনকে|এভাবে প্রতিনিয়ত প্রাণ ঝরছে |কিন্তু আর কত ?এর শেষ কোথায়?

মহানগরীর জুট মিলের সামনে দুই বাসের সংঘর্ষে রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ ছাত্রী।

আহত ছাত্রীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে|

রোববার দুপুর একটার দিকে রাজশাহী মহানগরীর জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরীর জুট মিলের সামনে রাজশাহী কলেজের ছাত্রী বহনকারী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ওপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রাজশাহী কলেজের তিন ছাত্রী নিহত হন। এতে আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন ছাত্রী।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ছাত্রীদের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়: বিবিধ

১০২৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292050
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৮
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দুঃখজনক। এভাবে প্রতিদিন মেধাবীগুলো মরলে তো দেশ ধ্বংস হয়ে যাবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File